![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি পথহারা পথিক...পথে পথে ঘুরে বেড়াই, পথের নেশায়....লোকের কথা শুনি, কখনো কখনো বলার চেষ্টাও করি। আমার কথা সবার ভাল লাগবে এমনটা আশা করি না। আমি বিশ্বাস করি, যে পথের নেশায় পথে পথে ঘুরে বেড়াই, সেই পথের দেখা আমি পাবই........
বিজেপি বিরাট সভ্য কোন দল নয় যে ইতিহাস সৃষ্টি করে বিজয় ছিনিয়ে আনবে বরং তারা জয় পেয়েছে কংগ্রেসের ব্যর্থতার জন্য। কংগ্রেসের ব্যর্থতাই তাদের পরাজয়ের এবং বিজেপির জয়ের মুল কারন। এটা বুঝতে পারার জন্য কোন রাজনৈতিক বোদ্ধা হওয়া দরকার নাই। আসুন একটু পিছিয়ে যাই বিগত দিনগুলিতে.....
মুখোশের আড়ালে কংগ্রেস ভয়ঙ্কর একটা রাজনৈতিক দল। নিজেদের দলের মধ্যে কোন গনতন্ত্রের কোন ছোয়া তো না..ই বরং আছে পরিবার তন্ত্রের কালো ছায়া কিছুটা আমাদের দেশের তথাকথিত কিছু রাজনৈিতক পরিবার গুলির মত। কংগ্রেসের নেতৃীত্বে আছে সোনিয়া.... সহসভাপতি আর প্রচারনায় প্রিয়াংকা ... বাহ্....! কি চমৎকার...কি চমৎকার... আর বিজেপির দিকে তাকিয়ে দেখুন, এক এক জনের চুলে পাক ধরেছে রাজনীতি করতে করতে। তাদের কাছে রাহুল, প্রিয়াংকারা আবাল-বাচ্চা। বিগত দশ বছর তাদের পাপে জ্বলেছে ভারতবাসী।
আসলেই আমাদের এই উপমহাদেশে অলিখিতভাবেই গনতন্ত্রের মুখোশে পরিবারতন্ত্র তথা গনতান্ত্রীক রাজতন্ত্র চালু হয়েছে। রাজার হুকুমে রাজ্য চলে । রাজার ছেলে রাজা হবে আর অন্যরা সব চান্ডাল, সিংহাসন ছোয়া ও তাদের জন্য মহাপাপ। বাংলদেশ ও ভারতে এর চর্চা অন্যদেশ গুলাে থেকে বেশি এবং তা কয়েক দশক ধরে চলে আসছে। একটা পরিবর্তন আসা অনেক দরকার ছিল্ এবং সেটা এসেছে আমার সবচেয়ে অপ্রিয় একটা দেশে। ভারতবাসী ভোট বিপ্লবের মাধ্যমে পরিবারতন্ত্রের কবর দিয়েছে নিন্দুকেরা যে কথায় বলুক না কেন ভারতের এই নির্বাচনের মাধ্যমে গনতেন্ত্রর জয় হয়েছে।
ধন্যবাদ ভারতবাসীদের,তাদের ৬০ কোটি লোক খোলা আকাশের নিচে প্রাতকর্ম সাড়লে ও নির্বাচনে একটা ভাল সিদ্ধান্ত নিয়েছে। এই নির্বাচন থেকে আমাদের নেতার বউ, নেতার বেটি, নেতার ছেলে, অবোলা নেতা এবং দুধভাত আম পাবলিকদের অনেক কিছু শেখার আছে।
আমাদের দেশের দিকে তাকান, আওয়ামী লীগ বা বিএনপি কোথা ও কোন গণতন্ত্র নাই। আজকে আমাদের দেশে মেধাবী একটা ছেলে যদি দেশের হাল ধরার উদ্দেশ্য রাজনীতিতে আসতে চায়, তাহলে আমাদের বড় দুই দলে তার ঠাই হবে না কারন এই দুই দলে মেধাবীদের কোন স্থান নাই। তাই মেধাবীরা আর রাজনীতিতে আসতে চায় না। কিন্তু আপনি যদি একটু নিরপেক্ষ দৃষ্টি নিয়ে আপনার আশে-পাশে খেয়াল করেন তাহলে একটা অপ্রিয় সত্য ঘটনা প্রবাহ দেখতে পাবেন। মেধাবীদের একটা উল্লেখযোগ্য অংশ বুঝে হওক আর অবুঝেই হওক মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী জামাত-শিবির এ যোগ দিচ্ছে বা সাপোর্ট করছে।
