নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।
ওরাও যেমন ছিল তুমিও তেমন!
পার্থক্য কোথায় হলো? সাধুতা যাপন,
এই কোন্দল আঘাত দেখতে চাই না
দেখতে চাই শান্তির হোক আগমন।
কত মিথ্যা মামলায় ভুগেছিলে তুমি
তুমিও দেবে মামলা? হয়ে সত্যবাদী,
মিথ্যাচারী ধ্বংস হলো, তুমি কি হবে না?
সমানে সমান পাপ ধ্বংসের অবধি।
খোদার ক্ষমতা যেনো অনেক সমৃদ্ধ
পাপের হিসাব রাখে নথি পাকা ভুক্ত,
পই পই করে যার, করে লিপিবদ্ধ
পাড় পেয়ে যায় কবে? যারা অভিযুক্ত।
পাপ বাবকে ছাড়ে না পৃথিবীর বুকে
পাপের শাস্তি পোহায় কট অভিমুখে,
মানুষ কী চিরস্থায়ী পৃথিবীর বুকে
কিসের এত জঞ্জাল বাঁচার সম্মুখে।
তারাও খারাপ ছিল তুমিও খারাপ
তোমাদের কেনো হবে পাপাচারী ছাপ,
নাকি স্বার্থ স্বার্থ মনে করো জলঘোলা
মানুষ বোকা বানিয়ে ছড়াও উত্তাপ।
©somewhere in net ltd.