নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞানী লোকের কাছে প্রতিনিয়ত শিখছি। অজ্ঞের থেকে শেখার কিছু নেই। সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

কোথাকার জল কোথায় গড়ায়

১০ ই জুলাই, ২০২৪ রাত ৮:৫৭

কাকে দিয়েছিলে মন/ কোথায় ডুবেছে/ নিজ বিসর্জন
কোথায় মানুষ সেই/ কোথায় চরণ/ কোথায় সম্মান,
কোথায় গেল অপেক্ষা /কতদূর পিছে/ সবকিছু থেকে
কেউ কারো নয় শেষ/ একি ধ্বংসস্তূপ/ নাকি সে শ্মশান।

এই ইতিহাস কার? /আমার না তার/ কে যে হিটলার?
কেউ মোনালিসা মনে/ পটভূমি আঁকে/কেউ ভুলে যায়,
গোপন করে কেউকি/ অতীত কাহিনী/প্রাচীন হৃদয়ে,
জীবনের মাঝে আজ/ দাসত্ব পৌঁছেছে/ জীবন সংশয়।

কেউ পারেনি চাপাতে/ পাটের শরীর/ জলের তলায়
একদিন ভেসে উঠে/ নিজের অস্তিত্ব/ ভাঙাচোরা দেহে!
ঠনঠনে দেহকোষে/ ধ্বংসস্তূপ থেকে/ জগত খেলায়
বিসিএসে প্রশ্নফাঁস / সবার নজরে/ চাপাও ফোসকে।

অনেক সুখের কাছে/ বিসর্জন দিয়ে/ পর শুধু আমি
মনের আত্ম রক্ষার/ দরজা ভেঙেছি/ তোমার দুয়ারে,
একি দুর্ঘটনা নাকি/ ছেলে খেলা মাঠে/ হাঁসফাঁস মন।
তোমার চঞ্চল মন/ আমার বিদগ্ধ/ স্মৃতি পরিষদ ।

-মোঃমুসা

আমার একটা কবিতা লেখার সাইট

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০২৪ দুপুর ২:৫৯

পবন সরকার বলেছেন: চমৎকার

২| ১১ ই জুলাই, ২০২৪ বিকাল ৩:০৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
অনেক সুখের কাছে/ বিসর্জন দিয়ে/ পর শুধু আমি
মনের আত্ম রক্ষার/ দরজা ভেঙেছি/ তোমার দুয়ারে,
একি দুর্ঘটনা নাকি/ ছেলে খেলা মাঠে/ হাঁসফাঁস মন।


চমৎকার

৩| ১১ ই জুলাই, ২০২৪ বিকাল ৩:১১

প্রামানিক বলেছেন: এমডি মুসা, ভ্যাবাচ্যাকায় পড়ে গেলাম, ঠিকানা দিলেন চর ফ্যাশন মুক্তিযোদ্ধা ছত্তার সাহেবের নাম জানলেন কি করে?

১২ ই জুলাই, ২০২৪ সকাল ৯:৪২

এম ডি মুসা বলেছেন: শশীভূষণ তার বাসা, এবং তিনি মাইকা ইউনিয়নের মুক্তিযুদ্ধের কমান্ডার ছিলেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.