নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ヽヽ `` `、ヽ、、ヽ、``、ヽমেঘ、、ヽ、ヽ、、ヽ`অপরাজিতা `、ヽ、、্তুমিヽ、``、 আকাশヽヽ、`` ヽ、ヽ、`` ヽ、` `、ヽ্、ヽ``、ヽদেবদারু、、ヽ、` চা、

মেঘলামানুষ

মেঘলামানুষ › বিস্তারিত পোস্টঃ

অমিত উপাখ্যান

১৮ ই এপ্রিল, ২০১৯ সকাল ১০:৩৮

কেতকী আজি সহিতে না পারে
যে আপন ছিল হইবে বর
ভুলিয়াছে সবি যা ছিল কথা
হইয়াছে আজি সে পর
দূর গাঁয়ে এসে স্বজন খুঁজিয়া
বসাইল দেবী মনে
সাতটি বছর কেতকী ভেবেছে
সে ই শুধু মন কোনে

লাবন্য ভেবেছে ঢেউ কি করে আজ
মরিয়া বাঁধিতে ঘর
না জানি চমক কাটিলে তাহাকে
করিবে সহসা পর
মন যদিও দিয়াছিল তারে
স্বপন জাগিল আবার
কেতকী কাহন বুঝিয়া দেবী
খুঁজিল সে পথ যাবার
ভালবাসাটুকু থাকুক বাঁচিয়া
নাহয় হল সে ঘর
তবু জানিব সখা তুমি ছিলে
করনি কখনো পর


তরঙ্গসম অমিত ছিল
নারীকুল প্রত্যাশা
লাবন্য রুপে দেবী দেখিয়া
পাইল অমিত ভাষা
যত দেখে তাকে নিবিড় করে
ততো বেশী লাগে ভালো
বন্যা হয়ে ভাসাইলে তারে
হইলে মনেরই আলো
ভালো যদি তুমি এতই বাস
ছেড়ে গেলে কেন মিতা
কেতকী না হয় অতীত তোমার
লাবন্য ছিল যে সীতা

শোভন লালের ভালোবাসা ছিল
নিষ্পাপ এক চারা
স্বীকৃতি ছিলনা তবু যে ছিল
ভালোবাসা দিশেহারা
কেন যে ফিরাল ভালবাসা তার
তা ছিল কি দেবীর ভুল?
কি অপরাধ ছিল মোর বল
ভাবিয়া না পাই কূল

(dedicated for iron lady bondhu)

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১২:০৬

মাহমুদুর রহমান বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

২| ১৮ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৩৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: স্নিগ্ধতা!!

৩| ১৮ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৪৩

করুণাধারা বলেছেন: এই কবিতা লেখার পিছনের গল্পটা জানা থাকলে ভালো হতো। মনে হচ্ছে কাউকে উদ্দেশ্য করে লেখা!!

যাই কারণ হোক, বহুদিন পরে অমিট্রে, কেটি, সিসিকে মনে পড়ে গেল..........

১৮ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:০০

মেঘলামানুষ বলেছেন: বিচক্ষণ। আপনি ছাড়া কেউ টের পায়নি।

৪| ১৯ শে এপ্রিল, ২০১৯ সকাল ১১:২৩

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.