![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি পথহারা পথিক...পথে পথে ঘুরে বেড়াই, পথের নেশায়....লোকের কথা শুনি, কখনো কখনো বলার চেষ্টাও করি। আমার কথা সবার ভাল লাগবে এমনটা আশা করি না। আমি বিশ্বাস করি, যে পথের নেশায় পথে পথে ঘুরে বেড়াই, সেই পথের দেখা আমি পাবই........
বিভিন্ন বিষয় নিয়ে লেখার ইচ্ছা থাকলেও সময় হয়ে না আবার অনেক সময় লেখা এত বড় হয় যে নিজের কাছেই বোরিং লাগে। তাই চিন্তা করেছি ইঞ্জিনিয়ারিং পেশা নিয়া এই লেখাটা ছোট ছোট কয়েকটা অংশে আপনাদের সামনে তুলে ধরব। আসুন আমরা আলোচনাটা শুরু করি....
কাকে ইঞ্জিনিয়ার বলা হয় ?
আমাদের অনেকের একটা ভুল ধারনা আছে যে, কোন ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়/ কলেজ/ইন্সটিটিউট থেকে ইঞ্জিনিয়ারিং পড়াশুনা শেষ করলেই যে কেউ ইঞ্জিনিয়ার বনে যায়। এটা যদি আপনার মনের ধারনা হয়, তাহলে আমি বলব আপনার এই ধারনা পাল্টানোরএখনই সঠিক সময়, করন এখন আপনি জানবেন কাকে ইঞ্জিনিয়ার বলা হয়।
IEB Constitution অনুসারে
Fellows,. Members & Associate members shall be entitled to use the title "Engr." before their names. Members shall be entitled to the exclusive use after their names the following abbreviated designation to indicate the class of
Membership :
Honorary Members Hon. MIEB
Fellows FIEB
Members MIEB
Associate Members AMIEB
Affiliate Aff. IEB
No person who has ceased to be a member of The Institution is entitled to make use of the title or any designation. Any person, who is not a Member or ceases to be a Member of The Institution, using any of the above designation may be liable to legal action (Chapter-3,Subsection-11)
অর্থাৎ আপনি যদি IEB এর Hon. Members, Fellows, Member, Associate Member অথবা Affiliate হন তবেই কেবল আপনার নামের পুর্বে Engr. লিখতে পারবেন অন্যথায় Institute আপনার বিরুদ্ধে আইনী ব্যাবস্থা নিতে পারবে। অতএব সাধু সাবধান.....
কিভাবে IEB এর Hon. Members, Fellows, Member, Associate Member অথবা Affiliate হবেন ?
IEB Constitution এ অধ্যায় -3, ধারা-11 (MEMBERSHIP) IEB এর সদস্যপদ পাওয়ার বিষয়ে বিস্তারিত বর্ননা আছে। সংক্ষেপে বলতে গেলে বলতে হয়, আপনার যদি নিম্ন লিখিত তিনটি যোগ্যতা থাকে তাহলে আপনি IEB এর সদস্যপদের জন্য আবেদন করতে পারবেন।
০১. বয়স : নুন্যতম ২৫
০২. পেশা : নুন্যতম ৩ বছর বিভিন্ন প্রকেৌশল পেশায়/কাজে নিয়োজিত থাকা যেমন, teaching, research & development, design, planning, engineering management and/or the execution of engineering works.
০৩. IEB স্বীকৃত কোন ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়/ কলেজ/ইন্সটিটিউট থেকে ইঞ্জিনিয়ারিং পড়াশুনা শেষ কারা।
IEB বাংলাদেশের প্রাচীন এবং সবচেয়ে মর্যাদাপূর্ন পেশাজীবী সংগঠন। আসুন আমাদের যাদের যোগ্যতা আছে তারা এই সংগঠনের সাথে সংযুক্ত হয়ে বিশ্বমানের ইঞ্জিনিয়ার হওয়ার পথে এগিয়ে যাই ।
ইন-শা-আল্লাহ্ আগমীপর্বে আলোচনা করব কেন IEB এর সাথে যুক্ত হবেন?
Engr. Md Shaikat Raihan
Gazipur, Bangladesh
28/05/14
২৮ শে মে, ২০১৪ বিকাল ৪:০২
পথহারা সৈকত বলেছেন: আপনার মত একজন ইঞ্জিনিয়ার অনুরগী ব্লগারের সন্ধান পাইয়া আমিও প্রবল প্রীত বোধ করিতেছি। ধন্যবাদ ভায়া.....
২| ২৮ শে মে, ২০১৪ বিকাল ৪:০৭
সালমা শারমিন বলেছেন: ভাই,ইনশাল্লা্হ আমিও খুব শীঘ্রই মেম্বার হব
২৮ শে মে, ২০১৪ বিকাল ৪:৫৭
পথহারা সৈকত বলেছেন: আপনি IEB এর Student (CIVIL)তাই না ? পার্ট-B তে আছেন । IEB তে আপনাকে অগ্রিম শুভেচ্ছা।
৩| ২৮ শে মে, ২০১৪ বিকাল ৪:৪১
রাহাত লতিফ তৌসিফ বলেছেন: ভুল ধারণা ভেঙ্গে গেল। ধন্যবাদ গুরুত্বপূর্ণ কথাটা সামুতে তুলে ধরার জন্য।
২৮ শে মে, ২০১৪ বিকাল ৫:০০
পথহারা সৈকত বলেছেন: আপনার এভুল ধারণা ভেঙ্গে গেল কারন এখন আপনি জানেন কাকে ইঞ্জিনিয়ার বলা হয়। আপনার কাছে কেউ আর আলগা ভাব নিতে পারবে না
৪| ২৮ শে মে, ২০১৪ বিকাল ৪:৪৩
আমার দেশ বাংলাদেশ বলেছেন: "ডিপ্লোমা ইঞ্জিনিয়ার" শব্দটির মর্ম কি?
