নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশী পুলা

সত্য বলতে কখনো ভয় পাই না আমার ফেইজবুকের ইউ আর এল http://www.facebook.com/asad.bd.927

বাংলাদেশী পুলা › বিস্তারিত পোস্টঃ

আজকে 2014 এর প্রথম দিনে আমাদেরকরণীয়

০১ লা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:২৭

আজ 2014 জানুয়ারির এক তারিখ,

এই নতুন বছরের প্রথম দিনে

আমাদের দুইটি করণীয়,

এক নং: বিগত বছর অর্থাত্‍ 2013 এর

মধ্যে কি কি কাজ করেছি,

কয়টি ভালো কাজ করেছি,

আর কয়টি মন্দ কাজ করেছি,

কয়টি সাওয়াবের কাজ করেছি,

আর কয়টি গুনাহের কাজ করেছি,

কয় ওয়াক্ত নামাজ কাযা

করেছি, আর কয় ওয়াক্ত নামাজ

পড়েছি,

কার উপর জুলুম করেছি, আর কার

সাথে ভালো ব্যবহার করেছি,

বিশেষ করে কার থেকে কর্য বা

ঋণ নিয়েছি,

এবং আদায় করি নাই, বাকী

রয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি সব

হিসাব করে ঠিক করে নেয়া,

অর্থাত্‍ যে সমস্ত গুনাহের কাজ

করেছি, তার জন্য আল্লাহর

কাছে ক্ষমা চাওয়া,

এবং যে সমস্ত ভালো কাজ

করেছি, তার জন্য আল্লাহর

শুকরিয়া আদায় করা,

এবং যে সমস্ত ফরজ নামাজ

কাযা করেছি, তা আদায় করে

নেয়া, এবং পাওনাদারের ঋণ

আদায় করে দেয়া, ইত্যাদি...



দ্বিতীয় নং করণীয় হচ্ছে

এই বছর অর্থাত্‍ 2014 তে

দ্বীন মতে চালার প্রতিজ্ঞা

করা, এবং বিগত বছরে

যে সকল ভূল হয়েছে, তা থেকে

বাচার চেষ্টা করা ইত্যাদি,

আল্লাহ আমাদেরকে আমল করার

তাওফীক দান করুন, আমীন

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৪

স্বপনচারিণী বলেছেন: সাধারণত পরিকল্পনার বেশীর ভাগ অপূর্ণ রয়ে যায়। তবে আপনার চিন্তা সুন্দর। প্রার্থনা করি আমাদের সবার সুন্দর পরিকল্পনার বাস্তবায়ন যেন হয়। শুভ নববর্ষ।

২| ০১ লা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:২৪

বাংলাদেশী পুলা বলেছেন: আমীন

৩| ০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৫

পাঠক১৯৭১ বলেছেন: নিজের স্ত্রীর সহিত জিং জিং খেলা কি উপরের ২ কাজের সাথে যোগ করা যাবে?

আমি মনে করি, স্ত্রির সাথে জিং জিং না খেলে অন্য কাজ করার দরকার কি?

৪| ০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৪

বাংলাদেশী পুলা বলেছেন: না, নিজের স্ত্রীর সাথে মিলন করা
সাওয়াবের কাজ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.