| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেঘরোদ্দুর
আমি স্বপ্ন দেখে বেড়ানো মানুষ। স্বপ্ন আর বাস্তবের ভেতর পার্থক্য করাই হয়ে পড়ে অনেক সময় কঠিন। আমার একটি প্রিয় স্বপ্ন হলো, একদিন বাংলাদেশের বেশিরভাগ মানুষ ভাল চিন্তা করতে শুরু করবে। দুর্নীতি শব্দটি আশ্রয় নেবে শুধু ডিকশনারীর পাতায়। সাংসদ/মন্ত্রীগন তাঁদের শপথভঙ্গকে মনে করবেন আত্মহত্যা। কি মনে হয়, পুরন হবে আমার এ স্বপ্ন? হতেই হবে, আমি যে স্বপ্নের কারিগর!
তোমরা কেবলি বড় হতে থাকো
আর আমি ক্রমশ ছোট!
তোমরা হাঁটো ইট-পাথরে
আমার চলা মেঠোপথে,
কংক্রিটের এই শহর ছেড়ে
দূর মেঘেরই তেপান্তরে!
তোমরা কেবলি মানুষ হতে থাকো
আর আমি অন্য মানুষ!
লাল-সবুজের নিশান ওড়ে
পিচঢালা রাজপথে,
বিলাসবহুল গাড়ির ভিড়ে
হাঁটি উল্টোরথে!
তোমরা কেবলি শপথ করে যাও
আমি গেয়ে যাই গান!
মিটিং-মিছিল ছুটছে শুধু
পুড়ছে পোড়া মন,
দেশ মাতাটার শোকে পাথর
আমিই অভাজন!
২৬ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪৩
মেঘরোদ্দুর বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
২|
২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৬
স্নিগ্ধ শোভন বলেছেন:
চমৎকার!!!
ভাললাগা রইলো।
+++++++++
২৬ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪৪
মেঘরোদ্দুর বলেছেন: অনেকদিন পর পর আসি আর আপনাদের দারুণ সব বিশেষণে সিক্ত হই। শুভকামনা।
৩|
২৬ শে অক্টোবর, ২০১৩ ভোর ৪:১৯
হাতীর ডিম বলেছেন: তোমরা কেবলি শপথ করে যাও
আমি গেয়ে যাই গান!
সুপার ভালো লাগছে ++++++
২৬ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪৪
মেঘরোদ্দুর বলেছেন: নিরন্তর শুভকামনা। মন্তব্যের জন্য ধন্যবাদ।
৪|
২৬ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:১৯
মামুন রশিদ বলেছেন: সুন্দর, খুব সুন্দর কবিতা । ভালোলাগা জানবেন আপু ।
২৬ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪৬
মেঘরোদ্দুর বলেছেন: ভাই, কেমন আছেন? অনেকদিন সবাই একসাথে হইনা। এখানে ঢু দেই কম। লিখতে ইচ্ছে করে খুউব, কিন্তু আলসেমী প্রচুর.....অনেক ধন্যবাদ আপনাকে।
৫|
২৬ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪৮
মোঃ ইসহাক খান বলেছেন: নিখুঁত নিনাদ। ছোট ছোট চরণে চমৎকার হয়েছে।
শুভেচ্ছা।
২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৫০
মেঘরোদ্দুর বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। শুভেচ্ছা নিরন্তর..........
৬|
২৬ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:১৯
একজন আরমান বলেছেন:
আপু দিনে দিনে আপনার লেখার বড় ভক্ত হয়ে উঠেছি আমি। ব্লগে কম লিখা দেন কেন? আরও বেশি লিখা চাই।
শুভকামনা রইলো অনেক।
২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৫১
মেঘরোদ্দুর বলেছেন: বাহ! ভালোইতো ভাই। এখানে লিখতেই যত আলসেমী আমার। তবে, চেষ্টা থাকবে। উৎসাহ পাচ্ছি বেশ। শুভকামনা।
৭|
২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:২৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার কবিতাটা আমাদের রাজনীতিবিদগণের উদ্দেশে উৎসর্গ করলাম আপু। চমৎকার লাগলো, বিশেষ করে উপস্থাপনার স্টাইলটা।
আমি হলে শিরোনাম দিতাম- নিঃশব্দ আর্তনাদ।
শুভ কামনা।
২৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪০
মেঘরোদ্দুর বলেছেন: বাহ! খুব সুন্দর শিরোনাম হতো তাহলে। নিঃশব্দ আর্তনাদ সবার ভেতরেই ঘাপটি মেরে আছে। পড়ার জন্য বিশেষ ধন্যবাদ।
৮|
২৮ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:০৮
আমিনুর রহমান বলেছেন:
... এবং অসাধারণ।
মিটিং-মিছিল ছুটছে শুধু
পুড়ছে পোড়া মন,
দেশ মাতাটার শোকে পাথর
আমিই অভাজন!
২৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪০
মেঘরোদ্দুর বলেছেন: চমৎকার বিশেষণে অভিভূত। শুভকামনা রইলো।
৯|
২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:১৫
সপন সআথই বলেছেন: ভাললাগা রইলো।
২৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪১
মেঘরোদ্দুর বলেছেন: আর আপনার জন্য রইলো শুভকামনা।
©somewhere in net ltd.
১|
২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:০২
কান্ডারি অথর্ব বলেছেন:
দারুণ +++++++ রইল।