নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চেতনার জাগরণ নতুন দিনের বিষ্ফোরণ। আমরা গড়ব নতুন ভূবন, নতুন আশা মনে। এই কথাটির প্রতিধ্বনী বাজুক জনে জনে।

সবার মত গল্প কবিতা দিয়েই লেখালেখির শুরু, মুলত লোক সাহিত্যের বিষয়ক লেখা লিখে আমাদের লোকসাহিত্যের জন্য করতে চেয়েছি। বেশকিছু লেখা রয়েছে এই বিষয়ে। তবে সবচে বেশী প্রসার ঘটেছে ই কমার্স বিষয়ক লেখাগুলো। তবে দেশ সমাজ ও রাস্ট্র নিয়ে ইতিবাচক ও গঠনমূলক কিছু লিখতে চাই।

› বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশে টুরিজম স্পটগুলোর ভেতরের কিছু গল্প আছে

০৫ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৩১

বাংলাদেশে টুরিজম স্পটগুলোর ভেতরের কিছু গল্প আছে
আসুন গল্পগুলো বদলে দিই।
জাহাঙ্গীর আলম শোভন

১. জাতীয় সংসদ ভবন টুরিস্টদের জন্য উনুক্ত নয়
২. জাতীয় স্মৃতি সৌৈধ বছরের অন্যসময় অবহেলায় থাকে।
৩. গাজীপুর শালবনে মাদকচক্রের আখড়া
৪, কক্সবাজারে সরকারী উন্নয়নমূলক কাজ নেই, যা হচ্ছে বেসরকারী খাতে
৫. চট্টগ্রাম শহর কতৃপক্ষের কোন টুরিজম ডেভেলপমেন্ট উদ্যোগ নেই।
৬. রাজশাহিী বরেন্দ্র জাদুঘরের দীর্ঘদিন নতুন কোন সংযোজন নেই।
৭. চট্টগ্রাম জাতিতাত্বিক যাদুঘরের কথা অনেকেই জানে না।
৮. কুমিল্লায় এখনো ভালোমানের মোটেল নেই।
৯. সিলেটে বিভিন্ন টুরিস্ট স্পট একসাথে ঘোরা যায় এমন কোন প্যাকেজ নেই।
১০. নেত্রকোনা হাওড়ে পর্টক আকষণের উদ্যোগ নেই।
১১. সুন্দরবনে ভ্রমনে নিরাপত্তাহীনতার কথা শোনা যায়
১২. নিঝুমদ্বীপে থাকার ব্যবস্থা অপ্রতুল
১৩. চট্গাম নোয়াখালীরে দ্বীপগুলোতে জলদস্যুর ভয় আছে।
১৪. বান্দরবানে ঝর্ণাদেখার রাস্তাটা এখনো দূর্মগম
১৬. কুয়াকাটা যাওয়ার রাস্তা যাচ্ছেতাই অবস্থা।
১৭. খাগড়াছড়ি গেলে ফেরার জন্যেএখনো বিকেল ৪টার পরে বাস নেঈ।
১৮. বগুড়া মহাস্থানগড়ের জিনিসপত্র চুরি হয়ে যাচ্ছে।
১৯. নরসিংদীর উয়ারী বটেশ্বর এ টুরিজম ফোকাসের কোন আয়োজনই হয়নি।

এগুলো সরকারের কাজ
কিন্তু এজন্য আমাদেরকে জনমত গঠন করতে হবে।
সেজন্য সঙঘবদ্ধ হতে হবে। কারণ দেশটা যে আমাদের।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.