![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বপ্ন দেখে বেড়ানো মানুষ। স্বপ্ন আর বাস্তবের ভেতর পার্থক্য করাই হয়ে পড়ে অনেক সময় কঠিন। আমার একটি প্রিয় স্বপ্ন হলো, একদিন বাংলাদেশের বেশিরভাগ মানুষ ভাল চিন্তা করতে শুরু করবে। দুর্নীতি শব্দটি আশ্রয় নেবে শুধু ডিকশনারীর পাতায়। সাংসদ/মন্ত্রীগন তাঁদের শপথভঙ্গকে মনে করবেন আত্মহত্যা। কি মনে হয়, পুরন হবে আমার এ স্বপ্ন? হতেই হবে, আমি যে স্বপ্নের কারিগর!
দরজার ওপাশে পড়েছে সেই পরিচিত ছায়া
দেখেও দেখা হয়না; অথচ কী অদ্ভুত মায়া!
একজোড়া চোখ আর অপেক্ষমান দৃষ্টি
বাইরে তখন কালো মেঘের জটিল বৃষ্টি!
আমি ঠিক তেমনি আছি সেই মেঘের মত
যখন তুমি চাইতে বৃষ্টি, দিতাম কতশত!
আমার মত তুমিও যে ওড়াতে রঙ্গিন ঘুড়ি,
উদাস মনে আঁকতে কাব্য ছিলনাকো জুড়ি।
এখন আমার আকাশটা যে নীলে নীলে ঠাসা
সব পেয়েছির মাঝেই যেন সবুজ ভালোবাসা।
১২ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৫২
মেঘরোদ্দুর বলেছেন: অত সহজে হতাশ হবার মানুষ আমি নই। চারপাশে অনেক অন্ধকার। এরমাঝেও আলোর হাতছানি টের পা্ই। একেই বোধকরি বাঁচার সাধ বলে। জীবনটাকে ভালোবাসি বেশী তাই এক নিমিষেই উড়িয়ে দেই হতাশার সব ফানুষ।
২| ১২ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৩৭
পক্তিমালা বলেছেন: "আমি ঠিক তেমনি আছি সেই মেঘের মত
যখন তুমি চাইতে বৃষ্টি, দিতাম কতশত!"-------অসাধারন।
১২ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৪৯
মেঘরোদ্দুর বলেছেন: ভাল লাগছে বেশ। সময়টা ক্ষাণিকটা হলেও কাজে লেগেছে এমনই বোধ হচ্ছে।
৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৪৯
অনাহূত বলেছেন:
এখন আমার আকাশটা যে নীলে নীলে ঠাসা
সব পেয়েছির মাঝেই যেন সবুজ ভালোবাসা।
কবিতা ভাল লাগল। সুখপাঠ্য।
১২ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৪৮
মেঘরোদ্দুর বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:৫২
শিপন মোল্লা বলেছেন: আমি যে কেন আগে আপনার লিখার সাথে পরিচিত হয়নি। অসাধারন আপনার লিখা আমার খুব ভাল লাগলো আপনার আজ দুইটি কবিতা পড়েই, আর অমনিতেই ভক্ত হয়ে গেলাম আপনার । কবিতার রস ছন্দ শব্দ বর্ণনা এক কথায় চমৎকার সংযোজন। পুরা কবিতায়ই মুন্সিয়ার ছাপ ভিশন। আজ থেকে আর মিস করবনা আপনার কোন পোস্ট। কবিতায় ++++++
১২ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৪৭
মেঘরোদ্দুর বলেছেন: এমন একজন পাঠক পেয়ে আমার যেন আনন্দে ডগমগ অবস্থা। এই আনন্দের ভারসাম্য যেন ঠিকঠাক থাকে সেই চেষ্টাই থাকবে অব্যাহত। ভাল থাকুন অনেক বেশী।
৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৩৫
পিয়াস হোসাইন বলেছেন: অনেক ভালো লাগলো।
১৩ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৪৩
মেঘরোদ্দুর বলেছেন: জেনে আমারও ভাল লাগল। ধন্যবাদ আপনাকে।
৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৩৯
সান্তনু অাহেমদ বলেছেন: বাহ! বেশ সুন্দর তো।
খুব ভালো লাগলো।+++
