নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।
গরম গরম ব্যাপক গরম শুনছি কেবল
তাপমাত্রাও থমথমা থম,
দুই মাস ধরে তীব্র জ্বালায়
সহ্য হয়নি একটু গরম।
আমার বাড়ির এই আঙিনায়
হানাহানি খলা জুড়ে,
নিত্য গরম এই প্রতিদিন
ভুগে থাকি ঘুরে ঘুরে।
বাজার পণ্যে ব্যাপক গরম
কিনতে আমার হাত পুড়ে যায়,
শুনছি কেবল গরম গরম
এটাই কেবল খুব সাধারণ।
চাকরি বাকরি ব্যাপক গরম
কপাল পোড়ায় ধরতে গেলেই,
চারদিক চলে টাকার গরম
মানুষ গুলোই যে যাচ্ছে গলে।
রোদের গরম কতক্ষন আর
কিছু দিন পর পালিয়ে বেড়ায়,
শীত মহাজোট আসবেন তবে
মানুষ সৃষ্ট ত্যক্ত গরম আর কি ফুরায়।
২| ২৯ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১:৪৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: তাপমাত্রা দিনকে দিন বাড়ছেই যেন
©somewhere in net ltd.
১| ২৮ শে এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৬:২৫
শূন্য সারমর্ম বলেছেন:
বৃষ্টি নামানো শিখার জন্য সরকারী কর্মকর্তাদের বিদেশ পাঠানো দরকার।