নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের কারিগর

মেঘরোদ্দুর

আমি স্বপ্ন দেখে বেড়ানো মানুষ। স্বপ্ন আর বাস্তবের ভেতর পার্থক্য করাই হয়ে পড়ে অনেক সময় কঠিন। আমার একটি প্রিয় স্বপ্ন হলো, একদিন বাংলাদেশের বেশিরভাগ মানুষ ভাল চিন্তা করতে শুরু করবে। দুর্নীতি শব্দটি আশ্রয় নেবে শুধু ডিকশনারীর পাতায়। সাংসদ/মন্ত্রীগন তাঁদের শপথভঙ্গকে মনে করবেন আত্মহত্যা। কি মনে হয়, পুরন হবে আমার এ স্বপ্ন? হতেই হবে, আমি যে স্বপ্নের কারিগর!

মেঘরোদ্দুর › বিস্তারিত পোস্টঃ

আগুনে ফাগুন আসুক...

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৯:২৯

তখন আমরা একই গাঁয়ে থাকি

ছোট্ট গাঁয়ের মেঠোপথে দু'হাত ধরে হাঁটি।

চারচোখেতে অবাক করা আউলা বাতাস দোলে

ঘুড়ির মত মনটা মোদের দিগ্বিদিক চলে।

শ্যামল বাংলায় হুড়োহুড়ি ছুটোছুটি কত,

ফড়িং ধরার দুরন্ত নেশায় ঘাম ঝরেছে শত!

শ্যাওলা পড়া লাল দিঘীটায় থাকতো ফুটে পদ্ম,

আমরা দু'জন এঁকে যেতাম সবুজ বনের গদ্য!

এখন তুমি একলা হাঁটো দূরের মেঘমালায়,

ছোট্ট গাঁয়ে আমি থাকি টুকরো স্মৃতির জ্বালায়।

বাতাসে পাই মিছিল শ্লোগান আরো কত গান,

তুমি যদি থাকতে পাশে করতে অভিমান।

সেই গাঁয়েরই সবুজ দেশে জ্বলছে চিতার আগুন,

মুখরিত রাজপথে আর ফোটেনা সেই ফাগুন।

সেই চোখেতে স্বপ্ন হাসে শরত ভোরের মত,

যুঝে যাবো আমরা সবাই ক্লান্তি আসুক যত।

মুছিয়ে দেবো দেশের বুকে জমে থাকা ঋণ,

টুটিয়ে দেবো সকল আঁধার ফেরাবো দীপ্তিদিন।

মন্তব্য ১৯ টি রেটিং +৯/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১০:০৪

মামুন রশিদ বলেছেন: চমৎকার কবিতা জুঁথি আপু । প্রথম ভালো লাগা জানিয়ে গেলাম । :)

০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩০

মেঘরোদ্দুর বলেছেন: ধন্যবাদ ভাইজান। এ ভালো লাগা আমার উৎসাহকে বাড়িয়ে দিলো।

২| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১০:১২

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: আহা কি কোবতে লিখছেন ... :D :D

পিলাচ দিয়া গেলাম ।

০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩৩

মেঘরোদ্দুর বলেছেন: কোবতের ভাষারা কোন আকাশে উড়াল দিলো, আল্লাহ মালুম। পিলাচ প্রাপ্তিতে প্রসন্ন এই মন।

৩| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১০:৫৪

তারছেড়া লিমন বলেছেন: এখন তুমি একলা হাঁটো দূরের মেঘমালায়,
ছোট্ট গাঁয়ে আমি থাকি টুকরো স্মৃতির জ্বালায়।

০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩৬

মেঘরোদ্দুর বলেছেন: বুঝলাম, এই লাইন দুইখান হয় খুব ভালো আর না হয় খুব বেশী ভালো :)

৪| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১:১০

একটু স্বপ্ন বলেছেন:
বাহ.. আপনিও লিখলেন অবশেষে? দিতে থাকুন কবিতাগুলো একে একে :)

ভাল হোক অনেক।

০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩৭

মেঘরোদ্দুর বলেছেন: জ্বি। দিলাম শেষমেশ। ভালোইতো লিখি মনে হয়....:)

৫| ০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০৯

আমিনুর রহমান বলেছেন: আপনি লিখেছেন তাতেই আমরা খুশি :)

কবিতা সুন্দর হয়েছে। ৩য় ভালো লাগা।

০৬ ই মার্চ, ২০১৩ রাত ১০:০৫

মেঘরোদ্দুর বলেছেন: তয় ভালো লাগা জুটেছে। এও বা কম কি!! ভালো লাগাতো জুটলো...অনেক ধন্যবাদ ভাই :)

৬| ০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৬

shfikul বলেছেন: +++

০৬ ই মার্চ, ২০১৩ রাত ১০:১৩

মেঘরোদ্দুর বলেছেন: আমি সবার উঠোনে ঢু দিতে পারিনা অথচ ইচ্ছে কিন্তু থেকেই যায়। তারপরও আমার উঠোন ভরে থাকে, এ এক বিস্ময়। অসংখ্য ধন্যবাদ আপনাকে। অনেক অনেক ভালোলাগা।

৭| ০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৭

কান্ডারি অথর্ব বলেছেন:
কবিতায় + ট্রেড মার্ক রেখে গেলাম ।

০৬ ই মার্চ, ২০১৩ রাত ১০:১৫

মেঘরোদ্দুর বলেছেন: কি বলবো! নিরন্তর শুভকামনা .....

৮| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৭

একজন আরমান বলেছেন:
এক কথায় দারুন।

৯| ০৯ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬

নিশাত শাহরিয়ার বলেছেন: মুছিয়ে দেবো দেশের বুকে জমে থাকা ঋণ,
টুটিয়ে দেবো সকল আঁধার ফেরাবো দীপ্তিদিন।


++++++++++++++++++++্ :)

১০| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৮:৩২

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: হায় হায় কই ছিলাম আমি??? এ পোস্ট মিসাইলাম ক্যামতে????

কবিতায় ভালোলাগা।

১১| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৮

শ্রাবণ জল বলেছেন: সুন্দর।

১২| ০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২১

ফারজানা শিরিন বলেছেন: মুছিয়ে দেবো দেশের বুকে জমে থাকা ঋণ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.