![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বপ্ন দেখে বেড়ানো মানুষ। স্বপ্ন আর বাস্তবের ভেতর পার্থক্য করাই হয়ে পড়ে অনেক সময় কঠিন। আমার একটি প্রিয় স্বপ্ন হলো, একদিন বাংলাদেশের বেশিরভাগ মানুষ ভাল চিন্তা করতে শুরু করবে। দুর্নীতি শব্দটি আশ্রয় নেবে শুধু ডিকশনারীর পাতায়। সাংসদ/মন্ত্রীগন তাঁদের শপথভঙ্গকে মনে করবেন আত্মহত্যা। কি মনে হয়, পুরন হবে আমার এ স্বপ্ন? হতেই হবে, আমি যে স্বপ্নের কারিগর!
২রা জানুয়ারী ১৯৭৬ থেকে ২রা জানুয়ারী ২০১৩! এতটা সময় ধরে আমি তোমার সাথে লেগে আছি। সময়গুলো কত দ্রুত যাচ্ছে তাইনা! সেই শুরু থেকেই তো দেখছি তোমায়! যাপিত জীবনটাকে কত সহজ করেই না ভাবো তুমি! তোমার ছিলো দুর্দান্ত এক শৈশব। গ্রামের মেঠোপথ, সবুজ ধানক্ষেত, প্রশস্ত মাঠ, হিজল ফুলে ভরা পুকুরঘাট, কচুরীপানার বেগুনি ফুলের মুগ্ধতা, চৈত্রের দুপুরে বেসামাল বাতাসে ঝরে পড়া শুকনো বাঁশপাতার মর্মর শব্দ, বর্ষার অঝোর ধারা, কালবৈশাখীর তীব্রতা, ঝড়ো হাওয়ার বিপরীতে উল্কার মত ছোটাছুটি, টিনের চালে কাঁচাপাঁকা আম পড়ার শব্দের মাতন, কুয়াশার ভোরে ঝরে পড়া শিউলির শুভ্র উঠোন সহ সবকিছুর সাথেই তোমার নিবিড় সম্পর্ক।
এই যে এতটা বছর পেরিয়ে এসেছো তুমি, তোমার ঘরেও আছে দু'জন শিশু। এখনও যদি অনেক ব্যবধানে পা পড়ে তোমার গ্রামে, তুমি কী ভীষণ আবেগাপ্লুতই না হও! শৈশবের সবকিছুতেই যেনো তোমার সেই স্পর্শ চাই-ই চাই। প্রকৃতির প্রতি তোমার অগাধ ভালোবাসা। নদী-পাহাড়, অরণ্য-সাগর সবটাই তোমাকে তীব্রভাবে টানে। রাতদুপুরে ঝুম বৃষ্টি গায়ে মাখতে চলে যাও ছাদের উপর! ছবি তোলায় জুড়ি নেই তোমার। দিন নেই, রাত নেই শুরু করে দাও তোমার সেই ক্লিক ক্লিক ছন্দের পশরা। মানুষকে অল্পতেই বিশ্বার করার প্রবণতা আছে তোমার। একটু বেশী সরলতা কাজ করে তোমার মাঝে। প্রিয়জনদের ভালোবাসা যেমন পাও, কষ্টও কি কোনো অংশে কম পেয়েছো তুমি! কিছুটা বেহায়াও আছো তুমি। হুটহাট সব ভুলেও যেতে পারো। চোখের জলটা বেশীই গড়ায় তোমার। ঐ জলেই, মলিন কষ্টগুলো ধুয়েমুছে সাফ করে দাও তুমি। রোদেলা দুপুরের মত তুমি যেমন হাসতে পারো ঠিক তেমনি অঝোর শ্রাবণের মত কাঁদতেও পারো। বড়ই অদ্ভুত এই তুমি! তোমার কোনো বিশেষ দিনে (জন্মদিন) নিজের পছন্দের কিছু তুমি নিজেই চেয়ে নাও! যারা তোমায় চেনে তারা হয়তো গাম্ভীর্যের হাসি হাসে আর যাদের চেনার পাল্লাটা কম ভারী তারা হয়তো বলবে-'শুভ হোক এই জন্ম...
