নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।
মুক্তিযোদ্ধা সেই কোটা নিয়া
একটু বিরোধ নাই।
ভাগে ভাগে ভাগ হলো
মোর ভাগে কিছু নাই।
নারী কোটা যদি পোষ্য কোটায়
আবেদ আলীর কোটা,
বিয়ে করতেও গেলে ও-ভাভারে
চাকরিজীবীর খোঁটা।
বঙ্গবন্ধু খেটে খাওয়ার
সেই মানুষের লাগি,
চোখের কোটায় জল ঝরালেন
দিনরাত জাগি জাগি।
স্বাধীনতা যার বিশ্বাস নেই
বংশ ও রাজাকার,
তাদের বংশ চিহ্নিত করে
ব্যবস্থা নেন তার।
যাদের বংশ সেই খেটে খায়
নিরীহ বাঙালি যার,
বৈষম্য দিয়ে শেষ না করেই
মুক্তি দেন সবার।
-মোঃমুসা।
প্রাইমারি স্কুলের সবচেয়ে বড় নিয়োগ হয় এত বড় নিয়োগ অন্য মন্ত্রণালয় হয়না। সেখানে ৯৬% কোটা।
১৬ ই জুলাই, ২০২৪ রাত ১:০৩
এম ডি মুসা বলেছেন: মুক্তিযুদ্ধের চেতনা সঠিক বাস্তবায়ন নাই। শহীদ মিনার ফুল দিয়ে দায়িত্ব শেষ নয়। বঙ্গবন্ধু বলেছিলেন শহীদের রক্ত বৃথা হয়ে যাবে যদি দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে না পারো। - দুঃখী মানুষের কৃষকদের সন্তান বৈষম্য হচ্ছে। চেতনা না থাকলে তার ভিতরে, মানুষের কিছু নাই।
২| ১৬ ই জুলাই, ২০২৪ বিকাল ৪:৩১
বিদ্রোহী পুরুষ বলেছেন: বঙ্গবন্ধু বেচে থাকলে আজ তিনি লড়তেন এই বৈষম্যের বিরুদ্ধে, এই স্বৈরাচারের বিরুদ্ধে, এই চেতনা ব্যবসায়ীদের বিরুদ্ধে।
©somewhere in net ltd.
১| ১৫ ই জুলাই, ২০২৪ বিকাল ৩:২৩
বিদ্রোহী পুরুষ বলেছেন: চেতনা ব্যবসায়ীরাই বৈষম্যের ত্রাস তৈরি করে রেখেছে।