জামাত-শিবির এর মত একটা ৩য় শ্রেনীর দলের মধ্যে যতটা গণতন্ত্র আছে তার যদি ১০% এই দুইটা দলের মধ্যে থাকত তবে দেশের এই মেধাবীরা জামাত-শিবির এ যোগ দিত না। ভারতের এই নির্বাচন থেকে আমাদের শিক্ষা নিতে হবে, তা না হলে কিছু দিন পর হয়তবা বিএনপি ও আওয়ামীলীগ কে নির্বাচনী জোট বাধতে হবে জামাত ঠেকানোর জন্য।
কংগ্রেস, বিজেপি কেউ আমাদের প্রকৃত বন্ধু নয়। আমাদের কে চলতে হবে আমাদের মত, আমাদের ভাল আমাদের কেই বুঝতে হবে। জামাত কে মডেল ধরে হলে ও আমাদের সবগুলো দলের মধ্যে গণতন্ত্রের চর্চা চালু করতে হবে তা না হলে, কংগ্রেসের মত ভরাডুবি কেউ ঠেকাতে পারবে না ,সেক্ষেত্রে হয়ত আমরা ও কোন কট্টর সম্প্রাদায়িক শক্তিকে পাব কান্ডারী হিসাবে।
১৭ ই মে, ২০১৪ সকাল ১১:৫৯
পথহারা সৈকত বলেছেন: জামাত কে মডল ধরে হলে ও আমাদের সবগুলো দলের মধ্যে গণতন্ত্রের চর্চা চালু করতে হবে তা না হলে, কংগ্রেসের মত ভরাডুবি কেউ ঠেকাতে পারবে না ,সেক্ষেত্রে হয়ত আমরা ও কোন কট্টর সম্প্রাদায়িক শক্তিকে পাব কান্ডারী হিসাবে।
২| ১৭ ই মে, ২০১৪ দুপুর ১২:৩২
কাফের বলেছেন: পোষ্ট থেকে জানতে পারলাম দেশের সব মেধাবীরা জামাত শিবিরে যোগ দিছে! জামাত শিবিরে মেধাবী দিয়া ভরা!
আর মোদি জয়ে ছাগলের তিন নাম্বার বাচ্চার মত এত গদ গদ আনন্দে লাফাইতাছেন কেন?
১৭ ই মে, ২০১৪ দুপুর ১২:৪৬
পথহারা সৈকত বলেছেন: পোষ্ট থেকে জানতে পারলাম দেশের সব মেধাবীরা জামাত শিবিরে যোগ দিছে! জামাত শিবিরে মেধাবী দিয়া ভরা!
"মেধাবীদের একটা উল্লেখযোগ্য অংশ বুঝে হওক আর অবুঝেই হওক মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী জামাত-শিবির এ যোগ দিচ্ছে বা সাপোর্ট করছে। "
মোদি জয়ে ছাগলের তিন নাম্বার বাচ্চার মত এত গদ গদ আনন্দে লাফাইতাছেন কেন?
"কংগ্রেস, বিজেপি কেউ আমাদের প্রকৃত বন্ধু নয়। আমাদের কে চলতে হবে আমাদের মত, আমাদের ভাল আমাদের কেই বুঝতে হবে। জামাত কে মডল ধরে হলে ও আমাদের সবগুলো দলের মধ্যে গণতন্ত্রের চর্চা চালু করতে হবে তা না হলে, কংগ্রেসের মত ভরাডুবি কেউ ঠেকাতে পারবে না ,সেক্ষেত্রে হয়ত আমরা ও কোন কট্টর সম্প্রাদায়িক শক্তিকে পাব কান্ডারী হিসাবে।"
৩| ১৭ ই মে, ২০১৪ দুপুর ১:১১
কাফের বলেছেন: "মেধাবীদের একটা উল্লেখযোগ্য অংশ বুঝে হওক আর অবুঝেই হওক মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী জামাত-শিবির এ যোগ দিচ্ছে বা সাপোর্ট করছে। হে্হ হে
তাদের মেধার বহিপ্রকাশ বিভিন্ন হরতাল অবরোধে কিছুটা দেখা যায় পুলিশকে বোকা বানানো, অতি দ্রুত গাছ কাটা, এবং বিভিন্ন পন্থায় হামলা বিষয়ে তারা নিত্য নতুন পথ আবিস্কার করেই চলছে মানতেই হবে!!
আর জনাব যা করবেন বুক ফুলাইয়া করবেন এত ছুপাইয়া চাপাইয়া জামাত করার ফায়দা কি?