২৮ শে মে, ২০১৪ বিকাল ৫:০৩
পথহারা সৈকত বলেছেন: Need study to answer your question.
৫| ২৮ শে মে, ২০১৪ বিকাল ৫:৫৬
একজন ঘূণপোকা বলেছেন:
আইইবির তেমন একটিভিটি তো দেখা যায় না।
৬| ২৯ শে মে, ২০১৪ রাত ৯:৫২
পংবাড়ী বলেছেন:
বাংলাদেশের ইনজিনিয়ারগণ আসলে পাবলিক এডমিনিস্ট্রেটর্বের কাজ করে; তারা প্রফেশানেল ইনজিনবিয়ার ন.
৩০ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯
পথহারা সৈকত বলেছেন: আমি আপনার সাথে কিছুটা একমত কিন্তু এর পরও কিছু ইঞ্জিনিয়ার অাছেন যারা প্রফেশানাল। আমি ব্যক্তগত ভাবে এইরকম অনেক ইঞ্জিনিয়ার এর সাথে কাজ করেছি।
৭| ৩০ শে মে, ২০১৪ রাত ৮:১২
জেনারেশন সুপারস্টার বলেছেন: আমাদের অনেকের একটা ভুল ধারনা আছে যে, কোন ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়/ কলেজ/ইন্সটিটিউট থেকে ইঞ্জিনিয়ারিং পড়াশুনা শেষ করলেই যে কেউ ইঞ্জিনিয়ার বনে যায়-এটায় হল আসল কথা।মানুষ মূলত প্রকৌশলী পদবীটার পাগল,কিন্তু প্রকৌশলবিদ্যার ব্যাপারে অতটা নয়।
০১ লা জুন, ২০১৪ সকাল ৯:৩৪
পথহারা সৈকত বলেছেন: আপনি যদি IEB এর Hon. Members, Fellows, Member, Associate Member অথবা Affiliate হন তবেই কেবল আপনার নামের পুর্বে Engr. লিখতে পারবেন অন্যথায় Institute আপনার বিরুদ্ধে আইনী ব্যাবস্থা নিতে পারবে। অতএব সাধু সাবধান.....
৮| ০৩ রা জুন, ২০১৪ সকাল ১০:৩৮
সালমা শারমিন বলেছেন: ভাই, আপনি কোথাথেকে পাশ করা? আপনিও নিশ্চই আইইবি মেম্বার? আপনার চেহারাটা দেখলে হয়ত চিনতেও পারি!!!!!!!!!!!!!!!!!!!!
১৫ ই জুন, ২০১৪ সকাল ১১:২৮
পথহারা সৈকত বলেছেন: আমি মেম্বার (ইইই)এবং কিছু দিনের মধ্যেই পি: ইন্জ (P.Eng)হয়ে যাব ইনশাআল্লাহ্
আমার চেহারা দেখানো নিষেধ আপনাদের ভাবি পছন্দ করেন না
আপনার অফিসে এক দিন যাব চা খাওয়ার জন্য ইনশাআল্লাহ্
৯| ০৩ রা জুন, ২০১৪ সকাল ১০:৪২
সালমা শারমিন বলেছেন: ভাই, আপনি কি সিভিল ডিপার্টমেন্ট নাকি? তাহলেতো আরও ভাল লাগবে।
১০| ০৩ রা জুন, ২০১৪ সকাল ১১:১০
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: হুম!
১৫ ই জুন, ২০১৪ সকাল ১১:২৯
পথহারা সৈকত বলেছেন: হুম....হুম!
১১| ১৫ ই জুন, ২০১৪ সকাল ১১:৩৯
রাতুল_শাহ বলেছেন: দেখি মেম্বার হইতে হবে
১৬ ই জুন, ২০১৪ সকাল ৯:৩৭
পথহারা সৈকত বলেছেন: ঠিক..
১২| ১৭ ই জুন, ২০১৪ সকাল ১১:২৯
সালমা শারমিন বলেছেন: এই.........................রহস্যের গন্ধ পাচ্ছি।আপনি আমার কোন অফিসে আসবেন? পারসোনাল অফিস নাকি যেখানে আমি যব করি। আপনার কথা শুনে মনে হচ্ছে, আপনি চেনা মানুষ...............!!!!!!!!!!!!!!!!!!!!! কে ভাই আপনি?
©somewhere in net ltd.
১|
২৮ শে মে, ২০১৪ বিকাল ৩:৪৩
শব্দহীন জোছনা বলেছেন:

ব্লগে একজন এঞ্জিনিয়ারের সাক্ষাৎ পাইয়া ব্যাপক প্রীত হইলাম