![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবার মত গল্প কবিতা দিয়েই লেখালেখির শুরু, মুলত লোক সাহিত্যের বিষয়ক লেখা লিখে আমাদের লোকসাহিত্যের জন্য করতে চেয়েছি। বেশকিছু লেখা রয়েছে এই বিষয়ে। তবে সবচে বেশী প্রসার ঘটেছে ই কমার্স বিষয়ক লেখাগুলো। তবে দেশ সমাজ ও রাস্ট্র নিয়ে ইতিবাচক ও গঠনমূলক কিছু লিখতে চাই।
কবিতা
পুরুষালী
জাহাঙ্গীর আলম শোভন শোভন
একটা আমি জেগে থাকি জ্যোৎ স্না মাথা রাতে
একটা আমার সখ্যতা বদ হাওয়ার সাথে
এই আমি আজ শান্তি খুঁজি মেঘের শুভ্রতায়
এই আমি কাল বিনোদিত নিরব নগ্নতায়
সেই আমাকে খুঁজি আমি আমার মাঝে রোজ
তোমার মাঝে আমায় পেলে একটু দিও খোঁজ
আমার হাতে তরবারী, তবু প্রেমেরী গান গাই।
আমিই গড়ি মহাপ্রাচীর তাজমহল পিরামিড
যুদ্ধের দামামা বাজাই হরণ করি নিদ
আমার প্রেমে সিক্ত বধূ জননী কন্যা
আমার জন্য বহু অভাগীর চোখ জলে বন্যায়
এই আমিটা পিতা ভ্রাতা বন্ধু সোয়ামী
এই আমিটা ধারন করি পৌরষিক গোড়ামী
তবু আমি লালন করি শুভ দিনের আশা
সেই আশাতে গড়বো বলে সুখে ভরা বাসা
বাসার এক কোণায় রইলো, তোমার জন্য ঠাঁই
©somewhere in net ltd.