![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যাহার ধর্ষিত আবেগ
আর লুন্ঠিত বিবেক
তাহার মত মুক্ত পাখি
ধরনীতে আর নাই,
কেহ তারে পাগল বলে
কেহ বলে উন্মাদ,
তাহার মত সুখবিলাসী
সারা তল্লাটেও নাই।
আমি উন্মাদ হতে চাই
আমি পাগল হতে চাই
মূর্খ মনে আবেগ-মায়া
খুন করতে চাই,
আমি চিৎকার করতে চাই
আমি নিরবে হারাতে চাই
বিবেক নামের অভিশাপ থেকে
মুক্তি পেতে চাই।
ধীরে ধীরে হেটে চলেছি
কষ্ট নদীর কূল,
বাস্তবতার ব্যাস্ত পাতায়
জীবন মানেই ভুল।
আমি উন্মাদ হতে চাই
আমি পাগল হতে চাই
আঁধার রাতের ঝড়ের ছোঁয়ায়
নিঃস্ব হতে চাই,
আবেগ-বিবেক স্বার্থগুলো
ভুলে যেতে চাই
নিঃস্ব মূর্খ সরলতায় সুখী থাকতে চাই।
©somewhere in net ltd.
১|
৩০ শে জুন, ২০১৬ বিকাল ৩:৪৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর