নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞানী লোকের কাছে প্রতিনিয়ত শিখছি। অজ্ঞের থেকে শেখার কিছু নেই। সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

হাত বাড়িয়ে দিন

২৬ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৩১

এই দুর্যোগে করজোড়ে ওদের পাশে একটু দাঁড়ান,
যতটুকু সম্ভব হলে খাদ্য দিয়ে হাতটা বাড়ান।
মানুষ বলে মানুষত্য পরিচয় কী! দৃষ্টি রাখি,
অনাহারী ঐ মানুষের যদি একটু পাশে থাকি।
উপকারে উপকৃত খোদার দুয়ার সন্তুষ্ট হয়।
রাস্তা জুড়ে নৌকা চলে যেথা আগে গাড়ি যেতো,
দূর পথিকের পথে পথে ছোটা হতো ভুলে থেঁতো।
তলিয়ে গেছে বসত বাড়ি চিহ্ন চিহ্ন আর দেখিনা,
অথৈ জলে ভাসছে মানুষ ভাসছে প্রাণী ..
রাস্তা জুড়ে ঠাঁই চলেনা সাঁতরে উঠে কূলের সাধ্যে,
বাঁচার কেমন সে আকুতি গলা সম জলের মধ্যে।
তলিয়ে গেছে ঘর বাড়িও তলিয়ে গেছে পায়ের তলা
মাথা গোঁজার ঠাঁই মেলেনা জল নেমেছে গলা গলা।
টিনের চালা যাচ্ছে ভেসে স্রোতেধারা টগবগিয়ে,
বৃষ্টি হচ্ছে মাথা ভরা সারাক্ষণে বগবগিয়ে।
স্বেচ্ছাসেবক যাচ্ছে ছুটে উদ্ধার করার সাধ্য কষে,
সৈনিক সেনা যাচ্ছে ছুটে ছাত্র সমাজ রয়নি বসে।
নিয়ে যাচ্ছে খাদ্য পানি জুড়িয়ে দিতে আহার লগন
মানুষ যখন বাঁচার জন্য এক আকুতি করছে প্রবণ।
উদ্ধার করা যায়নি যাদের তাদের জন্য কি উদগ্রীব,
কতো কতো নিভিয়ে দিলো বানভাসীদের জীবন প্রদীপ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.