নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন মানব সেবক ।

মানব সেবক

মানব সেবক › বিস্তারিত পোস্টঃ

বিখ্যাত সঙ্গীত শিল্পী জেনিফারের ইসলাম গ্রহণ

০১ লা মার্চ, ২০১৪ রাত ১০:৫৩

কিছুদিন পূর্বেও জেনিফার গ্রাউট ছিলেন পাক্কা খ্রিস্টান । কিন্তু সময়ের পরিবর্তনে তার মধ্যে ও আসে পরিবর্তন । জেনিফার ইসলাম গ্রহন করেন । কিন্তু কে এই জেনিফার? জেনিফার হচ্ছেন পৃথিবী খ্যাত একজন গায়িকা । তিনি আমেরিকার অধিবাসী । কিন্তু মিশরের এক ছেলে বন্ধুর প্রেমে পরে হয়ে গেছেন পাক্কা মুসলিম । তার ছেলে বন্ধুটিও কনভারটেড মুসলিম অর্থাৎ আগে অন্য ধর্মের ছিলেন ।

কবে প্রকাশ পেল এই খবর ঃ

সম্প্রতি আরবে অনুষ্ঠিত এক সঙ্গীত প্রতিযোগিতায় তিনি অংশগ্রহন করেন এবং সেখানে তিনি আরবিতে সঙ্গীত পরিবেশন করেন । তিনি ঐ প্রতিযগিতায় আরবিতে গান গেয়ে সবাইকে মুগ্ধ করেন এবং পুরস্কৃত হন । তারপর ...... । তারপর কি ? তারপরের টুকু জানতে এখানে যান বিশ্বখ্যাত গায়িকার ইসলাম গ্রহন (World’s Famous Singer Jennifer Grout Accepted Islam)



তার সাক্ষাৎকারের ভিডিওটি দেখতে ভিজিট করুন Jenifar Accepted Islam

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০১৪ রাত ১১:০৯

বুড়া মানব বলেছেন: তো এখন আমরা কি করবো? সে তো গান গায়, আমরা কি নাচবো?

০১ লা মার্চ, ২০১৪ রাত ১১:১৫

মানব সেবক বলেছেন: নাচলে মন্দ হয়না।

২| ০১ লা মার্চ, ২০১৪ রাত ১১:৩৩

হাসান মাহবুব বলেছেন: সে কিডা?

৩| ০১ লা মার্চ, ২০১৪ রাত ১১:৫২

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ভাই কিছু মনে করবেন না উনি এমন কোন বড় সিঙ্গার না ।

৪| ০২ রা মার্চ, ২০১৪ রাত ১২:১৩

মুক্তকণ্ঠ বলেছেন: হে হে! এই সিঙ্গারের (শিঙার?) নাম শুনি নাই :D

৫| ০২ রা মার্চ, ২০১৪ রাত ২:১৫

এম এ কাশেম বলেছেন: শুনার দরকার ও নাই,
কারন ইসলামের কথা শুনলে যাদের গা জ্বলে
তাদের না শুনাই ভাল।

৬| ০২ রা মার্চ, ২০১৪ সকাল ১০:১৫

হেডস্যার বলেছেন:
ওনারে পাইয়া ইসলাম ধন্য হইয়া গেল... X(

০২ রা মার্চ, ২০১৪ বিকাল ৪:২২

মানব সেবক বলেছেন: ঊনাকে পেয়ে ইসলাম ধন্য হয়নি বরং তিনি ধন্য হয়েছেন ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় পেয়ে । আল্লাহ সবাইকে সহিহ বুঝ দান করুন, আমীন ।

৭| ০২ রা মার্চ, ২০১৪ সকাল ১১:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: কিরে ভাই! আপনি কি ডাবল রোল প্লে করছেন?

যদি সত্যিকারের একটা ঘটনা হিসাবে-ইসলামের মাহাত্ব্য হিসাবে লিখে থাকেন-তাহলে এক হিসাব,
আর রিভার্স করলে আরেক হিসাব!