১৭ ই মে, ২০১৪ দুপুর ১:৩৬
পথহারা সৈকত বলেছেন: জামাত-শিবির এর মত একটা ৩য় শ্রেনীর দলের মধ্যে যতটা গণতন্ত্র আছে তার যদি ১০% এই দুইটা দলের মধ্যে থাকত তবে দেশের এই মেধাবীরা জামাত-শিবির এ যোগ দিত না।
৪| ১৭ ই মে, ২০১৪ দুপুর ১:২৯
ভুয়া প্রেমিক বলেছেন: হ ভাই, টেন্ডারবাজি করবেন বুক ফুলাইয়া, চাপাতি দিয়া মানুষ মারবেন বুক ফুলাইয়া, বাইকের পিছে কুত্তালীগ লাগাইয়া ঘুরবেন বুক ফুলাইয়া, ইডেনের মেয়েদের ধর্ষন করবেন বুক ফুলাইয়া।
কুত্তালীগ রে দেইখাও কিছু শিখতে পারেন নাই। শিবির করেন তাও আবার লুকাইয়া লুকাইয়া
৫| ১৭ ই মে, ২০১৪ দুপুর ২:০০
কাফের বলেছেন: @ ভুয়া প্রেমিক,পথহারা সৈকতঃ মন্তব্যে কি কই আর আপনেরা কি কন! যা কইছি বুঝতে পারছেন নাকি আপনাদের মাথার এন্টিনা কাউয়া নারাচারা দিছে
১৭ ই মে, ২০১৪ দুপুর ২:৪০
পথহারা সৈকত বলেছেন: মি: কাফের
ছাগলের বা্চ্চার মত না লাফাইয়া ভাল করে উত্তর গুলাে দেখুন। আপনার প্রতিটি কথার উত্তর স্পষ্ট ভাষায় দেওয়া আছে। মাথার প্রোসেসর কি জ্যাম হয়ে গেছে ? না কি তার সব ছিড়ছে।
৬| ১৭ ই মে, ২০১৪ দুপুর ২:৩১
জেনারেশন সুপারস্টার বলেছেন: মেধাবী সবদলে সবসময়ই ছিল।বর্তমানে এ হার আরও বেশী।আপনি যদি ক্যাম্পাসে মুভমেন্ট দেখে মেধাবী না মাথামোটা বিচার করেন তাইলে কেমনে হয়?আপনি জামাতি প্রতারণামূলক আচরণের মুগ্ধতায় ভূগতেছেন তাই এমন মনে হচ্ছে।শিবিরে অনেক ছেলেপেলেই যোগ দেয় এসএসসি এইচএসসির খারাপ রেজাল্টের হতাশা থেকে রিকভারি পেতে।আর মেধা আর গণতন্ত্রের চর্চা কেমনে হয় শিবিরে বোঝান একটু.....
ভারতের বিজেপির জয়ে গণতন্ত্রের বিজয় হল লিখলেন কিন্তু কিভাবে হল বুঝলামনা।এ সরকারকে বুশের সরকারের সাথে তুলনা চলে যাদের কাজ অস্ত্র আর যোগাযোগ খাতে মন দেওয়া।আর সরকারে পরিবারতন্ত্রের অবসান এটা হাস্যকর কথা।সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রী হন নাই বরং মনমোহন সিং হয়সেন যিনি গান্ধী পরিবারের কেউ না।আপনি আবার বিজেপিপ্রেমে ভূগতেসেন না তো???
