নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞানী লোকের কাছে প্রতিনিয়ত শিখছি। অজ্ঞের থেকে শেখার কিছু নেই। সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

অর্থ মানুষকে কখনো সুখী করতে পারে না

০৩ রা জুন, ২০২৪ সকাল ৯:১৮

টাকা কার না প্রয়োজন?? টাকা, পয়সা, অর্থ সম্পদ কম হলে সমস্যা আবার বেশি থাকলেও সমস্যা। অর্থ মানুষকে দুঃখ থেকে মুক্তি দিতে পারে না। যখন বাস্তব পথে চলা শুরু করি প্রতিটি সময়ে টাকা, অর্থ প্রয়োজন, তবুও অর্থ মানুষকে মুক্তি দিতে পারে না। অর্থ বা টাকার অভাব মানুষকে ঘুমাতে দেয়না। সুখের অসুখে আমরা কাহিল আর ক্লান্ত। অর্থ বা টাকার অভাবে তিলে তিলে শেষ করে দেয়।

ভালো থাকার জন্য অনেক বেশি টাকা বা অর্থের প্রয়োজন হয়না। আপনার যদি অর্থ সম্পদ বা টাকা না থাকে আপনি সমাজে অনেক সমস্যায় পড়ে থাকবেন। তেমনি যাদের অতিরিক্ত সম্পদ আর টাকা আছে তারাও নানা সমস্যায় ভুগে থাকে। যেমন যারা অর্থবিত্ত
তাদের পারিবারিক সমস্যায় ভুগে। অথবা যাদের অর্থ বেশি থাকে তাদের জান মালের উপর হামলা আশংকাও থাকে কোথাও কোথাও।



একটা উদারহণ দেইঃ সংক্ষেপে
রহিম মিয়া মধ্যবিত্ত ,অর্থ সম্পদ এবং টাকা খুব প্রয়োজন। সমাজে চলার পথে তাকে ভোগায় অর্থের অভাব, তার স্ত্রী আয়েশা বিবি, সরাক্ষণ সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে তার জামাই যেনো ধনী হতে পারে। রহিম মিয়া তার স্ত্রীকে পৃথিবীর নিজের চেয়ে বেশি ভালোবাসে। হঠাৎ যুব উন্নায়ন অধিদপ্তর ফ্রিল্যান্সি কাজ শেখার সুযোগ হয় রহিম মিয়ার। রাতারাতি তার দিন বদলে যেতে থাকে, তার মাসিক ইনকমা ২ লাখেরও বেশি। সে ঢাকার শহরে ফ্লাট বাড়ি ও কিনে ফেলেছে। আগে সে গ্রামে থাকতো। এখন রহিম মিয়া সবকিছু চিন্তা ধারা উন্নত হতে শুরু করে। তার স্ত্রীকে একদিন বলে আমার তো এখন অনেক টাকা , তাহলে আমি দুই টা বউকে ভরণ পোষন করার ক্ষমতা আছে, তাহলে আমি আরেকটা বিয়ে করি। তোমাকে ও ভালোবাসি তাকে ভালোবাসবো। তোমাকে একটু বেশিই বাসবো। এই কথা শুনে রহিমা মিয়া স্ত্রী আয়েশা বিবি আকাশ থেকে ভেঙে পড়লেন। তাদের ভিতরে শুরু হয়ে গেলো ঝগড়া, আয়েশা বিবি চলে গেলেন বাপের বাড়ি, এই ফাঁকে রহিম মিয়া নতুন একজন অল্প বয়সী মেয়েকে বিয়ে করে ফেলেছে। প্রথম স্ত্রী বাসায় নিজে নিজে এসে দেখে তার ঘরে তার নতুন বউ। এখন প্রথম স্ত্রীর শান্তি হারাম হয়ে গেছে!!

