| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেঘরোদ্দুর
আমি স্বপ্ন দেখে বেড়ানো মানুষ। স্বপ্ন আর বাস্তবের ভেতর পার্থক্য করাই হয়ে পড়ে অনেক সময় কঠিন। আমার একটি প্রিয় স্বপ্ন হলো, একদিন বাংলাদেশের বেশিরভাগ মানুষ ভাল চিন্তা করতে শুরু করবে। দুর্নীতি শব্দটি আশ্রয় নেবে শুধু ডিকশনারীর পাতায়। সাংসদ/মন্ত্রীগন তাঁদের শপথভঙ্গকে মনে করবেন আত্মহত্যা। কি মনে হয়, পুরন হবে আমার এ স্বপ্ন? হতেই হবে, আমি যে স্বপ্নের কারিগর!
প্রথম ছোঁয়া আকাশ আমার
শব্দহীন প্রাণ,
শূন্য খাঁচায় রাতের পাখি
স্তব্ধ ম্লান।
ফণীমনসার কাঁটায় ফোটে
নিশি জাগা ভোর,
একশো শরত লুকিয়ে বলে
দুঃখগ্রাসী চোর!
মন্থর মেঘ নীরব পাখি
ক্রন্দনেরই ধ্বনি,
অসীম আকাশ চোখের কোণে
রক্তাক্ত মণি!
প্রথম ছোঁয়া আকাশ আমার
স্মৃতির বালুবেলা,
শূন্য খাঁচায় রাতের পাখি
নিঃসঙ্গ মেলা।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১৬
মেঘরোদ্দুর বলেছেন: আমিনুর ভাই, অনেকদিন পর সামুতে এলাম। কেমন আছেন? মুগ্ধপাঠের জন্য রইলো অনেক ধন্যবাদ এবং শুভকামনা।
২|
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১৬
স্বপ্নবাজ অভি বলেছেন: খুব চমৎকার !
দারুন লেগেছে আপু !
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১৭
মেঘরোদ্দুর বলেছেন: ভালো লাগা ছুঁয়ে গেলো আমাকে। অসংখ্য ধন্যবাদ ভাই।
৩|
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৭
আমিনুর রহমান বলেছেন:
আপু ভালো আছি। আপনি কেমন আছেন? আনমনা ও বিভোর কেমন আছে?
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০৫
মেঘরোদ্দুর বলেছেন: ভালো আছি ভাই। ওরা সবাই ভালো। এদিকে কবে আসবেন?
৪|
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৩
মামুন রশিদ বলেছেন: ফণীমনসার কাঁটায় ফোটে
নিশি জাগা ভোর,
একশো শরত লুকিয়ে বলে
দুঃখগ্রাসী চোর!
বাহ্! খুব সুন্দর লিখেছেন আপু । একটু নিয়মিত লিখতে পারেন!
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০৬
মেঘরোদ্দুর বলেছেন: প্রথমেই ধন্যবাদ লেখাটি পড়ার জন্য। হ্যা, নিয়মিত হতে চাই। সময় একটা বিষয় এখানে, তারপরও....
৫|
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৩১
স্নিগ্ধ শোভন বলেছেন:
প্রথম ছোঁয়া আকাশ আমার
স্মৃতির বালুবেলা,
শূন্য খাঁচায় রাতের পাখি
নিঃসঙ্গ মেলা।
দারুণ!!!
ভাললাগা রইলো।
+++
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০৭
মেঘরোদ্দুর বলেছেন: বিশেষণের জন্য ধন্যবাদ। ভালোলাগা থাকলো ভাই।
৬|
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪৬
কান্ডারি অথর্ব বলেছেন:
সুন্দর কবিতা
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০৭
মেঘরোদ্দুর বলেছেন: ধন্যবাদ ভাই। আছেন কেমন?
৭|
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২২
সেলিম আনোয়ার বলেছেন: প্রথম ছোঁয়া আকাশ আমার
স্মৃতির বালুবেলা,
শূন্য খাঁচায় রাতের পাখি
নিঃসঙ্গ মেলা।
সুন্দর।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০৮
মেঘরোদ্দুর বলেছেন: সুন্দর হাসি, অনেকটাই দন্তবিকশিত। ভালো থাকুন মেলা।
৮|
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৫
টুম্পা মনি বলেছেন: ফণীমনসার কাঁটায় ফোটে
নিশি জাগা ভোর,
একশো শরত লুকিয়ে বলে
দুঃখগ্রাসী চোর!
