| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
★অন্ধ ভালোবাসার গন্ধ বেশি,
★নকল ভালোবাসার সুবাস বেশি,
★সত্য প্রেমে রাগারাগী,
★নকল প্রেমে হাসা-হাসী।
*বুঝবে যেদিন খুজবে তাকে-
অবহেলায় হারালে যাকে!*
২|
০৮ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:১১
লিংকন হক বলেছেন: তাল মিলিয়ে বলছি সুধুই একমত নয় বলিয়ান হয়ে বলি কারো ফোশকা পরে যাবে।
ধন্যবাদ।
৩|
০৮ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:২১
মৌমুমু বলেছেন: <সত্য প্রেমে রাগারাগী।
<*বুঝবে যেদিন খুজবে তাকে-
অবহেলায় হারালে যাকে!*
সত্যি কথা বলেছেন। ভালো লাগলো।
৪|
০৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:২১
কবীর বলেছেন: কই ছিলেন এত দিন ???
আপনার লেখার ভক্ত আমি !!!
![]()
©somewhere in net ltd.
১|
০৮ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:৫৭
হাকিম৩ বলেছেন: ভালো লিখেছেন ভাই ।