![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চার দেয়ালের শক্ত কাঠামোতে
বন্দী ক্লান্ত শ্রান্ত প্রাণ;
কখনো নক্ষত্র দেখি নাকো-
করি নাকো জোস্নায় স্নান।
জানালা খুললেই-
ইটের পর ইট;
দরজা খুললেই-
ভিটের পর ভিট;
পা বাড়ালেই-
কংক্রিটের পর কংক্রিট।
চোখ ফেরালেই-
চারিদিকে তপ্ত হাওয়া ধু-ধু,
ইট পাথরের এই শহরে
বলো কোথায় যাবো বন্ধু!
২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৩:৫৫
রুদ্র জাহেদ বলেছেন: একই প্রশ্ন
বলো কোথায় যাব বন্ধু?
দারুণ কবিতা
©somewhere in net ltd.
১|
০৩ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩১
এস. এম. কামরুল আহসান বলেছেন: নিতান্তই সত্য কথা। ভালো লেগেছে।