নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

hello friends ami shehan. TechTunes Is My online Boss, i love TechTunes. My Blog http://www.TrueTips24.com

hello friends ami shehan.. My Blog http://www.TrueTips24.com

মো; ফরহাদ

মো; ফরহাদ › বিস্তারিত পোস্টঃ

জেনে নিই কম্পিউটার সাইন্সের ভবিষ্যৎ চাহিদা কেম.....?

২৯ শে জুন, ২০১৪ রাত ১২:৫৮

আমার কি কম্পিউটার সাইন্স পড়া উচিত? আমি কি পারব? আমি কি কম্পিউটার সাইন্স পড়ে ভালো ক্যারিয়ার গড়তে পারব? এরকম প্রশ্ন অনেকে করছেন।



আসলে এই প্রশ্নের উত্তর আপনাকেই নিতে হবে।



আপনি যদি মন থেকে এই বিষয়ে এক্সপার্ট হতে চান, ঘণ্টার পর ঘণ্টা সময় দিতে আগ্রহী থাকেন, তাহলে আপনি কম্পিউটার সাইন্স বা IT পড়তে পারেন। আমি মনে করি।



আমি আসলে আলোচনা করবো কম্পিউটার সাইন্স বা IT এর বর্তমান ও ভবিষ্যৎ চাহিদা

আসুন জানি,



কম্পিউটার হল ভবিষ্যতে আমরা যা ই করতে যাব তার একটা অংশ। একুশ শতকে প্রত্যেকটা কাজে এটা ছাড়া চলা আসলেই অসম্ভব।

কম্পিউটিং আপনার নিত্য নতুন চ্যালেঞ্জ গ্রহনে সহযোগিতা করবে। তাছাড়া স্কিল উন্নয়নে আপনার জীবনে কম্পিউটিং এর বিকল্প নেই।



ইঞ্জিনিয়ারিং, বিজনেস, বিনোদন এবং শিক্ষার প্রত্যেকটা ক্ষেত্রে কম্পিউটার সাইন্স বা IT এর ব্যাপক ব্যবহার ছাড়া চলা অসম্ভব।

কম্পিউটিং আপনাকে অসাধারণ ক্যারিয়ার উপহার দিতে পারে। এখানে আপনি পাবেন সর্বোচ্চ বেতনের এবং সর্বোচ্চ সন্তুষ্টির ক্যারিয়ার। ভবিষ্যতে ব্যাপক উন্নয়নের কারিগর হতে পারেন এই পেশার মাধ্যমে।

শুধুমাত্র USA এর এক জরিপ দেখায়, IT ক্ষেত্রে অভিজ্ঞ কর্মকর্তার ব্যাপক অভাব। জরিপে আরও বলছে ভবিষ্যতে সবথেকে সম্ভবনাময় কর্মক্ষেত্র করা সম্ভব এই IT সেক্টরে। তারা বলছে, এই সেক্টরে ট্যালেন্ট খুঁজছেন সবসময় তারা। তাহলে অন্যদেশের কথা আপনারাই ভাবুন-কি সুযোগ এই সেক্টরে।



তাছাড়া IT তে পড়াশোনা করে অন্য সেক্টরে কাজ করলেও ক্যারিয়ার উন্নয়নে বেশি সুবিধা পাবেন অন্যদের থেকে। (গবেষণালব্ধ)

IT তে ক্রিয়েটিভ কাজ করার সুযোগ বেশি। আপনার পছন্দের ক্ষেত্রে পদচারনা করতে পারবেন ইচ্ছা মতো।



কম্পিউটিং এ দক্ষ হলে আপনি অফিসিয়ালি কাজ না করেও নিজস্ব কর্মক্ষেত্র তৈরি করতে পারেন।

ওয়ার্ল্ড রেকর্ড বলে, IT সেক্টরে জবের আসলে কোন বাউন্ডারি নাই। আপনি আসলে বিচরন করতে পারেন পৃথিবীর সব সেক্টরে এই কমইউটিং এর মাধ্যমে।



তবে একটা কথা না বললেই নয়, আমাদের দেশে যারা কম্পিউটার সাইন্স পড়ছেন, তারা হয়তো নিজেদের বিশাল কিছু ভেবে বসি!!!



কিন্তু বাস্তব সত্য কথা হচ্ছে আপনার একাডেমিক পড়াশোনার পাশাপাশি যদি নিজেকে নিজের চেষ্টায় যেকোনো IT সেক্টরে দক্ষ না করতে পারেন, তাহলে হয়তো আপনি ভবিষ্যতে খুব বেশি বিপদে পড়তে পারেন, কর্মক্ষেত্রে যেয়ে।



কম্পিউটার সাইন্স সম্পূর্ণ প্রাকটিকালভাবে জানার একটা বিষয়, সেহেতু নিজেকে দক্ষ করুন নিজের চেষ্টায়; কারণ একডেমিকভাবে প্রাকটিকাল নলেজ কম পাবেন।

কষ্ট করে আমার ব্লগ সাইটটি তে একবার হলেও ঘুরে আসুনে এখানে

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.