নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞানী লোকের কাছে প্রতিনিয়ত শিখছি। অজ্ঞের থেকে শেখার কিছু নেই। সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

ভাঙন

১০ ই জুন, ২০২৪ দুপুর ২:৫৫

বাড়ির ভেতর বৃক্ষরাজি তোমার মত উধাও এখন,
একলা একা মাটির শরীর নীল আকাশে হানা যে দেয়।
জোড়া শালিক কুশ টানে না বাড়িঘরে সংসার পেতে।
তোমার মত হারিয়ে গেছে এক নিমিষেই চোখের পিছি।

আগের মত ভোর জাগে না দোয়েল ডাকা প্রথম ভোরে,
অপেক্ষায় আর কেউ করে না বর্ষা কিংবা শরৎ শিশির।
তোমার মত বৃষ্টি এখন মুনাজাতে তাও নামে না,
রোদ্র তাপে সব গলে যায় তবু তোমার মন গলে না
বদলে গেছে বসত বাড়ি তোমার মনের ইচ্ছার মত
উলট পালট চারিদিকে অন্ধকারে ডুবে আছে ।

বাড়ির ভেতর আগের ছবি হঠাৎ করে উলট পালট,
ভেঙে যাবে অজানাতে যেথায় থামে সেই কোলাহল
তোমার মত সবকিছু ঠিক আগের মত একটু ও নাই।

লেখা মোঃ মুসা শশীভূষণ চরফ্যাশন ভোলা। উৎসর্গ শাকিলা।( ছন্দ স্বরবৃত্ত )

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০২৪ বিকাল ৩:০৯

আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ স্মৃতিময় এক অনুভূতি কবি

২| ১০ ই জুন, ২০২৪ বিকাল ৫:৪৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: ঠিক আছে

৩| ১১ ই জুন, ২০২৪ দুপুর ২:৩১

প্রামানিক বলেছেন: লেখার হাত মন্দ নয়। প্রফাইল ঘুরে ঘুরে দেখলাম। এতো সুন্দর লেখকের পরিচয় জানা দরকার। এবার প্রশ্ন হলো---- কোন বাড়ির কার ছেলে? পরিচয় না দিলে বুঝতে পারতেছি না - -

১১ ই জুন, ২০২৪ সন্ধ্যা ৬:৫৫

এম ডি মুসা বলেছেন: http://www.Facebook.Com/mdmusa4
ভোলার শশীভূষণ গ্রামে চরফ্যাশন উপজেলা। বসত বাড়ির ঘর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.