নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ヽヽ `` `、ヽ、、ヽ、``、ヽমেঘ、、ヽ、ヽ、、ヽ`অপরাজিতা `、ヽ、、্তুমিヽ、``、 আকাশヽヽ、`` ヽ、ヽ、`` ヽ、` `、ヽ্、ヽ``、ヽদেবদারু、、ヽ、` চা、

মেঘলামানুষ

মেঘলামানুষ › বিস্তারিত পোস্টঃ

নীলাঞ্জনা

২০ শে মার্চ, ২০২২ ভোর ৬:১৯



বুঝলে নীলাঞ্জনা
জীবনের মায়ার বাঁধনের চেয়েও
কঠিন বাঁধন হচ্ছে ভালোবাসার বাঁধন।
আমি আমার মৃত্যুকে উপেক্ষা করতে পারিনি।
সব কিছুর পরেও নিয়ম করেই বার বার তোমার সন্ধানে নতজানু হয়েছি।
বুকের চাপা কষ্ট বরাবর-ই খুব বেশী ভারি মনে হয়েছিলো,
বেঁচে থাকার ব্যস্ততায় নির্দয়ের মতই ভুলে ছিলাম নিজেকে।
এখনো হঠাৎ মনে পড়তেই ভালবেসে চোখ বন্ধ করে জড়িয়ে ধরি তোমায়।
কারন ওই একটা নীড়ে আমি আমার মৃত্যু কামনা করি।
চাওয়া পাওয়ার অসম ব্যবধান যখন বিষিয়ে তুলে, আজ আমি ছন্নছাড়া।
মন ভেঙ্গেছে যতবার ঠিক ততবার আমি ভেঙ্গেছি নিজেকে
লাভ ক্ষতির অঙ্কটা এখানে খুব বেশী ভাবাতে পারেনি,
তারপর মনের কৌটায় তোমায় রেখে দিলাম যতনে,
যেদিন থেকে একটু করে মন খারাপের গল্প গুলোর হিসাব নিয়ে বসলাম
আজ পর্যন্ত একটাও হিসেব মেলাতে পারলাম না,
অসহায়ত্তের কাছে অজান্তেই বিলিয়ে দিলাম নিজেকে,
সেদিনও ক্ষতির পাল্লা ছিল ভারী আর লাভের পাল্লা শুন্য-
সেই নিয়েই অদ্যবধি আছি।
আর বিদায়ের খুব কাছাকাছি।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০২২ সকাল ১০:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: নতুন করে স্বপ্ন দেখুন
নতুন করে বাঁচুন,
নিজের সুখে নিজের মত
পুচ্ছ তুলে নাচুন।

সুন্দর হয়েছে

২| ২০ শে মার্চ, ২০২২ সকাল ১১:১৫

ফয়সাল রকি বলেছেন: বিদায়ের কাছাকাছি থেকে ফিরে আসুন।
নীলাঞ্জনাদের জন্য সমবেদনা!

৩| ২০ শে মার্চ, ২০২২ দুপুর ১২:৩৬

ইন্দ্রনীলা বলেছেন: ভালোবাসার বাঁধন কখনই ছেড়া যায় না আসলে।
যদি সেটা সত্যিকারের ভালোবাসা হয় আর সেটা মনে হয় জীবনে একবারই আসে।

তার কাছাকাছি আর কেউ কখনও আসতে পারে না।

৪| ২০ শে মার্চ, ২০২২ দুপুর ১:৪৪

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।
বাংলাদেশে কবিতা লিখে ফয়দা নাই।

৫| ২০ শে মার্চ, ২০২২ দুপুর ২:৩২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ছ্যাকা খাওয়ার কবিতা মনে হচ্ছে। তবে লিখতে থাকুন অনবরত।

৬| ০৩ রা মে, ২০২২ দুপুর ১২:১২

বিজন রয় বলেছেন: কেমন আছেন?

অনেক ভাল কবিতা।

শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.