![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখন'! আমি প্রেম বাজারে
কষ্ট বেঁচে খাই,
পূর্নতা কে খুজতে গিয়ে
শূন্যতা তেই ঠাই
সূর্যালোতে হাট বসেছে
কষ্ট মামার ঘাটে,
সুখের পন্য কিনতে গিয়ে
কষ্ট পথেই হাটে।
এখন'! আমি এই পবনে
রক্ত বেচে খাই,
অভাব থেকে বাঁচতে গিয়ে
স্বভাব টাই যে নাই।
নানা রকম স্বপ্ন ঘিরেই
সুখের প্রতিচ্ছবি-
একটুখানি হাসতে গেলেই দুঃখের অনুভূতি,
এখন'! আমি এই প্রহরে
কষ্ট বেঁচে খাই,
ঘুমের ঘরে জেগে দেখি
আমার কেহ নাই!
আধার থেকে দিনের আলোয়
কষ্ট বেচে খাই,
যেই, পরীটা কাছে এলো
কষ্ট যেন নাই...
০৬ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:১৫
ব্ল্যাক ফাইটার বলেছেন: ধ্ন্যবাদ ভাই। দোয়া করবেন,
আপনার জন্যও শুভ কামনা রইলো।।
২| ০৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:২৮
সুমন কর বলেছেন: ছন্দময় লাগল।
০৬ ই আগস্ট, ২০১৫ রাত ৮:০১
ব্ল্যাক ফাইটার বলেছেন: ধন্যবাদ ভাই। ইনশাল্লাহ আরও ভালো কিছু লিখব।।
©somewhere in net ltd.
১|
০৬ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩০
নয়ন বিন বাহার বলেছেন: ভাল তো।
এগিয়ে যান ভাই..............