নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞানী লোকের কাছে প্রতিনিয়ত শিখছি। অজ্ঞের থেকে শেখার কিছু নেই। সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

স্বাধীনতা তুমি কার জন্য

২৪ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১৩





স্বাধীনতা তুমি বিজয় দিবসে শহীদ মিনারে
এ ছাড়া কোথাও পাওয়া কি যায়?
তোমাকে খুঁজেছি চাকরি বাকরি নেওয়ার কালে
তখন দেখেছি কত অসহায়।

স্বাধীনতা যদি দুর্নীতি খোরে আর ঘুষখোরে
তোমার শরীর খুঁচিয়ে খুঁচিয়ে খায়,
তাহলে সত্যি কবে এসেছিল এই বাংলায়।

স্বাধীনতা তুমি দালালের হাতে জিম্মি থাকলে
রাজনীতি ঘরে জিম্মি থাকলে,
এতটা লাশের রক্ত ছিটিয়ে জীবন হারিয়ে
কি লাভ হয়েছে? কোথায় রাখলে?

খাদ্যের দামে সীমার বাইরে চাষায় পায়নি
ন্যায্য মূল্য গরীবের গালে হাত,
স্বাধীনতা তুমি কোথায় আসলে কেনো
লুটপাট আর চলে সংঘাত।

স্বাধীনতা তুমি চোরের জন্য কিভাবে হয়েছ
দুর্নীতি খোরে কিভাবে খাইলো দেশের রক্ত মাংস
স্বাধীনতা তুমি রাজনীতি খোরে ভাগ করে খায়
একাত্তরের শহীদ ভাইরা রাজনীতি বিদ ছিল?

যুক্তি দিয়েই স্বাধীন হয়নি রক্ত দিয়েই হয়েছে?
তাহলে তোমার যুক্তির কথা এত সুন্দর হয়েছে?

এইবার বলো স্বাধীনতা তুমি এসেছিলে কবে? এই বাংলায়

- মোঃ মুসা

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:৪৮

সৈয়দ কুতুব বলেছেন: স্বাধীনতা এখন সবার জন্য!

২| ২৪ শে নভেম্বর, ২০২৪ রাত ১১:৩০

এসো চিন্তা করি বলেছেন: ভালো লিখেছেন ভাই
আমার লেখা পড়ার আমন্ত্রণ রইলো ☺️

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.