| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেঘরোদ্দুর
আমি স্বপ্ন দেখে বেড়ানো মানুষ। স্বপ্ন আর বাস্তবের ভেতর পার্থক্য করাই হয়ে পড়ে অনেক সময় কঠিন। আমার একটি প্রিয় স্বপ্ন হলো, একদিন বাংলাদেশের বেশিরভাগ মানুষ ভাল চিন্তা করতে শুরু করবে। দুর্নীতি শব্দটি আশ্রয় নেবে শুধু ডিকশনারীর পাতায়। সাংসদ/মন্ত্রীগন তাঁদের শপথভঙ্গকে মনে করবেন আত্মহত্যা। কি মনে হয়, পুরন হবে আমার এ স্বপ্ন? হতেই হবে, আমি যে স্বপ্নের কারিগর!
মনের বনে কোকিল ডাকে
চোখে চাতক দৃষ্টি।
ক্ষরার মনে ঝরবে এবার
শ্রাবণ মেঘের বৃষ্টি!
আয় ছুটে আয় দেখবি নাকি
রাজপথেরই আগুন,
মিছিল স্লোগান সবই পাবি
মাখবি গায়ে ফাগুন।
মরা নদী উঠলো জেগে
ফেনিল সাগর রুপে,
সব রাজাকার মরবে ডুবে
অন্ধকারের কুপে!
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৫
মেঘরোদ্দুর বলেছেন: মানুষ নাকি তার আশার সমান স্বপ্ন নিয়ে বেঁচে থাকে। আমিও তাই। অনেক ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৩
মামুন রশিদ বলেছেন: আয় ছুটে আয় দেখবি নাকি
রাজপথেরই আগুন,
মিছিল স্লোগান সবই পাবি
মাখবি গায়ে ফাগুন।
দারুন হয়েছে আপু ।