নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চেতনার জাগরণ নতুন দিনের বিষ্ফোরণ। আমরা গড়ব নতুন ভূবন, নতুন আশা মনে। এই কথাটির প্রতিধ্বনী বাজুক জনে জনে।

সবার মত গল্প কবিতা দিয়েই লেখালেখির শুরু, মুলত লোক সাহিত্যের বিষয়ক লেখা লিখে আমাদের লোকসাহিত্যের জন্য করতে চেয়েছি। বেশকিছু লেখা রয়েছে এই বিষয়ে। তবে সবচে বেশী প্রসার ঘটেছে ই কমার্স বিষয়ক লেখাগুলো। তবে দেশ সমাজ ও রাস্ট্র নিয়ে ইতিবাচক ও গঠনমূলক কিছু লিখতে চাই।

› বিস্তারিত পোস্টঃ

প্রথম দিকের ইসলামগ্রহণকারী সাহাবীগণ

১৩ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৪

ইসলামের অগ্রপথিক : প্রথম দিকের ইসলামগ্রহণকারী সাহাবীগণ
সংকলনে : জাহাঙ্গীর আলম শোভন

১. রসূলের সহধর্মিনী উম্মুল মোমেনীন খাদিজা বিনতে খোয়াইলেদ।
২. খাদিজার মুক্ত করা দাস যায়দ ইবনে সাবেত ইবনে শোরাহৎবিল কালবী।
৩. প্রিয় নবী (সা.)-এর চাচাতো ভাই হযরত আলী ইবনে আবু তালেব।
৪. হিজরতকালে তাঁর গুহার সাথী ঘনিষ্ঠ সুহৃদ হযরত আবু বকর সিদ্দিক (রা.)।
৫. হযরত ওসমান (রা.)।
৬. হযরত যোবায়র (রা.)।
৭. হযরত আবদুর রহমান ইবনে আওফ (রা.)।
৮. হযরত সাদ ইবনে আবু ওয়াক্কাস (রা.)।
৯. হযরত তালহা ইবনে ওবায়দুল্লাহ (রা.)।
১০. হযরত বেলাল হাবশী (রা.)।
১১. হযরত আবু ওবায়দা আমের ইবনে জাররাহ
১২. আবু সালামা ইবনে আবদুল আসাদ।
১৩. আরকাম ইবনে আবুল আরকাম।
১৪. ওসমান ইবনে মাযঊন।
১৫. কোদামা ইবনে মাযঊন।
১৬. আবদুল্লাহ ইবনে মাযঊন।
১৭. ওবায়দা ইবনে হারেস।
১৮. মোত্তালেব ইবনে আবদে মানাফ।
১৯. সাঈদ ইবনে যায়দ।
২০. ওমরের বোন ফাতেমা বিনতে খাত্তাব।
২১. ওমর ইবনুল খাত্তাব
২২. আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.)।
২৩. মোকাতেল ইবনে সোলায়মান।
২৪. হারেস ইবনে ওসামা (রা.)।
২৫. হযরত যায়েদ ইবনে হারেসা (রা.)।
২৬. বারা ইবনে আযেব।
২৭. আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.)।
২৮। খাত্তাব ইবনে আরাত।
[ঐতিহাসিকরা প্রথম দিকের সাহাবীদের সংখ্যা চল্লিশের বেশী বলেছেন।]

সূত্র: আর রাহীকুল মাখতুম ও অন্যান্য সীরাতগ্রন্থ।


মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০৪

ক্যান্সারযোদ্ধা বলেছেন: ধন্যবাদ।

২| ১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:০৫

রাজীব বলেছেন: ওমর (রাঃ)-এর নাম আসেনি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.