নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভিনদেশী তাঁরা

মেঘলা রায়হান

মেঘলা রায়হান › বিস্তারিত পোস্টঃ

ভিনদেশী তারা

১৮ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:০৯

ব্রেক আপের এক বছর পর ছেলে মেয়েটিকে ফোন ফোন করল।মেয়েটি শেষ পর্যন্ত ফোন টা রিসিভ করল।
ছেলে:হ্যালো
মেয়ে:হ্যা বলো কি বলবে কেন ফোন করেছ? ছেলে:তুমি কেমন আছ জানার জন্যে!
মেয়ে:কেন আমি কেমন আছি তা যেনে তুমি কি করবে??
ছেলে:বল না খুব জানতে ইচ্ছে করে আজ! মেয়ে:কেমন আছি বলতে পারবনা। তবে এইটুকু বলতে পারি। তোমার জন্য এখন আর চোখের জল ঝরে না। মাঝরাতে তোমার কথা ভেবে এখন আর ঘুম ভাংগে না। তোমাকে ছাড়া একা একা পথ চলতে এখন আর ভয় করে না। আর এর ই নাম যদি হয় ভাল থাকা তবে আমি ভাল আছি।
ছেলে:ও ঠিক আছে ভাল থেক এই বলে লাইন টা কেটে দিল।
ছেলেটি লাইন কাটার সাথে সাথে মেয়েটির দু চোখ বেয়ে জল ঝরতে লাগল.. মেয়েটি মনে মনে বলতে লাগল;তুমি এখনো আগের মতই আছ! আগে যেমন আমার মুখের কথায় বিশ্বাস করতে আমার মনের কথা বুঝতে না,ঠিক তেমনি এখন তুমি আমার মুখের কথায় বিলিভ করলে! একটি বারও বুঝতে পারলে না আমার মনের কথা। আমি ভাল নেই, তোমাকে ছাড়া আমি ভাল থাকতে পারিনা। তুমিই হলে আমার ভাল থাকার মাধ্যম।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.