নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেঘেরদেশ

আমার মাঝে আলো আধার । তোমার মত করে খুজে নাও.। :)

মেঘেরদেশ › বিস্তারিত পোস্টঃ

প্রথম আলোর মস্ত বড় ভুল !

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৪

প্রথম আলোর মস্ত বড় ভুল। সোহেল রানা নামে আরেক নেতার ছবি দিয়ে আজকে প্রথম আলো তে নিউজ এসেছে, আসল সোহেল রানার ছবি নিজের লিঙ্ক এ দেখুন। ছবিটা অন্য সোহেল রানার,যিনি আবার আরেক আওয়ামীলীগ নেতা। ঊনার জীবন এখন হুমকি তে। আসল সোহেল রানা গ্রেফতার হল কিনা সেদিকে খেয়াল রাখা দরকার।টাকা দিয়ে অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে বেচে যেতে পারে না। প্রত্যেক্টা দোষী ব্যক্তির ফাসি দেয়া হোক।যারা দায়িত্বে অবহেলা করেছে সবাই কে। একটা উদাহরন তৈরী করা হোক Click This Link



অন্য সোহেল রানা









আসল সোহেল রানার ছবি নিচে

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৮

রানার ব্লগ বলেছেন: রানা প্লাজা আরেকটি দূর্ঘটনার মুখোমুখি।
ভবনটির যেটুকু অংশ দঁড়িয়ে আছে তা বার বার কেঁপে কেঁপে উঠছে। উদ্ধারকর্মীরা সে ঝুকি নিয়েই কাজ করছে। এবং এটি যদি ভেঙ্গে পড়ে তবে যারা এখনো ধ্বংস স্তুপের নিচে বেঁচে আছে তাদের আর রক্ষা করা যাবে না। মারা পড়বেন অনেক উদ্ধারকর্মীও।

সরকার, সেনাবাহিনী, ডেভেলপার ফার্ম, সিভিল ইঞ্জিনিয়ারিং ফার্ম, বুয়েট বা যারা যারা এই নিয়ে লজিস্টিক্স দিতে পারেন দয়া করে কিছু একটা করুন।

ভাই, মানুষের জীবন নিয়ে কথা হচ্ছে। এটা আপনাদের মুনাফার সময় না, রাজনীতির সময় না, আমলাতান্ত্রীকতার সময় না, পলিসি এ প্রশ্ন তোলার সময় না।

দয়া করে এমন ক্যাওটিক পরিস্থিতিতে উদ্ধারকাজ না করে একটা সমন্বয় আনুন।
এখনো অনেক প্রাণ বাঁচানো সম্ভব।
কেউ দায়ত্ব নিন। আল্লাহর দোহাই লাগে।

২| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৮

রানার ব্লগ বলেছেন: রানা প্লাজা আরেকটি দূর্ঘটনার মুখোমুখি।
ভবনটির যেটুকু অংশ দঁড়িয়ে আছে তা বার বার কেঁপে কেঁপে উঠছে। উদ্ধারকর্মীরা সে ঝুকি নিয়েই কাজ করছে। এবং এটি যদি ভেঙ্গে পড়ে তবে যারা এখনো ধ্বংস স্তুপের নিচে বেঁচে আছে তাদের আর রক্ষা করা যাবে না। মারা পড়বেন অনেক উদ্ধারকর্মীও।

সরকার, সেনাবাহিনী, ডেভেলপার ফার্ম, সিভিল ইঞ্জিনিয়ারিং ফার্ম, বুয়েট বা যারা যারা এই নিয়ে লজিস্টিক্স দিতে পারেন দয়া করে কিছু একটা করুন।

ভাই, মানুষের জীবন নিয়ে কথা হচ্ছে। এটা আপনাদের মুনাফার সময় না, রাজনীতির সময় না, আমলাতান্ত্রীকতার সময় না, পলিসি এ প্রশ্ন তোলার সময় না।

দয়া করে এমন ক্যাওটিক পরিস্থিতিতে উদ্ধারকাজ না করে একটা সমন্বয় আনুন।
এখনো অনেক প্রাণ বাঁচানো সম্ভব।
কেউ দায়ত্ব নিন। আল্লাহর দোহাই লাগে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.