![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিটি আলোর কেন্দ্রবিন্দুর পিছনে
থাকে নিকষ অন্ধকার
প্রতিটি হাসিমুখের পিছনে থাকে
বিষাদ মাখা চোখ
যতই বলনা তুমি নতুন জগতে
অনেক সুখী আজ তুমি
তবু চাই তোমার মিথ্যেরই জয় হোক
বলেছ, আমি অতীত তোমার
চাওনা রাখতে ধরে আর কিছু
তুমি ছিলে সব, আছ সবই হয়ে
আমরন রব তোমারি পিছু
ভুলতে চাইনা হবেওনা ভোলা
না হয় হারাব কোন দূর দেশে
তোমার সাথেই রব আজীবন
গাছের পাতা অথবা মেঘের বেশে
২| ১৭ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:২১
অজ্ঞ বালক বলেছেন: ছন্দে ছন্দে হইলে মনে হয় আরো ভালো লাগতো। বিরহাত্মক কবিতাতো তাই কইলাম। সুন্দর হইসে।
৩| ১৭ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৩৯
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
©somewhere in net ltd.
১|
১৭ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৩:১২
মাহমুদুর রহমান বলেছেন: ভালো কবিতা।