![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এটা আমার জগত ছিল। ছিলো কিছু পাগলামি আর ছেলেমানুষিতে ভরপুর একটা জায়গা .........সময় বদলে যায় । মানুষ বদলে যায় ... ইচ্ছেদের মৃত্যু হয় ... আমার পাগলামি আর ছেলেমানুষির ও মৃত্যুই হলো।...হয়তো!!! সবাই ভালো থাকুক ...এবার তবে , বিদায় !!
এই শহরেই তুমি বাস করবে, কাজে অকাজে দৌড়োবে এদিক ওদিক
কোথাও আড্ডা দেবে অবসরে, মদ খাবে, তুমুল হৈ চৈ করবে,
রাত ঘুমিয়ে যাবে, তুমি ঘুমোবে না।
ফাঁক পেলে কোনও কোনও সন্ধেয় এ বাড়ি ও বাড়ি খেতে যাবে, খেলতে যাবে,
কে জানে হয়তো খুলতেই যাবে আলগোছে কারও শাড়ি
আমার আঙিনা পেরিয়েই কোনও বাড়িতেই হয়তো।
এ পাড়াতেই হয়তো দু’বেলা হাঁটাহাঁটি করবে, হাতের নাগালেই থাকবে,
হয়তো কখনও জানিয়েও দেবে আমাকে, যে, কাছেই আছো,
কুঁকড়ে যেতে থাকবো, কুচি কুচি করে নিজেকে কাটতে থাকবো
দেখা না হওয়ার যণ্ত্রণায়, তবু বলবো না, এসো। বলবো না,
তোমাকে সুযোগ দেব না বলার যে তোমার সময় নেই, বা ভীষণ ব্যস্ত তুমি ইদানিং
তোমার অপ্রেম থেকে নিজেকে বাঁচাবো আমি।
তোমার সঙ্গে আমার দেখা হবে না।
বছর পেরোবে, তোমার সঙ্গে দেখা হবে না আমার,
দেখা না হতে না হতে ভুলতে থাকবো তোমার সঙ্গে দেখা হওয়াটা ঠিক কেমন ছিল
কী রঙের সার্ট পরতে তুমি, হাসলে তোমাকে ঠিক কেমন দেখাতো,
কথা বলার সময় নখ খুঁটতে, চোখের দিকে নাকি অন্য কোথাও তাকাতে,
পা নাড়তে, ঘন ঘন চেয়ার ছেড়ে উঠতে, জল খেতে কিনা, ভুলতে থাকবো।
দেখা না হতে না হতে ভুলতে থাকবো তুমি ঠিক দেখতে কেমন ছিলে,
তিলগুলো মুখের ঠিক কোথায় কোথায় ছিল, অথবা আদৌ ছিল কিনা।
তোমার চুমু খাওয়াগুলো ঠিক কেমন, জড়িয়ে পেঁচিয়ে চুলে বা বুকে মুখ গোঁজাগুলো
ঠিক কেমন, ভুলতে থাকবো।
অনেকগুলো বছর পেরিয়ে যাবে, তোমার সঙ্গে আমার আর দেখা হবে না।
এক শহরেই, অথচ দেখা হবে না।
পথ ভুলেও কেউ কারও পথের দিকে হাঁটবো না,
আমাদের অসুখ বিসুখ হবে, দেখা হবে না।
কোনও রাস্তার মোড়ে কিংবা পেট্রোল পাম্পে কিংবা মাছের দোকানে, বইমেলায়, রেস্তোরাঁয়, কোথাও দেখা হবে না।
আরও অনেকগুলো বছর পর, ভেবে রেখেছি, যেদিন হুড়মুড় করে
এক ঝাঁক আলো নিয়ে সন্ধে ঢুকতে থাকবে আমার নির্জন ঘরে,
যেদিন বারান্দায় দাঁড়ালে আমার আঁচল উড়িয়ে নিতে থাকবে বুনো বৈশাখি
এক আকাশ চাঁদের সঙ্গে কথা বলবো যে রাতে সারারাত--
তোমাকে মনে মনে বলবোই সেদিন, কী এমন হয় দেখা না হলে,
দেখা না হলে মনে হতো বুঝি বেঁচে থাকা যায় না,
কে বলেছে যায় না, দেখ, দিব্যি যায়!
তোমার সঙ্গে দেখা হয়নি কয়েক হাজার বছর, তাই বলে কি আর বেঁচে ছিলাম না?
