![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ইসলামিক মাইন্ডেড এবং আমি বুঝে ইসলাম ধর্ম গ্রহণ করছি।ধর্ম-কর্ম কিছু পালন করতে পারি না ,কিন্তু ধার্মিক লোকদের খুব ভালবাসি।বিজ্ঞান মনস্ক , কিন্তু যে বিজ্ঞান কুরান বিরোধী সেটা আমি মানিনা । আমি মনে করি মানুষের জ্ঞান সিমাবদ্ধ তাই মানুষের চিন্তা ও গবেষণা পরম সঠিক নয় । মানুষের তৈরি ফরমুলা আজকে যা আমাদের কাছে সঠিক কালকে তা মিথ্যা প্রমাণিত হতে পারে ।
ইসলাম কারো বাবার সম্পত্তি নয় যে,ইসলামের নামে যা খুশি তা করলেই বৈধ হয়ে যাবে।
কেউ যদি মুখে দাড়ি,গায়ে লম্বা জামা পরে অন্যায় করে তাহলে দোষটা ইসলামের হবে না ,দোষ
হবে মানুষের কারন ইসলাম তাকে অপরাধ করতে শিখায়নি।সে এক্ষেত্রে ইসলামের হুকুম অমান্য করেছে।
আর ইসলাম এতো বেহুদা যুক্তি কপচানোর জায়গা নয়।
এটা কেন হল,এটা কেন হল না এ সমস্ত নিয়ে এতো জেরা করার কোন সুযোগ ইসলামে নাই।
মনে রাখতে হবে যারা মুসলমান তারা এটা বিশ্বাস করে নিয়েই মুসলমান হয়েছে যে তার আর আল্লাহর মাঝে
প্রভু আর গোলাম ভিন্ন আত্মীয়তার কোন সম্পর্ক নাই ।
যা সম্পর্কে কোন জ্ঞান মানুষকে দেওয়া হয় নাই সেটার জন্য সত্য খবরে বিশ্বাস করাই বুদ্ধিমানের কাজ।
মানুষের মেধা শক্তি অবশ্যই সীমিত।সবকিছু বুঝার ক্ষমতা তার নাই।তাই নিজের বুঝে আসে না বলে যে লোকটা সত্য সংবাদে বিশ্বাস করেছে তাকে বোকা ভাবা চরম পর্যায়ের আহাম্মকি ছাড়া আর কিছুই না।
০৩ রা মার্চ, ২০১৬ রাত ১০:৪০
বিজ্ঞান মনস্ক বলেছেন: অনেক কিছুই চিন্তা করি লেখার জন্য কিন্তু গোছাতে পারিনা।দেখি চেষ্টা করবো।
©somewhere in net ltd.
১|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫০
বিজন রয় বলেছেন: নতুন লেখা দিন।