আসলেই কি টাকা পয়সা অর্থ মানুষকে সুখী করতে পারে না। অভাব আছে বলেই তুমি ভালো আছো। যখন যে অবস্থায় আছে নিজেকে ভালো রাখার নামই কিন্তু সুখ। যে অবস্থায় আছে সেখানে নিজেকে সুন্দর রাখার নামই সুখ। সুখের আসায় অসুখে ভোগা উচিত না।

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০২৪ সকাল ৯:৪৪

কামাল১৮ বলেছেন: আসুন দলবেধে অর্থহীন থাকি।

০৩ রা জুন, ২০২৪ সকাল ১০:১১

এম ডি মুসা বলেছেন: সেটাও সমস্যা উপরে আমি কইছিলাম, অর্থ সবার দরকার, অতিরিক্ত অর্থ মানুষকে আরো বেশি দুঃখী করে তোলে

২| ০৩ রা জুন, ২০২৪ সকাল ১০:০০

জ্যাক স্মিথ বলেছেন: অর্থের প্রয়োজনীয়তা অস্বীকার করছি না, কিন্তু এই অর্থই এক সময় যত অনর্থের মূল হয় দাঁড়ায়।

পোস্টের সাথে সহমত।

০৩ রা জুন, ২০২৪ সকাল ১০:১১

এম ডি মুসা বলেছেন: অতিরিক্ত চাহিদা না করে, স্বাভাবিক জীবন যাপন করাই ভালো

৩| ০৩ রা জুন, ২০২৪ সকাল ১১:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অর্থেরও প্রয়োজন আছে তবে অতিরিক্ত অর্থ হাতে না আসলেই ভালো

সুন্দর পোস্ট

০৩ রা জুন, ২০২৪ দুপুর ১২:১০

এম ডি মুসা বলেছেন: ঠিক বলেছেন

৪| ০৩ রা জুন, ২০২৪ দুপুর ১২:৫৬

নতুন বলেছেন: সুখ কেনা যায় না, মনের গভীরে সুখ উপলব্ধি করতে হয়।

যারা মন থেকে সুখী হতে পারে তারা বেশি টাকা হলেও সুখী থাকে, দরিদ্র হলেও সুখী থাকে।

প্রঙ্জা/জ্ঞানের ঘারতি থাকলে সুখী হওয়া কস্ট।

৫| ০৩ রা জুন, ২০২৪ দুপুর ২:১৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
- অর্থ ছাড়া সুখে থাকাটাও এইযুগে প্রায় অসম্ভব।

৬| ০৩ রা জুন, ২০২৪ দুপুর ২:৩৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: জীবনে অর্থের প্রয়োজন আছে। কিন্তু শুধুমাত্র অর্থ মানুষকে সুখি করতে পারে না।

২০ শে জুন, ২০২৪ রাত ১০:৪৪

এম ডি মুসা বলেছেন: মানুষ কখনো স্বপ্নের মত বড় নই

৭| ০৩ রা জুন, ২০২৪ বিকাল ৫:২৪

অপু তানভীর বলেছেন: টাকা দিয়ে সুখী হওয়া যার না, বাক্যটা মূলত একটা শান্তনা বাক্য !
টাকা ছাড়া জীবনে সুখী হওয়ার অসম্ভব একটা ব্যাপার !

৮| ০৩ রা জুন, ২০২৪ বিকাল ৫:২৭

ডার্ক ম্যান বলেছেন: যার টাকা নাই তার জীবনে আপন বলে কেউ নাই।
সুখী হওয়াটা একেকজনের কাছে একেকরকম

৯| ০৩ রা জুন, ২০২৪ রাত ৮:৩৭

কামাল১৮ বলেছেন: প্রয়োজনীয় অর্থের পরিমান কতো।

১০| ০৩ রা জুন, ২০২৪ রাত ১০:৩০

শূন্য সারমর্ম বলেছেন:


যাদের অর্থ নেই তাদের জন্য অর্থবানদের এটা হটকেক।

১১| ০৪ ঠা জুন, ২০২৪ রাত ১:০৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: অভাবী স্বামীদের কোন নারী
ভালোবাসা দেবে বলুন তো ???

