![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক মধ্য বিত্ত পরিবারের সন্তান তাইবোলে আমার কোন ভালো বন্ধু।
যখন কোন বন্ধুর জন্ম দিন থাকে আর ওরা আমাকে দাওয়াত করে ,টাকা নাই তবে গিফ্ট দেবো কীভাবে এইভেবে ঠিউসন আছে এইবো আগে থেকেই দূরে সোরে থাকি ওদের থেকে।
যখন কলেজ থেকে টুর/শিক্ষা সফরে যায় তখন আমি কলেজ থেকে বাড়ি গিয়ে আমার বাড়ির পুকুর পাড়ে গিয়ে হেডফোন কানে দিয়ে গান শুনে মোনকে শান্তনা দেই।
টুর/শিক্ষা সফর থেকে ফিরে যখন বন্ধুর সকলে মিলে আড্ডা দেয় তখন এই ভেবে দূরে সোরে যাই,আমার বাবারতো টাকা নাই আমার অর্জন কোরতে হবে।
তবে প্রতিনিয়ত নিজেকে ছোট ভেবে আসতে আসতে আজ আমি এক মানোসিক রোগীর মতোই জীবন ধারন কোরতেছি।
যাদেরকে আমি এতক্ষন বন্ধু বোলে সম্মধোন কোরতে ছিলাম আসলে তারা হোল আমার ক্লসমেইড পয়সা ওয়ালার ছেলে ,আমার সপ্নের বন্ধু তবে আমি এক মধ্য বিত্ত পরিবারের সন্তান ,আমার বাবারতো টাকা নাই তাই বোলে ওরা আমাকে বন্ধু ভবেনা।
কেউ কী আছো যে আমার প্রকৃত বন্ধু হবে
কারনটা হোল বন্ধু ছাড়া জীবন চলা দায়। বন্ধু শব্দটার যতটা ক্ষতী কারক ততটাই উপকারী
RAYHAN MIA
যদি বন্ধু হও তবে হাতটা বাড়াও
©somewhere in net ltd.