নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে জানে জ্ঞানী গুণী তার কাছে শেখার আছে। মাথামোটার কাছে আমার কিছু শেখার নাই। আচরণে তার বংশের এবং ব্যক্তিক আভিজাত্য প্রকাশ পায়।সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

ক্ষণিকের পৃথিবী

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৫৯


আগের পৃথিবী আছে ফিরে সকাল বিকাল
সূর্য উঠে সূর্য ডুবে দিন শেষে রাত নামে,
চন্দ্র উঠে তারা জ্বলে হেমন্ত বসন্ত ফেরে
মানুষ গুলো যে নাই জীবন যাদের থামে।

লেখক ব্লগার থেকে চেনা অচেনার ধারে
নিভেছে চক্ষু প্রদীপ গেলো একধা না বলে,
ক্ষণিকের পৃথিবীতে কেন এতটা সংশয়??
কেন হিংসা দ্বেষ থেকে বিভক্ত এখন দলে।


কিছুদিন আগে দাদা, দাদার পিতায় ছিল
আজ দাদা, নানা নেই - মা ও হারিয়ে গেছে,
তাদের চোখে দেখেছে এই পৃথিবীর পথ
পথ রয়েছে ঠিকই তারা নেই অবশেষে।

এইভাবে একদিন আমি তুমি কেউ আর
থাকবে না পৃথিবীতে পৃথিবী থাকবে ঠিক
আগের মত থাকবে প্রকৃতির গতি স্রোত......

নয়তো এক উন্নত জাতির মিশ্রন রবে
আমাদের কেউ আর থাকবে না পৃথিবীতে।
সবুজ ছাড়বে বৃক্ষ কলমি লতাও ফুটে
শিশির এসে ধুইবে এই আগত সকাল




মন্তব্য ১৫ টি রেটিং +১/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:০৯

সোনাগাজী বলেছেন:



এই বিশ্ব দেখার সুযোগটাই বিশাল ব্যাপার; চলে যাওয়া নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:১৮

এম ডি মুসা বলেছেন: বিশ্বটাকে নিঃস্ব অবস্থায় দেখে
একবুক চুন কালি মেখে
অভাবের পিঠে চড়ে
দিন দিন ফিরেছি ঘরে।

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৩৯

সোনাগাজী বলেছেন:



আমরা মাঝারি ধরণের ভালো ছিলাম; জিয়া, এরশাদ ও বেগম জিয়া জাতিকে অসৎ জাতিতে পরিণত করেছে; আশা করেছিলাম, শেখ হাসিনা ভালো করবেন; এখন দেখা যাচ্ছে যে, উনি আসলে বুদ্ধিমতি নন।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৪১

এম ডি মুসা বলেছেন: আমি ও আশা করছি তিনি বঙ্গবন্ধুর মত কিছু করবেন । যেটা দেশের মানুষ শান্তি পাবে আসলে কি কতটুকু করছে।

৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৪১

সোনাগাজী বলেছেন:



টাইপো:

আমরা মাঝারি ধরণের ভালো *জাতি ছিলাম; জিয়া, এরশাদ ও বেগম জিয়া জাতিকে অসৎ জাতিতে পরিণত করেছে; আশা করেছিলাম, শেখ হাসিনা ভালো করবেন; এখন দেখা যাচ্ছে যে, উনি আসলে বুদ্ধিমতি নন।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৪৫

এম ডি মুসা বলেছেন: তাছাড়া মানুষ যা যাই বলুক শেখ সাহেব কিন্তু এদেশের আসলেই ভালো চাইছেন, তিনি থাকলে তার দলের সংস্কার করতেন সবার আগে। শেখ সাহবে মত মানুষ বাঙলায় আর হবে কিনা, আমার জানা নাই। আর বাংলাদেশ। তরুণ প্রজন্ম প্রথম ধাপ হলো চাকরি এখানে বহু অনিয়ম আমি শেখ সাহেবের ১৯৭৫ শেষে বাকশাল েএর বক্তব্য শুনছি, তিনি যতদূর িএদেশে শেখ সাহবের অভাব অনুভব করছি।

৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৪১

শূন্য সারমর্ম বলেছেন:


নতুন সূর্যের পৃথিবী নতুন হয় না সবার জন্য।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৪৭

এম ডি মুসা বলেছেন: হ্যাঁ কি করবো দুঃখের সাথে , নতুন চোখের স্বপ্ন গুলো মেঘে ঢাকা আকাশের মত হয়ে যায়

৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:০৬

সোনাগাজী বলেছেন:



লেখক বলেছেন: আমি ও আশা করছি তিনি বঙ্গবন্ধুর মত কিছু করবেন । যেটা দেশের মানুষ শান্তি পাবে আসলে কি কতটুকু করছে।

-উনার সময় বয়ে গেছে; উনি বুদ্ধিমতি হলে, ৪৪ বছর আওয়ামী লীগের সভাপতির পদ ধরে রাখতেন না; এবং দেশের বেশীরভাগ মানুষ উনাকে উনাকে অন্ধভাবে সাপোর্ট দেয়ার পরও, উনি নিজকে জনপ্রিয় করতে পারেনি। আত্মবিশ্বাসের অভাবে কারণে উনি ভুয়া ভোট করেছে, যা সরকারের লোকদের ও ধনী ব্যবসায়ীদের ভয়ংকর অসৎ হতে সাহায্য করেছে।

২০ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:২৬

এম ডি মুসা বলেছেন: আল্লাহ জানে কবে এই দেশে মানুষ স্বাধীনতার পূর্ণ স্বাধ পাবে । আর আমাদের ভাগ্যে নেই। নারীদের আমরা কখনো অবহেলা করি না । তাই নারী পুরুষ সমান অধিকার থাকবে । আর নারী এখন পুরুষের চেয়ে মেধাবী । কিন্তু নারীদের সবখানে ৬০% সুযোগ বেশি দিয়ে পুরুষের কপাল পুড়ে কি পেয়েছে?

৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:০৯

জ্যাক স্মিথ বলেছেন: অথচ এই ক্ষণিকের পৃথিবীর জন্যই কত কত আয়োজন।

কবিতা ভালো লেগেছে।

২০ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫০

এম ডি মুসা বলেছেন: ধন্যবাদ।

৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কবিতা

২০ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫০

এম ডি মুসা বলেছেন: ধন্যবাদ আপা

৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:০০

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.