নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের কারিগর

মেঘরোদ্দুর

আমি স্বপ্ন দেখে বেড়ানো মানুষ। স্বপ্ন আর বাস্তবের ভেতর পার্থক্য করাই হয়ে পড়ে অনেক সময় কঠিন। আমার একটি প্রিয় স্বপ্ন হলো, একদিন বাংলাদেশের বেশিরভাগ মানুষ ভাল চিন্তা করতে শুরু করবে। দুর্নীতি শব্দটি আশ্রয় নেবে শুধু ডিকশনারীর পাতায়। সাংসদ/মন্ত্রীগন তাঁদের শপথভঙ্গকে মনে করবেন আত্মহত্যা। কি মনে হয়, পুরন হবে আমার এ স্বপ্ন? হতেই হবে, আমি যে স্বপ্নের কারিগর!

মেঘরোদ্দুর › বিস্তারিত পোস্টঃ

ধূসর সময়.....

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:১০

ধূসর রেলিংয়ে আলগা হাতের ছোঁয়া

দূরে আদিগন্ত বোবা আকাশ।

সাদা মেঘের লাবণ্য মুছে গেছে সহসা

মনের সিঁড়িতে খেলে যায় অস্থিরতা।

বাঁচার অভ্যেস আমাকে বাঁচিয়ে রাখে

ঋতুর বৈরিতায় অভ্যস্ত এই আমি,

মোমের দেয়ালে হাত রেখে ভাবি-

রক্ত পতাকার তলে কোটি মানুষের মুখ।

কী ভীষণ অনশনে কেটে যাচ্ছে ক্ষণ,

সহস্র কাহিনীর ছবিটাকে ঠাঁই দিলাম-

সেই বোবা নীলাকাশে। ধূসর মেঘের দেশে।

একদিন রোদ নামবে জানি, সানাই বাজবে

আগুনের তপ্ত শিখা শীতল সাগর ছোঁবে,

ধূসর রেলিং তখন খসে পড়বে, শেষ হবে-

অন্তিম যন্ত্রনা, একতারায় ছুঁয়ে থাকবে হাত।

মন্তব্য ৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৩০

একজন আরমান বলেছেন:
মোমের দেয়ালে হাত রেখে ভাবি-
রক্ত পতাকার তলে কোটি মানুষের মুখ।
:(

২| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৪

মামুন রশিদ বলেছেন: বাঁচার অভ্যেস আমাকে বাঁচিয়ে রাখে
ঋতুর বৈরিতায় অভ্যস্ত এই আমি,
মোমের দেয়ালে হাত রেখে ভাবি-
রক্ত পতাকার তলে কোটি মানুষের মুখ।


সত্যিই খুব কষ্টের ।

৩| ২৬ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৬

কান্ডারি অথর্ব বলেছেন:



৪| ১৫ ই মে, ২০১৩ বিকাল ৪:৩২

আমিনুর রহমান বলেছেন:

চমৎকার আপু +++

৫| ১৮ ই মে, ২০১৩ দুপুর ২:২৬

স্নিগ্ধ শোভন বলেছেন:
মোমের দেয়ালে হাত রেখে ভাবি-
রক্ত পতাকার তলে কোটি মানুষের মুখ।


:( :(

+++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.