শুভ হোক তার প্রতিটা ক্ষণ...
মঙ্গলকার্যে কাটুক সারা জীবন..'
তুমি এতেই খুশি। এমন মানুষটার সাথে এতটা কাল ধরে বসবাস করছি আমি। ভালোলাগা, মন্দলাগা সবরকমের অনুভূতিই ছুঁয়ে যায় আমায়। ভেতরটা আলোড়িত করে ভীষণরকম। যে কথাটা বলার জন্যে এতটা সময় ধরে মনটা আনচান করছে তা হলো- 'শুভ হোক তোমার জন্মদিন', এই একটি বাক্যই তোমার বিবেকের বাক্স থেকে বের হলো। আছি আমি এমনই করে, বাকীটা পথ তোমার সাথে তোমার মত করেই চলতে চাই। শুভ কামনা হে সানজিদা যুঁথী।
০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৯
মেঘরোদ্দুর বলেছেন: উদ্যেক্তার, মৌলভীবাজার ভ্রমণ কি শেষ!
২| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৪
শার্লক বলেছেন: শুভ জন্মদিন।
০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪০
মেঘরোদ্দুর বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৩| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৮
শূন্য পথিক বলেছেন: শুভ জন্মদিন।
০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪১
মেঘরোদ্দুর বলেছেন: ভালো লাগলো বেশ। শুভকামনা রইলো।
৪| ০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৩
মেহেরুন বলেছেন: জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা এবং শুভ নববর্ষ
০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪২
মেঘরোদ্দুর বলেছেন: ধন্যবাদ, আপনার জন্যেও নববর্ষের শুভেচ্ছা রইলো।
৫| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫১
মামুন রশিদ বলেছেন: আপনার লেখা পড়ে প্রান মন ভরে উঠলো আপু । জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আর শুভ কামনা আপনার জন্য ।
ঘর আলো করা লক্ষী আম্মু আনমনা আর দুর্দান্ত বিভোর বাবা'র মা আপনি । সাথে দারুন স্বাপ্নিক মানুষ মোর্শেদ ভাই । সব মিলে একটা সুন্দর একটা চমৎকার স্বপ্নের মেলা, আর সেই স্বপ্নদলের কারিগর হলেন আপনি । আপনাকে ঘিরে বয়ে যাক আনন্দের ফল্গু ধারা । সত্য, সুন্দর আর মঙলময় হয়ে উঠুক আপনার যাপিত জীবন ।
শুভ জন্মদিন ।
০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৫
মেঘরোদ্দুর বলেছেন: এত সুন্দর করে বিশ্লেষণ করলেন ভাই! ভালোলাগা ছুঁয়ে গেল যেন। অনেক অনেক শুভকামনা আপনার জন্যে। এখানে বলা বাহুল্য যে, আপনার পুরো সেট টা (পরিবার) আমার ভীষণ পছন্দ হয়েছে। ভাবীর আন্তরিকতায় আমি মুগ্ধ। পাশাপাশি বাচ্চাগুলোর হাস্যেজ্জ্বল মুখ। সত্যিই দারুণ লেগেছে আমার।
৬| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৫
একটু স্বপ্ন বলেছেন:
মামুনের মন্তব্যটি এমন যাতে মেঘরোদ্দুরের পূরো পরিবারের বিব্রত হওয়ার সুযোগ আছে। বিব্রত অবস্থায় আমার মস্তিস্ক স্বাভাবিক কাজকর্ম ভালভাবে করতে পারেনা, কিন্তু তারপরও মেঘরোদ্দুরের দুটো প্রিয় বৈশিষ্ট জানিয়ে দেই। এক. যাকিছু শুভ আর সুন্দর তার জন্য উনার মস্তিস্কের দড়জা-জানালা সবসময় খোলা থাকে; দুই. প্রায় অসীম কল্পনাশক্তি ফলে কল্পনায় তিনি বাস্তবের চেয়ে কিছুমাত্র কম দেখেন না।
এ বৈশিষ্ট দুটো যার ভেতর থাকে তার পক্ষে সুখহীন জীবন-যাপন প্রায় অসম্ভব। আর যে পরিবারে একজন মানুষ সুখী থাকে সেখানে অন্যরা সুখহীন থাকবে কি করে! থাকুক এ অবস্থাটি টিকে, তাঁর জন্মদিনে এরচেয়ে ভাল কামনা আর কি হতে পারে?
