নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পথের মাঝে খুজে পাবে আসল ঠিকানা...

আমি পথহারা পথিক...পথে পথে ঘুরে বেড়াই, পথের নেশায়....লোকের কথা শুনি, কখনো কখনো বলার চেষ্টাও করি। আমার কথা সবার ভাল লাগবে এমনটা আশা করি না। আমি বিশ্বাস করি, যে পথের নেশায় পথে পথে ঘুরে বেড়াই, সেই পথের দেখা আমি পাবই........

পথহারা সৈকত

আমি পথহারা পথিক...পথে পথে ঘুরে বেড়াই, পথের নেশায়....লোকের কথা শুনি, কখনো কখনো বলার চেষ্টাও করি। আমার কথা সবার ভাল লাগবে এমনটা আশা করি না। আমি বিশ্বাস করি, যে পথের নেশায় পথে পথে ঘুরে বেড়াই, সেই পথের দেখা আমি পাবই........

পথহারা সৈকত › বিস্তারিত পোস্টঃ

স্বীকারোক্তিমূলক জবানবন্দি(Confess): আমার মাথায় গন্ডোগোল আছে....:D এবং আমি কিছুটা পাগল B-)

১৬ ই মে, ২০১৪ সকাল ১১:৪০

এমনিতেই কর্মক্ষেত্রে ছাইড়া দে মা কাইন্দা বাঁচি অবস্থা.....মেশিনের তার আর নিজের মথার তার জট পাকাইয়া গেছে.....সকাল সকাল অফিসে এসে প্রাণপণ চেষ্টা করছি এর কিছুটা সুরাহা করা যায় কি না। টানা ৪ ঘন্টা কাজ করার পড় মাথা আরও আউলাইয়া গেল :(( কাজের কাজ কিস্সু হল না বরং আরও পেচ্যাইয়া গেল :| :| :|



আমার সহকর্মী বলল, স্যার চলেন চা-বিড়ি খাইয়া একটু ফ্রেস হয়ে আসি।:D চা খাইতে খাইতে ফোন বাহির করে দেখি মহারানীর ২০ টা মিস কল, আত্মা শুখাইয়া গেল...!! :|| :|| কি করি....কি করি..... শেষে কিছু বাংলা ছবির ডায়লগ মুখস্খ করে.. বুকে সাহস নিয়া দিলাম একটা কল....... :D

কি..রি..ং .........কি..রি..ং ..................কি..রি..ং

কল রিসিভ করছে না..............

কি..রি..ং .........কি..রি..ং ..................কি..রি..ং

নাহ্........এবারও কল রিসিভ করছে না..............

কি..রি..ং .........কি..রি..ং ..................কি..রি..ং

হ্যালো........( যাক বাবা ...কল ধরেছে :) আগের মুখস্থ করা ডাইলগ দেওয়া শুরু করলাম )

"বাবু-সোনামুনি আমার কল ধরনা কেন ? রাগ করেছ ? আমি অনেক সরি......কি করব বল ... ? আমি একটা বোর্ড মিটিং এ ছিলাম (ভূয়া কথা):D তাই তোমার কল রিসিভ করতে পারিনি। এই কান ধররাম আর কোন দিন এমন হবেনা.... :| ..... তুমি আমার লক্ষী সোনা.....চাঁদের কোণা...

"..... এই বুকে বইছে যমুনা ........

নিয়ে অথৈয় প্রেমের জল.... ...

তার তীরে গড়ব আমি...,

আমার প্রেমের তাজমহল...।"



বাবা মোহনা তো ক্লাসে গেছে, রাগ করে ফোন বাসায় রেখে গেছে....



(পুরাই ধরা খাইলাম.... :-/:-/ ফোনটা আমার মহারানীর আম্মু ধরেছে :P)

পুত....পুত......



হায়... হায়.....এইডা আমি কি করলাম ?:((:((



৪-৫ ঘন্টা পর.....

কি..রি..ং .........কি..রি..ং ..................কি..রি..ং

(মহারানীর কল )

মনে মনে ব্যাপক ঝাড়ি খাওয়ার প্রস্তুতি সহ কল রিসিভ করলাম,

আমি: হ্যালো



তিনি: হ্যালো সোনা....... (ভুল শুনলাম কি ?)ভাল আছ তুমি ..? তোমার অফিস কি রকম চলছে......?



আমি: এই তো সোনা আমি অনেক ভাল আছি বাট কিছুটা বিজি আছি।



তিনি: হা ...! তা তো বুঝতেই পারছি, ইন্জিনিয়ার মানুষ কিছুটা তো বিজি থাকবা (খোটা দিচ্ছে). তুমি কি একটু সময় নিয়ে আমাদের বাসায় আসতে পারবা ?



আমি: আলবৎ পাড়র..... তোমার জন্যই তো আমার সবকিছু করা... এই যে, এত কাজ.... এত কষ্ট..... এত পড়াশুনা...সব তোমর জন্য (সুযোগ পাইয়া চাপা দিলাম ) কিন্তু কেন ....?



তিনি: ডাক্টারের কাছে যাব...... তুমি তো জান আমার বড় কাকা বিএমএসইউ এর প্রোফেসর।



আমি: হুম.......... তোমার কি অসুখ হয়েছে.....??



তিনি: ফাজিল পোলা.... X(( ডাক্তারেরে কাছে যামু তোর জন্য..... তোর মাথায় সমস্যা আছে। তুই আমার গলা আর আম্মুর গলা চিনতে পারিস না ..X(( ..... তোরে যদি আমি পাবনায় না পাঠাইছি তয় আমার নাম পাল্টাইয়া **** রাখুম....



পুত....পুত...পুত......



মহারানীর এখন মাথা গরম..... তাই আর কথা বাড়ানো অনুচিৎ....



আমার স্বীকারোক্তি (Confess):

সত্য...সত্যই আমার মাথায় গন্ডোগোল আছে....:D এবং আমি কিছুটা পাগল B-)। আমার এই পাগলামী শুরু হইছে তোর (মহারানী) সাথে বিয়ের পড় থেকেই ;) আর হা, তোদের মা-মেয়ের কন্ঠ একই রকম হলে আমার কি দোষ....:((:((

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৬ ই মে, ২০১৪ বিকাল ৩:০৬

নাভিদ কায়সার রায়ান বলেছেন: হা হা হা। মাইর যে খান নাই সেটাই বেশী!

১৬ ই মে, ২০১৪ বিকাল ৪:১৯

পথহারা সৈকত বলেছেন: :P :P :P

২| ২৪ শে মে, ২০১৪ বিকাল ৩:৪৩

পংবাড়ী বলেছেন: গন্ডোগোল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.