১৪ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:৩৩
মেঘরোদ্দুর বলেছেন: হুটহাট এমন লেখা। ভাল লাগার জন্য ধন্যবাদ। ভাল থাকুন মেলা।
৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:২৩
তুষার কাব্য বলেছেন: "আমি ঠিক তেমনি আছি সেই মেঘের মত
যখন তুমি চাইতে বৃষ্টি, দিতাম কতশত!"-------অসাধারন...........কথামালা
১৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৪৩
মেঘরোদ্দুর বলেছেন: লিখতে খুব ইচ্ছে করে। কিন্তু এসব যে কী বের হয় আমি নিজেও সন্দিহান যে, এগুলোকে ঠিক কাব্য বলা যায় কি না...তবুও দয়া করে একটু পড়লেন। ভাল লাগছে এই ভেবে যে, সময়টা বৃথা যায়নি। অনেক ধন্যবাদ।
৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:১৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ব্লগে কিছুদিন পর পরই অবাক হয়ে যাই- এমন ব্লগারের লেখা আগে পড়া হলো না কী করে! গতকাল সায়েদা সোহেলী'র কবিতা পড়ে এমন মনে হয়েছিল, আজ আপনার এ কবিতাটি পড়ে।
কবিতার শুরুটা দারুণ।
দরজার ওপাশে পড়েছে সেই পরিচিত ছায়া
দেখেও দেখা হয়না; অথচ কী অদ্ভুত মায়া!
একজোড়া চোখ আর অপেক্ষমান দৃষ্টি
বাইরে তখন কালো মেঘের জটিল বৃষ্টি!
আমি ঠিক তেমনি আছি সেই মেঘের মত
যখন তুমি চাইতে বৃষ্টি, দিতাম কতশত!
কোনো আরোপিত শব্দের বাহুল্য নেই, একেবারে সহজাত শব্দগুলো চমৎকার ভাবে একটার পিঠে আরেকটা গিয়ে বসে পড়েছে। মুগ্ধ না হয়ে উপায় নেই। ৫ম পঙ্ক্তি থেকে ছন্দমাত্রার পরিবর্তন দেখা যায়, এটাকে আজকাল দোষ হিসাবে ধরা যায় না। তবে, 'নাকো' শব্দটা যথাসম্ভব এড়িয়ে চলা ভালো। 'যে'র ব্যবহারও সীমিত রাখলে সাবলীলতা বাড়ে। নিচে ৩ লাইনের মধ্যে দু বার 'যে' এসেছেন
আমার মত তুমিও যে ওড়াতে রঙ্গিন ঘুড়ি,
উদাস মনে আঁকতে কাব্য ছিল নাকো জুড়ি।
এখন আমার আকাশটা যে নীলে নীলে ঠাসা
সব পেয়েছির মাঝেই যেন সবুজ ভালোবাসা।
আমার একটু ঠোঁটকাটা স্বভাব আছে। সাদাকে রঙিন কিংবা রঙিনকে রংচটা বলা আমার ধাঁতে নেই, তিনি যে-ই হোন না কেন (আমার সীমিত জ্ঞানের মধ্যে। আমার জানার মধ্যেও অনেক ভুল থাকা স্বাভাবিক, তা মেনে নিয়েই বলি)। আপনার পোস্টে প্রথম মন্তব্য করতে এসে কিছু বেশি কথা বলে ফেললাম। আশা করি মাইন্ড করেন নি।
শুভ কামনা।
১৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৩৮
মেঘরোদ্দুর বলেছেন: সাধেই কি আর আপনার ঘরটাতে সেদিন ঢু দিয়েছিলাম!? আপনার লেখাগুলো পড়ে একরকম মুগ্ধতার জালে জড়িয়েছি। আমার এই ছোট্র ঘরখানায় আপনি এলেন! আবারও মুগ্ধ হলাম মন্তব্যে। ঠোঁটকাটা মানুষ আমার আবার একটু বেশীই পছন্দ। কারণটা হচ্ছে নিজের স্বার্থে। নিজেকে ঠিকঠাক করে নিতে এই বিশিষ্ট(ঠোঁটকাটা) মানুষদের মন্তব্য আমায় অনেক বেশী সহায়তা করতে পারে। অসংখ্য ধন্যবাদ সুন্দর করে, লাইন ধরে ধরে লেখাগুলোকে পড়লেন জেনে। ভাল থাকুন নিরন্তর। আশা করছি এমন করে পরবর্তী মন্তব্যগুলোতেও এর ছোঁয়া পাব।
৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:২০
শহিদুল ইসলাম বলেছেন: চমৎকার !
