নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চেতনার জাগরণ নতুন দিনের বিষ্ফোরণ। আমরা গড়ব নতুন ভূবন, নতুন আশা মনে। এই কথাটির প্রতিধ্বনী বাজুক জনে জনে।

সবার মত গল্প কবিতা দিয়েই লেখালেখির শুরু, মুলত লোক সাহিত্যের বিষয়ক লেখা লিখে আমাদের লোকসাহিত্যের জন্য করতে চেয়েছি। বেশকিছু লেখা রয়েছে এই বিষয়ে। তবে সবচে বেশী প্রসার ঘটেছে ই কমার্স বিষয়ক লেখাগুলো। তবে দেশ সমাজ ও রাস্ট্র নিয়ে ইতিবাচক ও গঠনমূলক কিছু লিখতে চাই।

› বিস্তারিত পোস্টঃ

ছোট কিছু কবিতা, জাহাঙ্গীর আলম শোভন

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:০১

ছোট কিছু কবিতা
জাহাঙ্গীর আলম শোভন

অবাক কান্ড

কি কান্ড দেখোতো!
এই আমি তোমাকে ভাবছিলাম
অথচ তুমি কবিতা হয়ে এসে পড়েছো।

ভুলে যাও

ভুলে যাও তোমার সামনে দিয়ে দৌড়ে গিয়েছিলো
সাতটা মায়া হরিন। ভুলে যাও তুমি অচীন দেশের
অচেনা রজপুত্তুর। মনে রেখো তুমি কিছুই
রেখো আসনি ভূবনের হিজল তলায়।

কে?

তুমি কি গো প্রেমের দেবী হাত রাখ হাতে,
তোমর সাথেই কাব্য করবো নির্জনে এই রাতে।
শেষে তুমি রুক্ষ হলে সাঙ্গ হলো প্রেম লীলা,
হাসি খুশি জীবন দিয়ে দু:খের জীবন তাই দিলা।

প্রশ্ন
আমি কে ভাই? তুমি কে ভাই?
জিজ্ঞাসী জনে জনে,
কোথায় এলাম? কোথায় যাব? হাজার প্রশ্ন মনে।
যায়নি পাওয়া জবাব কিছুর সীমিত জীবনে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.