নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

hello friends ami shehan. TechTunes Is My online Boss, i love TechTunes. My Blog http://www.TrueTips24.com

hello friends ami shehan.. My Blog http://www.TrueTips24.com

মো; ফরহাদ

মো; ফরহাদ › বিস্তারিত পোস্টঃ

Rakto.Com এ খুঁজে নিন আপনার কাছাকাছি অবস্থিত রক্তদাতাদের তালিকা….!

১৫ ই জুলাই, ২০১৪ রাত ১১:৩০

রক্ত দিন জীবন বাঁচান” এই শ্লোগানকে সামনে রেখে ২০১৩ সালের ১লা জুলাই রক্ত ডট কম পথ চলা শুরু করে। এই ওয়েব সাইটি মূলত সামাজিক সেবা মূলক সাইট। এই প্রতিষ্ঠানটি স্বেচ্ছায় রক্ত দান কর্মসূচী পালন করছে তবে একটু ভিন্ন ভাবে। অনেক সময় দেখা যায় মুমূর্হ রোগীর জন্য রক্তের প্রয়োজন হয়। তখন রক্ত কোথায় খুঁজবেন? কে দিবে রক্ত? আপনার এই প্রশ্ন গুলোর উত্তর দিবে রক্ত ডট কম। এই ওয়েব সাইটের মাধ্যমে আপনি পাবেন স্বেচ্ছায় রক্তদাতাদের তালিকা। এইতালিকায় ভিন্ন ভিন্ন ভাবে প্রত্যেক জেলা ও উপজেলা এমনকি বিদেশের যে কোনো জায়গার স্বেচ্ছায় রক্তদাতাদের বিস্তারিত তথ্য রয়েছে। ফলে খুব সহজেই আপনি খুঁজে নিতে পারেন আপনার এলাকার কাছাকাছি অবস্থিত রক্তদাতাদের তালিকা। আপনি চাইলে নিজেও রক্তদাতা বনে যেতে পারেন। এই জন্য আপনাকে এই ওয়েব সাইটে আপনার সঠিক তথ্য দিয়ে নিবন্ধন করতে হবে। মনে রাখা ভালো আপনার সম্পর্কে সঠিক তথ্য না দিলে অন্যরা প্রতারিত হবে। সামাজিক দায়বদ্ধতা থেকে মূলত এই সাইটি তৈরি করা যাতে গণ মানুষের কিছুটা হলেও উপকার হয়। তাহলে দেরি না করে রক্ত ডট কম ওয়েব সাইটে নিবন্ধন করে হয়ে যান গর্বিত স্বেচ্ছায় রক্তদাতা। আর প্রয়োজনে খুঁজে নিন আপনার কাছাকাছি অবস্থিত রক্তদাতাদের তালিকা।

ওয়েব সাইটঃ http://www.rakto.com

আমার টিউনটি ভাল লাগলে একবার ঘুরেই আসুন আমাদের ব্লগ এ

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.