![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবার মত গল্প কবিতা দিয়েই লেখালেখির শুরু, মুলত লোক সাহিত্যের বিষয়ক লেখা লিখে আমাদের লোকসাহিত্যের জন্য করতে চেয়েছি। বেশকিছু লেখা রয়েছে এই বিষয়ে। তবে সবচে বেশী প্রসার ঘটেছে ই কমার্স বিষয়ক লেখাগুলো। তবে দেশ সমাজ ও রাস্ট্র নিয়ে ইতিবাচক ও গঠনমূলক কিছু লিখতে চাই।
ভালো থাকিস
জাহাঙ্গীর শোভন
থাকলে আজো দূরে
ডাকলে শুধু সুরে
সুন্দর নিয়ে রোজ
স্বপ্ন কর খোঁজ।
জেগে ওঠ আজি
রাখতে জীবন বাজি
কালকে হলে ভোর
সুখগুলো যে তোর।
দিসনা কেন দোলা
হৃদয় দুয়ার খোলা
ভালো থাকিস আরো
বউ হয়ে কারো।
জীবন গড়িস নিজে
সুখে ভিজে ভিজে
স্বপ্নকে দিস ছুঁয়ে
একটুখানি নুয়ে।
সফল হবি তুই
ফুটবে চামেলী জুই
রাখবে আমায় মনে
সনের পরে সনে
বুঝতি পারিস হিয়া
দরদ টুকু দিয়া।
আসিস বাতায়নে
জেগে থাকবে ক্ষণে
পায়ে দেব মল
হাসবি জলমল।
ঝরবে তখন আলো
আমার লাগবে ভালো।
ভালো লাগলে আমার
পাড়ি দেবো আবার
পাহাড় মরুভূমি
বন, প্রান্তর জমি।
বিক্রি হব পাছে
ভালোবাসার কাছে
কিনতো যদি হয়
করো না নয় ছয়।
দিতে পারলে দাম
তোর সাথে চললাম
যত্নে রাখিস তুলে
যাসনি কোথায় ভুলে।
ফুটবো তোর চোখে
রোজ দেখবো তোকে
আজ তবে থাক খুশি
ওরে আমার পুষি।
©somewhere in net ltd.