৭| ১৭ ই মে, ২০১৪ দুপুর ২:৪২
জেনারেশন সুপারস্টার বলেছেন: আর হ্যাঁ সবদেশে আওয়ামীলীগ,কংগ্রেস,ডেমোক্রেট টাইপের কিছু দল থাকে এরা সারাজীবন থাকে সাধারণ মানুষের চাওয়াপাওয়া,আন্দোলন সংগ্রামের কেন্দ্রবিন্দু হিসেবে কিন্তু কোনদিন বিলুপ্ত হয়না।মাঝখানে রিপাবলিকান,বিজেপি,বিএনপির উত্থান হয় এদের বিরোধীতার জন্যে কিন্তু ঐ গণতান্ত্রিক আওয়ামীলীগ,কংগ্রেস বা ডেমোক্রেটরায় দেশের মাতৃতান্ত্রিক দল হিসেবে বেচে থাকে চিরকাল।আর কালের গর্বে হারিয়ে যায় দ্বিতীয় উল্লেখিত দলগুলো।এ বিজেপি,বিএনপির মত দলগুলোর কাজ খালি অস্ত্র,দুই নাম্বারী ব্যবসার বিস্তার,আর্মিরে ক্যাম্প থেকে বের করে এনে রাজনীতিতে জড়ানোর ললুপতা জোগানোর কামে কিন্তু গণতন্ত্রের চর্চা?আর সেখানে শিবিরের ভিতরে আপনি গণতন্ত্র দেখতেসেন।তাও আবার তাদের গণতন্ত্রের সামান্য অংশ আসলদলগুলাতে থাকলে মেধাবীরা শিবিরে যোগ দিতনা-আজব আপনার পর্যবেক্ষণ।মেধাবীরা হয়ত চুপচাপ শিবির সমর্থন করে যদিও তা স্বীকার করতে আগ্রহী নয় কিন্তু রাজনীতিতে সক্রিয় হয় কম।আর রাজনীতিতে যোগ দেওয়া মেধাবীদের বড় অংশই আওয়ামীলীগে যোগ দেয়।এদের মধ্যে যারা কোনদিন আওয়ামীলীগ থেকে কোন কারণে ছ্যাঁকা খায়সে তারা বিএনপিতে যোগ দেয়।কিন্তু শিবির করলে বুঝতে হবে সে কোন না কোনভাবে প্রতারক।
১৭ ই মে, ২০১৪ বিকাল ৩:২২
পথহারা সৈকত বলেছেন: আপনার সুন্দর ভাষায় সমালোচনা ভাল লাগল। আপনার কথাগুলোতে যুক্তি আছে কিন্তু ক্যাম্পস গুলোতে তাকালে আপনার কথার সত্যতা পাওয়া যায় না। আজকে যারা ছাত্রলীগ করতেছে তারা কি.... ? কি তাদের পরিচয় ? নিশ্চয় এদের পরিচয় আপনাকে আর খুলে বলতে হবে না, শুধু শুধু লজ্জা পাবেন। এরা যদি আগামীতে আওয়ামী লীগের কান্ডারী হয় তখন কি হবে এদের দিয়ে ?
আওয়ামী লীগ কবে গনতান্ত্রীক দল ছিল ? পিতাজীর বাকশাল আর জননেত্রীর ৫% সরকার একই জিনিস মাঝ খানে কিছু দিন গনতন্ত্রের অভিনয় করেছে। বাকশালরা চীরকাল থাকে শিয়ালের মত এবং সুযোগ পেলেই খামছী দেয়।
৮| ১৭ ই মে, ২০১৪ বিকাল ৪:৪৬
পংবাড়ী বলেছেন: লিখেছে ভালো, কংগ্রেস সম্পর্কে আপনি সঠিক; তবে, এই লাইনটা সঠিক নয়:
"জামাত-শিবির এর মত একটা ৩য় শ্রেনীর দলের মধ্যে যতটা গণতন্ত্র আছে তার যদি ১০% এই দুইটা দলের মধ্যে থাকত তবে দেশের এই মেধাবীরা জামাত-শিবির এ যোগ দিত না।"
জামাতে 'গণতন্ত্র" নেই।
আওয়ামী লীগে গণতন্ত্রকে হত্যা করেছেন শেখ সাহেব নিজেই, তিনি পিএম ও প্রেসিডেন্ট থাকাকালীন আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
জিয়া ছিলেন জেনারেল, আর্মিতে গণতন্ত্র কেহ শেখে না।
১৭ ই মে, ২০১৪ বিকাল ৫:৩৬
পথহারা সৈকত বলেছেন: ৮০ % সহমত
৯| ১৭ ই মে, ২০১৪ বিকাল ৪:৪৮
পংবাড়ী বলেছেন: বাকশালরা চীরকাল থাকে শিয়ালের মত এবং সুযোগ পেলেই খামছী দেয়। "
হাউকাউ, আপনি বাকশাল বুঝার মত দক্ষ নন।
১৭ ই মে, ২০১৪ বিকাল ৫:৩৭
পথহারা সৈকত বলেছেন: হাউকাউ, আপনি বাকশাল বুঝার মত দক্ষ নন।
©somewhere in net ltd.
১|
১৭ ই মে, ২০১৪ সকাল ১১:৪৫
নীল আকাশ ২০১৩ বলেছেন: ছাগুর মত কথা বললেন। এই বললেন জামাত একটা ৩য় শ্রেণীর দল। পরের প্যারায় নসিহত করলেন বিএনপি আওয়ামী লীগকে জামাতের অনুসরণ করতে।
আমার প্রশ্ন, বিএনপি আওয়ামী লীগের মত ১ম শ্রেণীর দল (আপনার ভাষায়) জামাতের মত একটা ৩য় শ্রেণীর দলকে অনুসরণ করতে যাবে কোন দুঃখে?