নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞানী লোকের কাছে প্রতিনিয়ত শিখছি। অজ্ঞের থেকে শেখার কিছু নেই। সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

কবিতা আর কবি

০৬ ই মে, ২০২৪ সকাল ১০:৩৭

কবিতার উপাদান/ আছে নাকি কম,
তবু যেন ছাই লেখে/ কবি হরদম।
ফুলে ফুলে মাঠ ঘাট/ পাখি ডাকা ডাকি,
কি একটা নেই নেই/ যত চেয়ে থাকি।
এত এত কবিতার/ কবি কয়জন,
কবিতা লিখে গেলেন/ ধরে নাকো মন।

কাক,ডাকে কা কা খুব/ দুপুরের দেহে
কবিদের মন নাকি/ ছেলে নাকি মেয়ে,
কাকের বিষ্ঠায় নাকি/ কবিতার গুণ,
আজকাল কবিতায়/ নাই দেয় নুন।

কত কত পরিশ্রম/ মাথা ধরা ঘামে,
ত্যক্ত পাঠক যখন/ দুঃখ তাই নামে।
ছন্দের হাতেখড়ি টা/ যদি যান শিখে,
হতে পারে ভালো কিছু/ যা পারেন লিখে।




মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই মে, ২০২৪ দুপুর ১২:০০

আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর এক ভাবনা কবি

০৬ ই মে, ২০২৪ বিকাল ৩:১৪

এম ডি মুসা বলেছেন: ধন্যবাদ আপনাকে কবি।

২| ০৬ ই মে, ২০২৪ দুপুর ১২:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর। কবিতাগুলো অবহেলায় পড়ে থাকে।

০৬ ই মে, ২০২৪ বিকাল ৩:১৪

এম ডি মুসা বলেছেন: আপনার জন্য শ্রদ্ধা এবং ভালোবাসা আপনার কবিতা অনেক গভীরতা আছে। আমি এত চিন্তা ভাবনা করে কবিতা লিখি না মনে। তবে আপনার কবিতা ইদানিং উপমা খুব ভালো লাগে।

৩| ০৬ ই মে, ২০২৪ দুপুর ২:২৯

অধীতি বলেছেন: কবিতাটাই শেষ পর্যন্ত ছন্দাসিক সুন্দর একটি ছড়া হয়ে গেল। দারুন হয়েছে।

০৬ ই মে, ২০২৪ বিকাল ৩:১৫

এম ডি মুসা বলেছেন: মজা করলাম ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.