![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি পথহারা পথিক...পথে পথে ঘুরে বেড়াই, পথের নেশায়....লোকের কথা শুনি, কখনো কখনো বলার চেষ্টাও করি। আমার কথা সবার ভাল লাগবে এমনটা আশা করি না। আমি বিশ্বাস করি, যে পথের নেশায় পথে পথে ঘুরে বেড়াই, সেই পথের দেখা আমি পাবই........
আমি একজন ইলেকট্রিক্যাল কামলা (এমএসসি ইন ইইই) এবং একটা কোম্পানিতে মোটামুটি সন্মানজনক পদে কর্মরত আছি। সম্প্রতি FSWP 2014 ভিসা নিয়ে কানাডা যেতে চাচ্ছি। এর জন্য আমার নিম্নলিখিত তথ্যগুলি দরকার।
০১. এই প্রক্রিয়ায় কত টাকা খরচ হতে পারে ?
০২. FSWP 2014 ভিসায় গেলে কি বিশেষ কিছু সুবিধা পাওয়া যাবে কি না ?
০৩. Odd জব পাওয়া কি খুব কঠিন ?
০৪. কত দিনের খরচ (থাকা + খাওয়া) নিয়ে যেতে হয় ?
০৫. P.Eng করতে কত সময় লাগে।
ILETS সহ (Score 7.0 )অন্যান্য বিষয় যেমন WES করা শেষ। কিন্তু আমি খুব দ্বিধার মধ্যে আছি, কি করব বুঝতেছিনা। একদিকে কানাডার হাতছানি আর একদিকে অনিশ্চত গন্তব্য । আপনারা কেউ যদি কানাডার নতুন ইমিগ্রান্ট জীবন এবং সেখানেকার সার্বিক বিষয় নিয়ে তথ্য দিয়ে সাহায্যে করতেন তাহলে খুব উপকার হত।
২৫ শে জুন, ২০১৪ বিকাল ৪:৪৬
পথহারা সৈকত বলেছেন: কানা দাজ্জাল ভাই,
আপনাকে অনেক ধন্যবাদ। আপনার লিঙ্কগুলি খুবই উপকারী.....
২| ২৬ শে জুন, ২০১৪ দুপুর ১:১৯
নক্শী কাঁথার মাঠ বলেছেন: কানাডা গিয়ে কেউতো ফেরত আসেনা। আপনার কোয়ালিফিকেশন অনুযায়ি ১ বছর অড জব করার পর খুব ভালো জব পাবেন বলে আমার ধারনা। কানাডায় ভালো ডেস্ক জব পেতে ১ বছরের কানাডিয়ান জব অথবা এডুকেশনাল এক্সপেরিয়েন্স দরকার হয়। কাজেই এক বছর খুব কস্ট করলেই হবে।
২৭ শে জুন, ২০১৪ সকাল ৯:৪৬
পথহারা সৈকত বলেছেন: ধন্যবাদ.... ভাই/ বোন আপনার কথা যেন সত্য হয়
©somewhere in net ltd.
১|
২৫ শে জুন, ২০১৪ বিকাল ৪:৪২
কানা দাজ্জাল বলেছেন: আপনার জিজ্ঞাসার জন্য নীচের দুটো লিঙ্কে Query করুন
Click This Link
অথবা
Click This Link