ছন্দ কবিতা সুখপাঠ্য !
১৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৪৭
মেঘরোদ্দুর বলেছেন: সত্যিই কি সুখপাঠ্য হল! ভাল লাগছে জেনে। শুভকামনা আপনার জন্যে।
১০| ১৬ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:৩৬
জয় রাজ খান বলেছেন: মাত্র ১২ লাইন! আর পড়তে ইচ্ছে করছিল...
অনেক সুন্দর লিখেছেন।।
১৬ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৪৯
মেঘরোদ্দুর বলেছেন: ভাইরে, এই বারো লাইনে এসে আমার কেবলি হাই তুলতে ইচ্ছে করে। আমার কাছে মনে হয় আমি যেন পাহাড়সমান কিছু উঠিয়ে এনেছি। তবুও ভাল, আপনার ইচ্ছে হচ্ছে আরো পড়ার। অনেক ধন্যবাদ আপনাকে।
১১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৫৫
একটু স্বপ্ন বলেছেন:
আমি প্রায় নিশ্চিৎ যে কাব্যখানি লিখার সময় কবিকে বিশেষ ভাবতে বা কষ্ট করতে হয়নি। কাব্যের বিষয়-বস্তু উনার মাথায় জীবন্ত না থাকলে এজাতীয় কাব্য-কথনটি লিখা সম্ভব হতো কিনা আমি সন্দিহান।
সুখপাঠ্য লেখাটি মানুষকে জীবনবাদী হতে আহ্বান জানাবে বলে মনে হয়। জীবনবাদী কবির জীবন থাকুক আলোকোজ্জ্বল।
১৭ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:০৫
মেঘরোদ্দুর বলেছেন: সুন্দর শুভকামনায় উৎসাহের মাত্রা আরো বাড়লো।
১২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:০৭
মিঠেল রোদ বলেছেন: আপনার কবিতা সহজ সরলতায় পরিপূর্ণ।তার চেয়েও ভাল লাগে
কোমল ছন্দের মিল।
১৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:১৪
মেঘরোদ্দুর বলেছেন: সত্যি বলছেন! এমন মন্তব্যে আমার আনন্দ পাওয়ারই কথা এবং তাই পাচ্ছি। ভাল থাকুন অনেক বেশী।
©somewhere in net ltd.
১|
১২ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:১১
বিপ্লব কান্তি বলেছেন: আমি স্বপ্ন দেখে বেড়ানো মানুষ। স্বপ্ন আর বাস্তবের ভেতর পার্থক্য করাই হয়ে পড়ে অনেক সময় কঠিন। আমার একটি প্রিয় স্বপ্ন হলো, একদিন বাংলাদেশের বেশিরভাগ মানুষ ভাল চিন্তা করতে শুরু করবে। দুর্নীতি শব্দটি আশ্রয় নেবে শুধু ডিকশনারীর পাতায়। সাংসদ/মন্ত্রীগন তাঁদের শপথভঙ্গকে মনে করবেন আত্মহত্যা। কি মনে হয়, পুরন হবে আমার এ স্বপ্ন? হতেই হবে, আমি যে স্বপ্নের কারিগর!
আপনার এই স্বপ্নগুলো কখনই সত্য হবে না