নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমডি রুবেল তালুকদার

এমডি রুবেল তালুকদার › বিস্তারিত পোস্টঃ

রম্য রচনা,

২০ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:০১

আমাদের প্বার্শবর্তী একটি দেশ বলছে, আমদের প্রান প্রিয় আইসিসি, বাংলাদেশ ক্রিকেট টিম বিগত 1/2 বৎসর যাবৎ যে,ভাবে খেলছে তাতে আমাদের অন্তরে কাপন ধরিয়ে দিয়েছে। যে ভাবেই হউক ওকে আমাদের রূখতেই হবে, তা না হলে বাংলাদেশ ক্রিকেট দল যে ভাবে দিন দিন উন্নতি করছে তাতে সামনে আমাদের বিপদই আছে। বসলো সকল মোড়লদের বৈঠক, গোপন সিন্ধান্ত, এমন আ্ম্পায়ার খোজে বাহির কর,যাতে যে সমস্ত বাংলাদেশী বোলার গুলি আমাদের জন্য ভয়ের কারন হয়,তাদের বেলিং এ্যাকশানে সমস্যা আছে আমরা তাদের খেলা হতে বিরত রাখতে পারি । এমন সব পরীক্ষা নাও যাতে চিরতরে ওদের ক্রিকেট হতে বিদায় নিতে হয়। হয়েছে ও তাই করেছে ও তাই। তাইতো বলতে হচ্ছে সত্যি সেলুকাস কি বিচিত্রই এই (আই ছি ছির) আইসিসির সিন্ধা্ন্ত।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৩৮

দায়ী বলেছেন: কত কিছু থাকতে দেশ মেতে আছে ক্রিকেট নিয়ে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.