নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশী পুলা

সত্য বলতে কখনো ভয় পাই না আমার ফেইজবুকের ইউ আর এল http://www.facebook.com/asad.bd.927

বাংলাদেশী পুলা › বিস্তারিত পোস্টঃ

টাকা দান করার চেয়ে ঋণ পরিশোধ করা উত্তম

১০ ই জুন, ২০১৪ বিকাল ৩:১০

লক্ষ টাকা দান করার চেয়ে

এক টাকা ঋণ পরিশোধ করা

অনেক উত্তম...

আমরা হয়তো অনেকেই অনেক

টাকা দান করে থাকি,

কিন্তু আরেক জন আমার কাছে ঋণ পাবে, তার কোন খবর নেই !

পাওনাদারের ঋণ না দিয়ে

তাকে এড়িয়ে চলার চেষ্টা

করি ! তাকে দেখলে অন্য রাস্তা

দিয়ে চলে যাই, যেটা আসলেই

খারাপ, আল্লাহ আমাদেরকে

হেফাজত করুন, আমীন

আরেকটা ব্যাপার যেটা আমরা বেশীর ভাগই খেয়াল করি না !

আর তা হলো আমরা দোকান

থেকে কিছু কেনার পর অনেক

সময় দুয়েক টাকা বাকী

থেকে যায়, যেটা পরে খেয়াল

থাকে না, এবং আর দেওয়াই

হয় না !

আবার অনেকে এই দুয়েক টাকাকে

কিছুই মনে করে না, বলে

''দুয়েক টাকা এটা কোন টাকা হলো? এটা আবার দিতে হয় নাকি?'' কিন্তু ভাই ! ক্বিয়ামতের

দিন আপনি এই দুয়েক টাকার জন্যেই

ধরা খেয়ে যাবেন ! তখন তো

ঐ ঋণগুলো দিতেই হবে,

সে সময় আফসোস করে লাভ

হবে না, তাই সময় থাকতে

সাবধান হওয়া উচিত...

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০১৪ বিকাল ৩:২৮

সত্য৭৮৬ বলেছেন: আপনার শিরোনাম- "টাকা দান করার চেয়ে ঋণ পরিশোধ করা উত্তম"

শিরোনামটা এমন হলে বোধ হয় ভাল হত-
"দান করার আগে ছোট-খাট ঋণ পরিশোধ করাই উত্তম"

কারণ অনেক সময় বড় আকারের ঋণ দীর্ঘ মেয়াদি কিস্তিতে পরিশোধ করার ব্যবস্থা থাকে। তাই সেক্ষেত্রে কোন ভুখা, রোগগ্রস্ত ও পঙ্গু মানুষকে সহায়তার জন্য দান করলে তা ভাল নয় কি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.