নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশী পুলা

সত্য বলতে কখনো ভয় পাই না আমার ফেইজবুকের ইউ আর এল http://www.facebook.com/asad.bd.927

বাংলাদেশী পুলা › বিস্তারিত পোস্টঃ

চিরন্তন সত্য সাক্ষ্য

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৯

পৃথিবীর সকল বস্তু এবং

সুশৃঙ্খলরূপে পরিচালিত

বিশ্ব জগতের সুনিপুন

ব্যবস্থাপনা সাক্ষ্য দিচ্ছে যে,

বিশ্বজাহানের মালিক-অধিপতি

একজন |

তিনি সকল ক্ষমতার উৎস,

তিনি যা চান, তাই করতে পারেন |

মানুষের কল্পনার বহু উর্দ্ধে

তাঁর অবস্থান |

জ্ঞান-বুদ্ধি দিয়ে তাঁর ছবি

আঁকা যায় না |

সমগ্র পৃথিবীকে তিনি

মানুষের কল্যাণের জন্য সৃষ্টি

করেছেন |

চন্দ্র-সূর্য, আকাশ-মাটি,

আগুন-পানি সবকিছুই মানুষের

উপকারের জন্য তিনি সৃষ্টি

করেছেন |

মানুষকে সকলের সরদার

বানিয়েছেন | আর মানুষকে

শুধুমাত্র এজন্য সৃষ্টি

করেছেন, যেন তারা তাঁর বন্দেগী

করে এবং তাঁর হুকুম মানে |

সৃষ্টিকর্তা, জীবনদাতা,

মৃত্যুদাতা, রিযিকদাতা, ও সমস্ত

প্রয়োজন পূরণকারী যেহেতু

একমাত্র আল্লাহ তা'লা, সেহেতু

মানুষের জীবন ও জীবন

সম্পর্কিত সকল চাওয়া-পাওয়া

তাঁর সন্তুষ্টি ও নির্দেশ মতে

ব্যবহার হওয়াই ইনসাফের দাবী |

বরং মহান মালিকের আনুগত্যে

জীবন অতিবাহিত না করলে

মানুষ বলে দাবী করারই

অধিকার থাকে না !

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.