০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৬
মেঘরোদ্দুর বলেছেন: 'যাকিছু শুভ আর সুন্দর তার জন্য উনার মস্তিস্কের দড়জা-জানালা সবসময় খোলা থাকে; দুই. প্রায় অসীম কল্পনাশক্তি ফলে কল্পনায় তিনি বাস্তবের চেয়ে কিছুমাত্র কম দেখেন না। '
একদম ঠিক।
৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা এবং শুভ নববর্ষ
১১ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৫
মেঘরোদ্দুর বলেছেন: দেরী হয়ে গেল যে ভাই!! সবদিন শুভ হোক।
৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩০
poops বলেছেন: শুভ জন্মদিন ।
১১ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৯
মেঘরোদ্দুর বলেছেন: অসংখ্য ধন্যবাদ। স্যরি, উত্তরটা একটু দেরীই হয়ে গেল।
৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৮
তানভীর চৌধুরী পিয়েল বলেছেন: ভালোলাগা...
১১ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৮
মেঘরোদ্দুর বলেছেন: আমারও ভালোলাগা।
১০| ১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৬
নিয়েল ( হিমু ) বলেছেন: আমিই লেইট
১১| ১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০০
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: আমিও লেইট
খাওন দাওন শুদ্ধ মিছাইছি।
১২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৪
যাযাবর৮১ বলেছেন:
গণদাবি একটাই
আবার জেগেছে তারুণ্যের প্রজন্ম
দ্বিধা ভেদ ভুলে জাগরণের জন্ম,
কবে কে দেখেছে এই বাংলার বাঘ
শাবাশ জনতা ঐ জেগেছে শাহবাগ।
আলোকিত প্রাণ প্রজন্ম চত্বরে
বিকশিত গান খুঁজছে সত্তারে,
আর নয় ভুল, মুক্তির স্লোগান
ধূম্র ধূসরে ফাগুনের জয়গান।
ঘৃণায় আক্রোশে জানায় যে ধিক্কারে
গণদাবি আজ প্রদৃপ্ত হুঙ্কারে,
জেগেছে জনতা, বিচার এবার চাই
ফাঁসি, ফাঁসি, ফাঁসি, গণদাবি একটাই।
১৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৯
যাযাবর৮১ বলেছেন:
কলঙ্ক মুক্তি চাই (গীতি কবিতা)
বসন্ত আজ যে আবার এসেছে
আগুন ঝরা উত্তাল বানে
ধূসর জীবনের পাতায় পাতায়
রক্ত রাগে দ্রোহের গানে।
জাগরণ জেগেছে নব প্রজন্ম
প্রদৃপ্ত প্রজন্ম চত্বর
আবার জনতা খুঁজে পেয়েছে পথ
চাইছি আবার একাত্তর।
হৃদয়ে বসন্ত জ্বলছে আগুন
গণদাবি আজকে একটাই
জাগে বাংলাদেশ দৃপ্ত স্লোগানে
কলঙ্ক মুক্তি চাই।
কলঙ্ক মুক্তি চাই (গীতি কবিতা)
বসন্ত আজ যে আবার এসেছে
আগুন ঝরা উত্তাল বানে
ধূসর জীবনের পাতায় পাতায়
রক্ত রাগে দ্রোহের গানে।
জাগরণ জেগেছে নব প্রজন্ম
প্রদৃপ্ত প্রজন্ম চত্বর
আবার জনতা খুঁজে পেয়েছে পথ
চাইছি আবার একাত্তর।
হৃদয়ে বসন্ত জ্বলছে আগুন
গণদাবি আজকে একটাই
জাগে বাংলাদেশ দৃপ্ত স্লোগানে
কলঙ্ক মুক্তি চাই।
©somewhere in net ltd.
১|
০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৪
দলছুট শুভ বলেছেন: শুভ জন্মদিন আপা।