নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।
(১)শান্তির ধর্ম কী ভাই ? কোন ধর্মে শান্তি আছে
উত্তর খুঁজতে গিয়ে নাকি ক্লান্ত হয়ে গেছে।
যেখানে শান্তি নিশ্চিত সে ধর্ম শান্তির ধর্ম,
যেখানে ক্ষুধা নেভায় নিজ বলে করে কর্ম।
যে ধর্মে শান্তি রয়েছে যেটা মানুষে মানুষে
মানবতা ঠাঁই ধরে সেটা সকালের পাশে।
এগিয়ে আসে সকলে যেথা বিপদে আপদে
লোভ হিংসা নেই যেথা অবিচার নেই কাঁধে।
মানবতা যে ধর্মের চলে স্লোগান মিছিল
নিজের সুবিধা নিয়ে কেউ হয়না পিছিল।
যেথা মানুষের জয় কল্যাণ কামনা হয়,
মানুষে মানুষে যেথা বন্ধন আবদ্ধ রয়।
মুখে শান্তির স্লোগান কাজে অশান্তির মূল
মানুষ বোকা বানানো বিশৃঙ্খলা প্রতিকূল।
সে ধর্ম কি শান্তি ভাই? সেখানে শান্তিতো নাই
জীবনের জয়গান যেখানে প্রশস্ত ভাই।
শান্তির ধর্ম খুঁটিতে দেখাতে হবে শান্তি কি?
কবিতা ( ২)
ফিলিস্তিনি লোক মারে, জাতি ভেদে কান্না
সব ফিলিস্তিনি আজ একসাথে আছে?
বিদেশের আগ্রাসনে জাতিভেদ নাই
সকলে একত্র হয়ে মরে থাকে পাশে।
হয়তো স্বাধীন হলে রাজনীতি দলে
নিজের জাতি নিজেকে মারবে তখন,
ক্ষমতা দখলদার সুবিধা কায়েম
জাতিতে জাতিতে তাই হবে যে জখম।
বাঙালিকে একদিন পাকিস্তান মারে
বাঙালি স্বাধীন হলো মারে কে এখন?
নিজের জাতিকে নিজে, মেরে হয় ধন্য
এই নাকি স্বাধীনতা আমাদের জন্য।
শান্তির ভুয়া স্লোগানে জাতি আজ বোকা
প্রতিটি কৌশলে আজ জাতি খায় ধোঁকা,
নিজের স্বার্থ হাসিলে গণভোট নাম,
অবশেষে পায় নাকি? কলার সে ছোকা।
কবিতা ( ৩)
লড়তে জানি ধরতে জানি গড়তে জানি দেশ,
থামায় কেরে নামায় কেরে এই বাংলাদেশ।
দুঃখ ভুলে সুক্ষ্ম মনে এগিয়ে চলি ভাই,
সবুজ বুকে রঙিন ধরে এমন কোথা পাই।
করে জুলুম করি পতন দেখি সূর্যোদয়,
নতুন করে বাঁচতে দেখি হবে জাতির জয়।
আবার যদি কালো ছায়ায় আঁধার ডেকে আনে
ছাত্র সেনা বীরের মত লড়াই তবে জানে।
এগিয়ে গেছে ক্রিকেট খেলা হবে বিশ্বজয়,
এগিয়ে যাবে সোনার ছেলে জানিনা পরাজয়।
এগিয়ে যাবে সকল পটে বাঙালি হবে ধন্য
তাই বাঙালি দেশ পেয়েছি স্বাধীনতার জন্য।
০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:৩২
এম ডি মুসা বলেছেন: যেখানে দেখিবে সে শান্তি আছে?
নিজেরা যখন বলিবেন কাছে
শান্তি নামুক সকলের পাশে।
২| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:১৭
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা ভলো হয়েছে । আওয়ামীলীগ ক্ষমতা ছাড়লে দেশে নাকি রক্তগঙ্গা বইবে দশ লাখ লোক মারা পড়বে তেমনটা হয়নাই কিন্তু। তবে ভাবখানা এমনছিল কিছু দূর্ণীতিবাজের জীবন রক্ষার জন্য কিছু সন্ত্রাসীর জীবন রক্ষার জন্য আওয়ামীলীগের ক্ষমতায় থাকা দরকার।
ঘটনা কি হলো হাছিনা সরকার গণ খুন করে দেশ ছেড়ে চোরের মত পালিয়ে গেল । মারলো কারা শেখ হাছিনা । কিন্তু পন্ডিতরা আগে থেকেই বলে রেখেছিলেন দশ লাখ লোক মারবে বিএনপি ।
০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:৪৮
এম ডি মুসা বলেছেন: কোন দলকে চিনিনা আমি রাজনীতি কর্মী নয়। যে করিবে মন্দ তাকে আমার হৃদয়ে নাই।
৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৪২
কামাল১৮ বলেছেন: ধর্ম অশান্তির উৎস।
০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:৪৬
এম ডি মুসা বলেছেন: শান্তিতে বিশ্বাস করি ভাই।
©somewhere in net ltd.
১| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:১৩
কিরকুট বলেছেন: সব ধর্মই শান্তির ধর্ম । কোন ধর্মি অশান্তি আনে না । অশান্তি আনে মানুষে । যারা নিজ প্রয়োজনে ধর্ম কে ব্যবহার করে ফায়দা লোটে তারা আশান্তি আনে।