২০ শে জুন, ২০২৪ রাত ১০:৪৫

এম ডি মুসা বলেছেন: না

১২| ০৪ ঠা জুন, ২০২৪ রাত ১:৪১

নতুন বলেছেন: টাকার প্রয়োজন মানুষের কখনো ফুরায় না। মানুষ ১০ টাকা আয় করলে ১০০ টাকার প্রজেক্ট শুরু করে

১০০০ হলে ১ লক্ষ টাকার প্রজেক্ট আর লক্ষ টাকা আয় করলে কোটি টাকার পেছনে কাজ শুরু করে।

শারমিনকে আমি নিজের অবস্থা দিয়েই টাকার বাস্তবতা বোঝাই।

যখন দুবাইতে চাকুরি শুরু করেছি এন্ট্রি লেভেল ওয়েটার হিসেবে তখনো মাস শেষে বেতন এলে কয়েকদিন পরেই একাউন্টে টাকা থাকতো না। ১৬ বছর পরে এখন ১৪ গুন বেশি বেতন পাবার পরেও বেতন পাবার পরে একাউন্টে টাকা থাকেনা =p~

আমি বিশ্বাস করি মানুষ যদি তার অবস্থানে সুখী হবার চেস্টা করে তবে সে সুখি হবে।

আমি যেখানে কর্মস্থলে যাতায়াতের পথে কোটি টাকা দামের গাড়ী মাঝে আমার ২০১০ মডেলের গাড়ী খুবই পুরানো। সবাই বলে গাড়ী পাল্টাও একটা ৭ সিটার কেনো, নিশান প্রেটোল দেখতে খুবই ভালো লাগে। কিন্তু সাধ্য যেহেতু তাই তাই আমার ২০১০ নিয়ে আমি খুবই খুশি আছি। তাই রোলস রয়েস, ফেরারী, প্রাডো, নিশান প্রেটোলের পাশে আমি আমার ২০১০ মডেলের টয়োটা পার্ক করতে লজ্জা করিনা।

আমার যা আছে তাতেই আমি খুশি। কিন্তু যদি আমি আমার আফসোস শুরু করি তবে প্রতিদিন যত দামী গাড়ীর দিকে চোখ যাবে ততই আফসোস করতে থাকবো।

যাদের বেশি টাকা থাকে তারা নিজেদের যা আছে তার থেকে আরো বেশি দামী জিনিসের পেছনে নজর দিয়ে নিজেদের যা আছে তা উপভোগ করতে ভুলে যায়।

আমি মনে করি যার থাকার জন্য ছাদ আছে, তিন বেলা খাবারের কস্ট নাই, শারিরিক ভাবে সুস্থ তারা ইচ্ছা করলেই সুখি হতে পারে।

১৩| ০৪ ঠা জুন, ২০২৪ ভোর ৫:১৬

নাহল তরকারি বলেছেন: আমার কাছে বেশী টাকা থাকলে আমাদের ভবেরচর ইউনিয়ন কে উত্তরার মত পরিকল্পিত নগর বানাতাম। রসুলপুর ঘাট এবং চরকিশোরগঞ্জ ঘাট এই দুইটি ব্রীজের অভাবে গজারিয়া উপজেলাবাসী মুন্সীগঞ্জ শহরে যেতে পারে না। টাকা থাকলে এই দু্ইটি ব্রীজ বানিয়ে দিতাম। একটি ব্রীজের অভাবে গুয়াগাছিয়া ইউনিয়নবাসীর খুব অসুবিধা হচ্ছে। আমি এই ব্রীজও বানাতাম। ইজ্ঞিনিয়ারিং কলেজ, মেডিকেল কলেজ সহ আরো অনেকে কিছু বানাতাম।


হায়রে......। টাকার অভাবে কিছুই করতে পারছি না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.