![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসাধারণ সৌর আলোর ভিড়ে, বেঁচে থাকা... অতি সাধারন কেউ
কি মিয়া পাজলামি পাইসেন নাকি !!! যা খুশি বলবেন !!!
কেন ঐ যে ওরা, সেই ইন্টার রেসাল্ট এর পর থেকে... কোশ্চেন এর জন্যে কতো পরিশ্রম করসে !!!
কতো পয়সা-কড়ি ঢালসে...
even, পরীক্ষার দিন সকালে কোশ্চেন এর উত্তর মুখস্ত করে, পরীক্ষার হল পর্যন্ত মনে রাখা কি কম পরিশ্রম এর কাজ !!! এই চেষ্টার কি কোনো দাম নাই !!!
হ্যা ইহারাই প্রকৃত মেধাবী, ডাক্তার হওয়ার যোগ্য...
এমনেই কুরবান ঈদের দিন ঢাকা শহরে কসাই সঙ্কট !!!
At least আগামী কয়েকবছর পর কিছু শিক্ষিত কসাই কিন্তু পাওয়া যাইতেসে !!! আসলেই মন্ত্রি মহদয়, ঢাকাই মানুষের কথা এত্ত ভাবে কেমনে !!!!
আর যেগুলা কোশ্চেন নেয় নাই... ওরা unsmart, ক্ষ্যাত, আতেল ...
দুর্নীতির বহুমাত্রিক শিল্পকর্ম বোঝার সাধ্য এদের নাই... যা নির্বোধের দল, মারা খা... মেধা ধুইয়া কি পানি খাবি !!!
জানিসনা হাদারাম !!! এদেশে বাঁচতে মেধা লাগে নাহ, কিছু অদ্ভুত শিল্পকর্মের কৌশল শিখলেই চলে….
(খানিকটা সংগৃহীত)
২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩৮
মেঘ বিহারী বলেছেন: দাড়াতে তো ইচ্ছা করে.... ইচ্ছে করে নোংরামি ধুয়ে, সমাজটা আবার বদলাতে ...যেখানে কিছু মানুষ থাকবে আসল মানুষের মতো.... কিন্তু আমাদের বেশীরভাগই নিজেকে নিয়ে খুব ব্যস্ত ...
২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৯
আমি আবুলের বাপ বলেছেন: এই গুলা সব কোপা সামসু টাইপের ডাক্তার হবে।
৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩০
অগ্নিবীণা! বলেছেন: গোপালগঞ্জের আত্মিয় হইলেও চইলবো বাজান!
©somewhere in net ltd.
১|
২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৮
দরবেশমুসাফির বলেছেন: জানিসনা হাদারাম !!! এদেশে বাঁচতে মেধা লাগে নাহ, কিছু অদ্ভুত শিল্পকর্মের কৌশল শিখলেই চল
এই কথা বলে দায়িত্ব শেষ করলে এই অবস্থার পরিবর্তন কোনদিন হবে না। সবাই একযোগে এই ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়ালেই পরিবর্তন আসবে।আমরা তো এই অবস্থার পরিবর্তনই চাই নাকি??