বাহ! সুন্দর! কোথাও ছন্দ মিসিং হয় নি। অনেক ভালো লাগল।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪
মেঘরোদ্দুর বলেছেন: ছন্দের বিষয়টা আমার জেনেটিক। আমার করার কিছুই নেই। অশেষ ধন্যবাদ।
৯|
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪২
শাহেদ খান বলেছেন: বাহ চমৎকার লেখা। ছন্দের তালে পড়ে যেতে আমার অনেক ভাল লাগল।
শুভকামনা, কবি।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩০
মেঘরোদ্দুর বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
১০|
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৭
ডট কম ০০৯ বলেছেন: অনেক সুন্দর লেখনী।সল্পতে অল্পতে কেমন করে অনেক কথা লিখেফেলেছেন আপনি জানেন কি?
আপনারে ধইন্ন্যা।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৮
মেঘরোদ্দুর বলেছেন: আপনার ধন্যবাদ মনে রাখার মতই। দারুণ বলেছেন ভাই।
১১|
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৬
সোনালী ডানার চিল বলেছেন:
চমৎকার ছন্দময় কবিতায় খুব ভালোলাগা...........
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৬
মেঘরোদ্দুর বলেছেন: আপনার নিকটা অসাধারণ। আমি অনেক কম ঢু দেই এখানে। কত লেখা যে মিস করি তার হিসেব নেই। সময় করেই পড়বো সবারটা। এমন সুন্দর মন্তব্যের জন্য বিশেষ ধন্যবাদ।
১২|
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৮
লাবনী আক্তার বলেছেন: প্রথম ছোঁয়া আকাশ আমার
স্মৃতির বালুবেলা,
শূন্য খাঁচায় রাতের পাখি
নিঃসঙ্গ মেলা
ছন্দময় কবিতা ভালো লাগল আপু।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২২
মেঘরোদ্দুর বলেছেন: অনেক ধন্যবাদ।
১৩|
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:০৮
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: আপু,ফেসবুকে এত্তো এত্তো কবিতা লিখেন আর সামুতে কালে ভদ্রে কয়েকটা !!
এ বড় অন্যায় ।
জাতিকে এমন এমন চমৎকার কবিতা থেকে বঞ্চিত রাখবার কোন অধিকার আপনার নাই ।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২২
মেঘরোদ্দুর বলেছেন: মন্ত্রীর চেহারা ভুলেই যাচ্ছি ...। অনেকদিন দেখিনা তোমাদের সবাইকে। সামুতে অনেকদিন পর, সবই ঠিক আছে। ফেবুতেই যতটা পারি থাকি। এ অন্যায় কাটানোর চেষ্টায় আছি রে ভাই। ভালো লাগলো ইতিবাচক মন্তব্য করার জন্য।
১৪|
০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৮:৪৪
শায়মা বলেছেন: আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় ঐ.......
ছবিটা দেখে মনে হয় তুমি বারান্দায় বসে আকাশ দেখছো আপুনি......![]()
২৬ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪৮
মেঘরোদ্দুর বলেছেন: পাহাড় ঘুমায় ঐ.....স্বপ্নে আমিও ঘুমাই। সুন্দর মন্তব্য। ধন্যবাদ অশেষ।
১৫|
০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৩
অপর্ণা মম্ময় বলেছেন: সুন্দর কবিতা ছন্দের তালে তালে।
শুভকামনা রইলো
২৬ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪৯
মেঘরোদ্দুর বলেছেন: অ-নে-ক ধন্যবাদ আপনাকে।
১৬|
২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩৫
অকিঞ্চনের বলেছেন: ভাল লেগেছে আপু
©somewhere in net ltd.
১|
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০৩
আমিনুর রহমান বলেছেন:
আপু ছন্দময় কবিতায় +++
মুগ্ধপাঠ।