কথাটা আসলো এই জন্য উপরে কিছু আতেল এর নেগেটিভ মন্তব্যে আপনি উত্তর দেননি! তারা পুরো বিষয়টাকে হালকা করতে উদগ্রীব!!!!
আবার আরেকজন্যের ক্রিটিসাইজড মন্তব্যে হা হা করে হাসলেন!!!!???

ঘটনা কি দাড়াল?

ইসলামের সৌন্দর্য, ইসলামের মাহাত্ব্য যুগে যুগে কালে কালে মানুষকে সথ্যের প্রতি আকৃষ্ট করেছে। আর মানুষ দলে দলে সত্যের ছায়াতলে আশ্রয় নিয়েছে।
বিধর্মী, নাস্তিক আর তথাকথিত সুশীল, ভোগবাদী, সুবিধাবাদীরা ছাড়া কারো গাত্রদাহ হয় নি তাতে...
বরং জ্ঞানী এবং অনুসন্ধিৎসু মন খুজেছে- সত্যটাকে তাহলে কি?

যে সত্যকে আজকের পরাশক্তি সমূহ একমাত্র প্রতিপক্ষ মনে করে- এবং তাকে ঘোলাটে করতে নানা প্রপোপাগান্ডা, মিথ্যা অপবাদ এবং ভুল ব্যখার, উপস্থাপনার মাধ্যমে নিয়ত প্রচেষ্টারত! ধার্মিকের দোষ ধর্মের নয়- তবুও তারা একজন অনুসারীর দোষে পুরো ধর্মকেই পচানিতে ব্যস্ত!
কিন্তু নির্মম বাস্তবতা হলো কালের আবর্তে তারাই পচে যায়! ধর্ম তার সুমহান আহবান নিয়ে মাথা উচু করেই আছে, থাকবে ইনশাল্লাহ।

আশা করি আপনার বিশ্বাসে দৃঢ় থেকেই সবকিছূকে মোকাবেলা করবেন।

ধন্যবাদ।

০২ রা মার্চ, ২০১৪ বিকাল ৪:১৯

মানব সেবক বলেছেন: মিঃ বিদ্রোহী ভৃগু, আপনাকে ধন্যবাদ সৎ সাহস করে এতগুলো কথা বলার জন্য । আপনার কথাগুলো খুবি সুন্দর আর সঠিক । মানুষ এক এক জন এক এক ভাবে চিন্তা করে । কেউ দুধ বিক্রি করে মদ খায় আবার কেউবা মদ বিক্রি করে দুধ ।
আসলে, যারা আল্লাহ ও আল্লাহর রাসুলকে ভাল বাসেনা, ইসলাম কে ভালবাসেনা , তারা অনেক বাহানাই দেখায়। তাদের কাছে ইসলামের কোন সত্যকে ভাল লাগে না । আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন ।
আমি হা হা করেছি, হয়তো আমার ঈমান আপনার মত শক্ত নয়, দুর্বল । হয়তো, আমি সত্যকে বলতে ভয় পাই । যাই হোক,.।.।।

৮| ০২ রা মার্চ, ২০১৪ সকাল ১১:৪৫

হেডস্যার বলেছেন:
এক কাজ করেন আপনি আমাদের কমেন্টের জবাব মুইছা দিয়া খালি একজন প্রকৃত মুসলমানের কমেন্টের রিপ্লাই দেন। ;)

৯| ০২ রা মার্চ, ২০১৪ দুপুর ১২:০৫

মুদ্‌দাকির বলেছেন: ঘটনাকি তাই নাকি উনি আমেরিকান হয়েও আরব গট ট্যেলেন্ট অনুষ্ঠানে অংশ গ্রহন করছেন মাত্র !!!

০২ রা মার্চ, ২০১৪ বিকাল ৪:২০

মানব সেবক বলেছেন: বিস্বাস হচ্ছেনা ?তাহলে ইন্টারনেটে সারচ করুন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.