দিব্যি ছিলাম!
ভেবেছি বলবো,
তুমি তো আসলে একটা কিছুই-না ধরনের কিছু,
আমার আকাংখা দিয়ে এঁকেছিলাম তোমাকে,
আমার আকাংখা দিয়ে তোমাকে প্রেমিক করেছিলাম,
আমার আকাংখা দিয়ে তোমাকে অপ্রেমিকও করেছি
তোমাকে না দেখে লক্ষ বছরও বেঁচে থাকতে পারি!
অপ্রেমিককে না ছুঁয়ে, অনন্তকাল।
আমাকে একা বলে ভেবো না কখনো, তোমার অপ্রেম আমার সঙ্গে সঙ্গে থাকে।
৩০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১৪
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:
ধন্যবাদ!
তসলিমা নাসরিন খুব একটা খারাপ মনে হয় না লেখে!! কি বলেন!
আমার খুবই প্রিয় একটা কবিতা এটা!
পাঠে ধন্যবাদ...
ওয়ালাইকুমআসসালাম!
২| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৮
আদনান শাহ্িরয়ার বলেছেন: বাহ !
৩০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১৫
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: দারুণ কবিতাটা তাই না!
৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৮
বেলা শেষে বলেছেন: Salam, ofcourse you are a very good writer. Excuse me- let me to put difference kinds of Poem in your Blog, even not from me:::
[3:16]
যারা বলে, হে আমাদের পালনকর্তা, আমরা ঈমান এনেছি, কাজেই আমাদের গোনাহ ক্ষমা করে দাও আর আমাদেরকে দোযখের আযাব থেকে রক্ষা কর।
তারা ধৈর্য্যধারণকারী, সত্যবাদী, নির্দেশ সম্পাদনকারী, সৎপথে ব্যয়কারী এবং শেষরাতে ক্ষমা প্রার্থনাকারী।
৩১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১৪
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:
ধন্যবাদ ভাই!!
আপনার আয়াতটা লেখার উদ্দেশ্য যদিও আমি পরিস্কার নই ...তাও বলছি, ব্যাক্তিগতভাবে আমি তসলিমা নাসরিন কে ঘেন্না করি তাঁর উগ্র চিন্তাভাবনার জন্য! কিন্তু তার কিছু লেখা সত্যি প্রশংসার যোগ্য...আর এইখানে আমি ব্যাক্তিগত তসলিমা কে দেখি না ...
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য!
ভালো থাকুন
৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: উনার লেখাটা বর্শার ফলার মতো।
২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫১
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: আমার ভীষণ ভালোলাগা আছে ওনার লেখায়!
৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৫৩
রুদ্র জাহেদ বলেছেন: কবিতাগুলো দারুণ...
২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫২
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:
হুম!
৬| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:০০
ইমরাজ কবির মুন বলেছেন:
eita kake onLine e dekhLam!
১৩ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৪
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:
৭| ১৪ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৮
ইমরাজ কবির মুন বলেছেন:
fried rice mane muri hoy kemne?
১৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৬
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: অপ্রাসাঙ্গিক মন্তব্য!!
ভাজা চাল মানে মুড়ি নাতো কি !!
৮| ১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৩
ইমরাজ কবির মুন বলেছেন:
kotto buddhi
১৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫২
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:
৯| ১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৮
ইমরাজ কবির মুন বলেছেন:
আবার নাই হয়ে গেসে
২০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৭
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:
ইয়ে দুনিয়া পিত্তল দি ! থাইকা কি হবে মুন বাবু !!
১০| ২০ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৯
ইমরাজ কবির মুন বলেছেন:
dekhLe ittu vaLLage ar ki (heart venge gura gura hoye jaoar emo)
২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৯
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:
১১| ২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৮
আরণ্যক রাখাল বলেছেন: চমৎকার
২৩ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪২
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:
১২| ২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩০
ইমরাজ কবির মুন বলেছেন:
dekhtesi eeee
২৩ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৩
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:
হইসে পিচ্চি!
আর কত!
১৩| ২৩ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০২
ইমরাজ কবির মুন বলেছেন:
jotooo para jaaaaay
vaLLage etto
২৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০০
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:
১৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৪
বিজন রয় বলেছেন: নতুন লেখা দিন।
©somewhere in net ltd.
১|
৩০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩৯
বেলা শেষে বলেছেন: good poem, good writing, good explaination, good self-diffence. we may learn something.Respect & Salam to you.