![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১০.১১.২০১৪
ঢাকা থেকে নেত্রকোনার দিকে রওনা হলাম । ২০১৫ সালের এইস.এস.সি পরিক্ষা জন্য টেষ্ট পরিক্ষা দিতে গিয়েছিলাম । যদিও এটাই ছিল মুখ্য উদ্দেশ্য এর বাইরেও একটা উপ-উদ্দেশ্যও ছিল । সেটা হল অতীত প্রেমকে বর্তমান ও ভবিষ্যত করার উদ্দেশ্য । ২০১০ থেকে আমি নীলাকে ভালবাসি । তখন থেকেই নীলা আমার সাথে সহনশীল আচরণ করত , তবে নীলার ভালবাসা পূর্ণ প্রকাশ পায় ৬ই ফেব্রুয়ারী ২০১২ তে । নীলার ফোন নাম্বারটা আমার আগেই সংগ্রহ করা ছিল । ফোন করার অনুমতি পায়নি বলে ফোন করতামনা । ৬ই ফেব্রুয়ারী নীলা তার এক বান্ধবীকে আমার কাছে পাঠিয়েছিল একটা খবর দিয়ে, আর তা হল ঐ দিন বিকালে সে ফ্রি থাকবে আমি যেন তাকে ফোন দেই । সেই ফোন করার মধ্যে ও একটা নিয়ম ছিল সেটা হল বিকাল ৫ টায় আমি তাকে মিসকল দেব,যদি সে কথা বলার অবস্থায় থাকে তবে সে পূনরায় আমাকেও একটা মিস কল দিবে পরে তার সাথে আলাপ । আমি এই খবরটা পায় দুপুর ১২ টার দিকে আর তখন থেকেই আমি বিকাল ৫টার অপেক্ষা করতে খাকি । অপেক্ষার প্রহর যে কাটতে চায়না সেটা আামি ঐ দিনই বুঝেছিলাম । অতঃপর ৫টা বাজতেই আমি তার ফোনে একটা মিসকল দেই,,পরক্ষনেই ওপাশ থেকে আরেকটা মিসকল আসে । তখন আমি সরাসরি কল দিলাম এবং নীলা কলটা ধরলো । ফোনে প্রথম কথাটা নীলাই বলেছিল ,
নীলা – হ্যালো ,
আমি-হুম কেমন আছো তুমি ?
নীলা – ভালো ।আপনি কেমন আছেন ?
আপনার পরিক্ষা কেমন হচ্ছে ?
আপনি এখন কোথায় আছেন?
আমি – আস্তে আস্তে বল , আমি খুব ভাল আছি ।
পরিক্ষাও ভাল হচ্ছে ( তখন আমি এস.এস.সি পরিক্ষার্থী )
এখন আমি আমাদের নদীর পাড়ে ।
ঐদিন আরো অনেক কথা হল নীলার সাথে ।
সম্পর্কটা দীরে ধীরে কাছের হতে থাকলো । কিছু দিন ফোনে কথা বলার পর একদিন দেখা করার কথা বললাম নীলাকে । নীলা অমত করলনা । সে তখন নবম শ্রেণীতে পড়ে । স্কূল ছুটির পরে আমি তার সাখে দেখা করি ।রেললাইন ধরে অনেকটা পথ দুজন কথা বলতে বলতে গেলাম । নীলার বাড়ির কাছাকাছি গিয়ে আমি ভিন্ন পথ ধরে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় । তখন থেকেেই নিয়মিত ফোনে কথা বলা দেখা করা হতো । আমি পরিক্ষা শেষ করে ঢাকায় গেলাম বেড়াতে । মাস দুয়েক ঢাকা থাকার পর বাড়িতে গেলাম । পরিক্ষার ফলাফল প্রকাশ হল । পরিক্ষায় পাশ করলাম ।নীলার উষ্ম অভিন্দন পেলাম ।
নেত্রকোনা সরকারি কলেজ এ ভর্তি হলাম ।
এর পর একদিন নীলার সাথে দেখা করলাম । নীলা সেই দিন আমাকে কিছু কথা বলেছিল :
আমি কেন তাকে ভালবাসি ?আমি যদি তাকে ভাল না বাসতাম তাহলে নাকি তার চেয়ে ভাল মেয়ে পেতাম ;আমি যেন তাকে ভুলে যাই !
কথাগুলো শোনার পর কিছুটা সময় স্তব্ধ ছিলাম । কিছুক্ষন পর নীলাকে অনেক বকা ঝকা করলাম । কেন সে আমাকে বলল তাকে ভুলে যেতে ? তার চেয়ে ভাল মেয়ে তো আমার দরকার নেই । আর এই চোখে যাকে একবার ভাল লাগে মরণোত্তর সেই ভাললাগা রয়ে যায় ।
নীলা তার ভুল বুঝতে পেরে ক্ষমা চায় । আমিও মনে কিছু রাখলাম না ।
সেই দিনের মত বিদায় নিয়ে নিলাম ।
এর কিছুদিন পর থেকেই নীলার আচরনে ভিন্নতা দেখতে পায় ।আগের মতো ফোন করেনা,দেখা করেনা । কেমন যেন হয়ে গেছে । এরকম করার কারন জানতে চাইলেও সে কিছু স্পষ্ট করছেনা ।
খুব সংকোচের মধ্যে দিন কাটছে । এরকম সময়ে আবার আমাদের পরিবার নেত্রকোনা থেকে ঢাকা শিপ্ট করলো । আমিও তাদের সাথে চলে এলাম । কলেজে তখন দ্বাদশ শ্রেণীতে ভর্তি হয়ে এলাম ।
ঢাকা থেকে গিয়ে ২০১৪ সালের এইস.এস.সি পরিক্ষার জন্য পি-টেষ্ট দিতে গেলাম । পরিক্ষা দিলাম উত্তীর্ণ হলাম ।কিন্তু পরবর্তীতে টেষ্ট দিতে যায়নি । কারণ নীলার সাথে রাগ করে ।যার ফলে ২০১৪ সালের এইস.এস.সি পরিক্ষাও দেওয়া হয়নি ।
সর্বশেষ এ বছর সিদ্ধান্ত নিলাম পরিক্ষা দেব । যার কারনে ১০.১১.২০১৪ বাড়িতে যাওয়া ।
বাড়িতে গেলাম , ২০১৫ সালের এইস.এস.সি পরিক্ষা জন্য টেষ্ট পরিক্ষা দিলাম । পরিক্ষার ফাঁকে সুযোগ খোজছিলাম নীলার সাথে দেখা করার কিন্তু পারছিলাম না । ২৬.১১.২০১৪ এ দিন নীলা এক বান্ধবিকে দিয়ে দেখা করার অনুরোধ করলাম । সে তার বান্ধবির কাছে বলেছে
‘‘‘‘‘‘‘‘সে আমার সাথে দেখা করতে ইচ্ছুক নয় , এবং আমি যেন তাকে ভুলে যাই’’’’’’
১৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৩৩
মোঃ সুমন মিয়া বলেছেন: সত্যি কথায় বলেছেন !
©somewhere in net ltd.
১|
১৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৫৪
আতিক একটেল বলেছেন: স্বয়ং ভগবানই পারে না নারীর মন বুঝতে, আর আমি আপনি তো কোন ....