![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২,২৯৯ টাকার এন্ড্রোয়েড ফোন নিয়ে এল মোজিলা ফায়ারফক্স। আগামী ২৯ আগস্ট থেকেই ভারতের বাজারে মিলবে প্রথম সস্তার এই এন্ড্রোয়েড ফোন। নাম- স্পাইস ফায়ার ওয়ান মি-এফএক্স১।
উল্লেখ্য হ্যান্ডসেট নির্মাণকারী ইনটেক্স ও স্পাইসের সঙ্গে হাত মিলিয়েছে মোজিলা ফক্স।সংস্থার কথায়, ভারতের মতো উন্নয়নশীল দেশের মানুষদের ধরতেই এই অভিনব উদ্যোগ। স্পাইস মোবালিটির সিইও প্রশান্ত বিন্দল জানিয়েছেন, আল্ট্রা-লো এই স্পাইস ফায়ার ওয়ান ফোনে রয়েছে অত্যাধুনিক ফিচার। মানুষের হাতের মুঠোতেই থাকবে ওয়েব দুনিয়া।
স্পাইস ফায়ার ওয়ান ফোনে যা যা থাকবে
১গিগাহার্জ প্রসেসর, ৩.৫ ইঞ্চি স্ক্রিন, ৪৮০*৩২০ পিক্সেল রিজোলিউসন, ২ মেগা পিক্সেল প্রাইমারি ক্যামেরা, ১.৩ মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ওয়াই-ফাই ব্যবহার করতে পারবেন এই ডুয়েল-সিম মোবাইলে। খুলতে পারবেন ফেসবুক ও টুইটার প্রোফাইলও। এই ফোনে হিন্দি, তামিল ও বাংলা ভাষাতে টেক্সট করতে পারবেন।
ফায়ার ফক্সের এই মোবাইল রাজ করছে ইউরোপ, লাটিন আমেরিকা ও এশিয়ার প্রায় ১৭টি দেশে। শীঘ্রই বাংলাদেশের বাজারেও মোজিলা ফায়ার এর কম দামের এন্ড্রোয়েড ফোন পাওয়া যাবে !
সময় পেলে ঘুরে আসুন আমার Blog থেকে , আল্লাহ হাফেজ ।
©somewhere in net ltd.
১|
২০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৩০
সাইফুল আজীম বলেছেন: it is a phone powered by Mozila os, not android and already launched here in Bangladesh by Grameenphone and Symphony collaboration. Before writing a tech blog, better to know properly.