নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ヽヽ `` `、ヽ、、ヽ、``、ヽমেঘ、、ヽ、ヽ、、ヽ`অপরাজিতা `、ヽ、、্তুমিヽ、``、 আকাশヽヽ、`` ヽ、ヽ、`` ヽ、` `、ヽ্、ヽ``、ヽদেবদারু、、ヽ、` চা、

মেঘলামানুষ

মেঘলামানুষ › বিস্তারিত পোস্টঃ

আমি

২২ শে ডিসেম্বর, ২০২০ রাত ৮:০৪

আমি বিচ্ছিন্ন শহর
আমাকে দেখতে হলে তোমায় পারি দিতে হবে দু ঘণ্টার ভাঙ্গা রাস্তা।
ধুলোময় শহরের মাঝে আসতে হবে অনেকটা পথ।
আমি এই শহরেরই অন্য প্রান্তের শহরের মাঝে শহর,
আমায় পেতে হলে তোমায় ছাড়তে হবে অট্টালিকা।
হ্যা আমি সেই মানুষ যে কিনা শুধু তোমার জন্য
কোপেনহেগেনের স্বাধীনচেতা জীবন ছাড়তে এক বিন্দু পিছপা হয়নি।
আমি সেই মানুষ যে কিনা শুধু তোমায় নিয়ে ভালো থাকবো ভেবে
সব সম্বল টুকুও ঢেলে দিয়েছিল কিচ্ছু না ভেবে।
আমি সেই মানুষ যে কিনা সকাল ৭ টা থেকে রাত ১২ টা অবধি কাজ করেও
ক্লান্ত হইনা পরিবারের মুখে হাসি ধরে রাখতে।
আমার এই এলোমেলো চুল, ময়লা জুতো দেখে খুব অবাক লাগেনা?
স্কুরিগান থেকে ইকো ব্র্যান্ড এর ৩২ হাজার টাকার জুতো যার পায়ে শোভা পেতো,
আজকে ৭০০ টাকার বাটা পরেও কি শান্ত মুখে ছুটে বেড়াচ্ছে গোটা শহর।
জীবনের এক একটা ধাক্কা মানুষ কে একটু বেশি কিছু শিখিয়ে যায়।
তোমার আগমনিতে শিখেছিলাম ভালোবাসা,
তোমার প্রস্থান শিখিয়েছে কাউকে পুরোটা দিতে নেই,
অভাব শিখিয়েছে প্রতিটা অন্ন আল্লাহর নিয়ামত।
Marrriot থেকে শুরু করে রাস্তায় দাড়িয়ে সিঙ্গারা খাওয়া মানুষ
বোধহয় তোমার কাছেই আসতে পারে কিন্তু ধরে রাখতে পারেনা।
ভালোবাসো? কেনো বলতো।
ভালোবাসি বলাটা খুব সহজ, কিন্তু ধারণ করা ততটাই কঠিন।
সারাদিন তুমি ফোন দিয়ে ভাসিয়ে দেওয়া ভালোবাসা আমায় স্পর্শ করেনা।
তোমার মুখের শ্রাবস্তীর কারুকার্য ও আমায় কখনো স্পর্শ করেনি বা করবেও না।
তবু আমায় যদি দেখতে চাও এসো আমার শহরে
যেখানে এলোমেলো, পাগলাটে মানুষ এখনও ঘুরে বেড়ায়,
হয়তো কালেভদ্রে গুনগুন করে, ট্যাব বা ফোন এর চেয়ে বই এ মন দিতে ভালোবাসে,
হ্যা আমিই সেই।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২২ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:৫৭

রাজীব নুর বলেছেন: বড্ড অগোছালো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.